Tawsif Mehadi Tamim

Tawsif Mehadi Tamim إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।...
21/11/2024

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, "দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।"

একথা শুনে মেয়েটি বলল, "যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?"

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.)

05/09/2024

প্রিয়তমা! 💔
এভাবে আমায় একা ফেলে চলে যেতে পারলে তুমি? জানো, আমার হৃদয় রাজ্যে কেবল তোমার বসবাস?

প্রতিটা মুহুর্তে তোমার অনুপস্থিতি অনুভব করি ভীষণভাবে!

— শাইখ সালমান আল আওদাহ (মৃত স্ত্রীর প্রতি)

31/08/2024

যারা ইসলামী শরীয়াহ বাদ দিয়ে, অন্য কোনও শাসনব্যবস্থা গ্রহণ করে, তারা মূলত অকল্যাণকে বেছে নিয়েছে। তাদের সাথে যারা তাল মিলিয়ে চলে, তারা ধর্মীয় গোষ্ঠী হলেও, মূলত অকল্যাণের সাথেই তাদের বসবাস।

ইসলামি শরীয়াহ ছাড়া, অন্য কিছুতে কল্যাণ খোঁজার চেষ্টা করা, শরীয়ত অবমাননার শামিল। আল্লাহ তা'আলার প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। নবীজি সা.-এর প্রতি অবহেলা প্রদর্শনের শামিল।

শায়েখ আতিক উল্লাহ হাফি:

31/08/2024

মুমিনগণ কখনো হতাশ হয় না, তারা কখনোই হতাশাগ্রস্ত হয় না।
মুমিনগণ রবের উপর ভরসা করে, সার্বক্ষণিক আশাহত থাকে!

27/08/2024

গাইরুল্লাহ কে বিধানদাতা মনে করা,
গাইরুল্লাহ কে বিধানদাতা হিসাবে নির্বাচিত করা,

আল্লাহর নাজিলকৃত আইনকে মানুষের অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা,
জঘন্যতম শিরক!

শায়েখ তামিম আল আদনানি হাফি:

08/08/2024

إِن يَنصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا الَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

05/08/2024

জালিমের বিরুদ্ধে দোয়া করতে যেন ভুলে না যাই!

اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اِهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ.

হে আল্লাহ, (আসমান থেকে) কিতাব (কোরআন) অবতীর্ণকারী, মেঘমালা সঞ্চালনকারী, (শয়তান) বাহিনীকে পরাজিতকারী, আপনি এই শক্রদের পরাজিত করুন। তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।

{সহীহ বুখারীঃ ২৯৬৬}

মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, স্বপ্ন দু'জনের হলে কখনো অপূর্ণ থাকে না!!সংগৃহীত.
02/08/2024

মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, স্বপ্ন দু'জনের হলে কখনো অপূর্ণ থাকে না!!

সংগৃহীত.

02/08/2024

হে আমার প্রিয়তমা!!❤️

তোমাকে কতদিন দেখিনা!
তোমার চেহেরা কতদিন দেখিনা!
তোমাকে কতদিন ছুঁইতে পারি-না!
সবায় বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো!
কিন্তু আমি জানি, তুমি আমার কলিজার বক্ষবিন জুড়ে আছে!

💔

হযরত আলী (রা:)

30/07/2024

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَآءًۢ بِمَا كَانُوا يَكْسِبُونَ

অর্থঃ অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawsif Mehadi Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category