সন্দ্বীপ এক্সপ্রেস টিভি

  • Home
  • সন্দ্বীপ এক্সপ্রেস টিভি

সন্দ্বীপ এক্সপ্রেস টিভি সত্য সংবাদ প্রকাশে অবিচল.
মানুষের জন্য কথা বলি
(1)

যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব - মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা উড়ির চর ইউনিয়...
14/08/2025

যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব - মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা উড়ির চর ইউনিয়নে "যুব সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।এ সমাবেশে মোহাম্মদ সাহাবউদ্দীনের সঞ্চালনায় ও উড়িরচর ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আমীর,চট্টগ্রাম- ০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী জননেতা মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে যুবকদের উদ্দেশ্য নসিহা ও করণীয় সম্পর্কে বলেন - মানব জীবনের তিনটি কালের মধ্যে যৌবনকাল নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। মানুষের জীবনের সকল কল্যাণের সময়, আল্লাহর নিকট অধিক প্রিয় হবার সময়, নিজেকে পুণ্যের আসনে সমাসীন করার সময় এ যৌবনকাল। এ কালের উন্নয়নের মাধ্যমে মানুষ সকলের কাছে সম্মানের পাত্র হয়। আবার একালই মানুষের জীবনে নিয়ে আসে কলংক-কালিমা, নিয়ে আসে অভিশাপ, পৌঁছে দেয় আল্লাহর আযাবের দ্বারপ্রান্তে। তাই যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সম্পদ।

সুরা তাওবায় আল্লাহ তায়ালা বলেন - তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড় এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমরা বুঝ’।

যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং স্বীয় বিবেককে সদা জাগ্রত রাখতে হবে। যাতে করে কোন অন্যায়-অনাচার, পাপাচার-দুরাচার ইত্যাদি ধ্বংসাত্মক কর্মকান্ড যৌবনকালকে কলঙ্কিত করতে না পারে। অপরদিকে ন্যায়ের পথে, কল্যাণের পথে যৌবনের উদ্যোগ ও শক্তিকে উৎসর্গ করতে হবে।

আগামী দিনের বাংলাদেশে যুব সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুব সমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব। জুলাই অভ্যুত্থানে যুবকরা স্বৈরাচার পতনের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারী মাওলানা আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মুছাপুর ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন সিরাজী, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন। সন্দ্বীপ উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সবুর খাঁন, সন্দ্বীপ উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মাইন উদ্দিন । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা শাখার অফিস সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন। উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ৷

প্রীতি সমাবেশ কোরআনুল কারিম থেকে তেলোয়াত করেন মোহাম্মদ সাইমুন হোসাইন ইমন।

সন্দ্বীপের এক পরিচিত মুখ, আপনারা কি ভুলে গেছেন? সন্দ্বীপ সাবেক টাউন সহ বর্তমান রহমতপুর,তালতলী, কমপ্লেক্স এর অতিপরিচিত মু...
14/08/2025

সন্দ্বীপের এক পরিচিত মুখ, আপনারা কি ভুলে গেছেন?

সন্দ্বীপ সাবেক টাউন সহ বর্তমান রহমতপুর,তালতলী, কমপ্লেক্স এর অতিপরিচিত মুখ মোহাম্মদ মিয়া বলি (প্রকাশ জামসেদ উকিলের গো বলি)
তিনি ৩০ মে ২০২৩ সালে মৃত্যু বরণ করেন

সব মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসব মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশা...
14/08/2025

সব মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সব মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিয়মমাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেয়া হয়।

কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।

সাত বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিখোঁজ সংবাদমুছাপুর ৫নং ওয়ার্ড হাশিম তহশিলদার বাড়ির সেনের হাটের ব্যবসায়ী আবুল বশার জেডা (রাজু ও রবিনের পিতা) নিখোঁজ হ...
14/08/2025

নিখোঁজ সংবাদ

মুছাপুর ৫নং ওয়ার্ড হাশিম তহশিলদার বাড়ির সেনের হাটের ব্যবসায়ী আবুল বশার জেডা (রাজু ও রবিনের পিতা) নিখোঁজ হয়েছেন। জানা গেছে, তিনি গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে সেনের হাটের দোকান থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে কল দিলে তিনি চট্টগ্রামে আছেন বলে জানান। এরপর থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে—
📞 ০১৭২৫১০৭৮৩১

14/08/2025

৩ নং সতর্কতা সংকেত থাকায় আগামীকাল ফেরী কপোতাক্ষ এবং শীপ মালঞ্চ চলাচল বন্ধ থাকবে

14/08/2025

চিকিৎসা সেবা থেকে বছরের পর বছর ধরে অবহেলিত সন্দ্বীপের মানুষ 😢
সন্দ্বীপের স্বাস্থ্য খাত কখন পরিবর্তন হবে এই প্রশ্নের উত্তর কেউ জানে না।

সদস্য হতে চাইলে এখনি যোগাযোগ করেন
14/08/2025

সদস্য হতে চাইলে এখনি যোগাযোগ করেন

অথচ জীবনের পাওয়া না পাওয়া নিয়ে আমাদের কত অভিযোগ 🥲স্থানঃ জিইসি মোড়
14/08/2025

অথচ জীবনের পাওয়া না পাওয়া নিয়ে আমাদের কত অভিযোগ 🥲

স্থানঃ জিইসি মোড়

একটি প্রাণ বাঁ'চা'তে এগিয়ে আসুন.. এবং ভিডিওটি শেয়ার করে দিন...পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যা...
13/08/2025

একটি প্রাণ বাঁ'চা'তে এগিয়ে আসুন..
এবং ভিডিওটি শেয়ার করে দিন...

পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের ছাত্র, মোঃ মেহেদী হাসান, বর্তমানে এক কঠিন রোগ ক্যা'ন্সা'রে আ'ক্রা'ন্ত। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর দ্রুত সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে সাহায্য ও দোয়া কামনা করছি। আপনাদের দেওয়া প্রতিটি ছোট ছোট সাহায্য তার চিকিৎসায় সহায়ক হতে পারে।

***রোগীর বিস্তারিত:***
- নাম: মোঃ মেহেদী হাসান
- পিতা: মোঃ সেলিম
- মাতা: তাছলিমা বেগম
- ঠিকানা: সিকদার বাড়ী, বক্তার হাটের পূর্ব পাশে।

আপনাদের অনুদান সরাসরি বিকাশ ও নগদের মাধ্যমে পাঠাতে পারেন এটা রুগির মায়ের নাম্বার : +8801839040732

আপনারা সকলে মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করুন এবং নিজেদের সাধ্যমতো সাহায্য করে তার পাশে দাঁড়ান। আপনাদের প্রতি সাহায্যের জন্য আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপে ২০২৫ এ চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়েছে সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের গাজী বাড়ির ইফতেখার ...
13/08/2025

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপে ২০২৫ এ
চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়েছে সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের গাজী বাড়ির ইফতেখার আলম।

সমুদ্র বন্দরসমূহে ৩ নং সতর্কতা সংকেত থাকায় আগামীকাল "ফেরি কপোতাক্ষ" এবং "শীপ মালঞ্চ" চলাচল বন্ধ থাকবে।
13/08/2025

সমুদ্র বন্দরসমূহে ৩ নং সতর্কতা সংকেত থাকায় আগামীকাল "ফেরি কপোতাক্ষ" এবং "শীপ মালঞ্চ" চলাচল বন্ধ থাকবে।

জীবন যখন যেমন!!এটা ভাববেননা, আমি ছবিটা তুলে চলে আসছি!গাড়ি থেকে নেমে যতটুকু একজন মানুষ হিসেবে করার ছিলো সেটা করে তারপর ফি...
13/08/2025

জীবন যখন যেমন!!

এটা ভাববেননা, আমি ছবিটা তুলে চলে আসছি!
গাড়ি থেকে নেমে যতটুকু একজন মানুষ হিসেবে করার ছিলো সেটা করে তারপর ফিরেছি!
কপি

Address


Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ এক্সপ্রেস টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ এক্সপ্রেস টিভি:

  • Want your business to be the top-listed Media Company?

Share