Saju bokshi

Saju bokshi আমি নির্যাতিত দের পক্ষে , জালিমের বিপক্ষে।

13/07/2025

কেউ যদি আওয়ামী ধর্মের ন্যায় নতুন একটি ধর্ম আবিষ্কার করতে চায়, তাহলে তাদেরকে আওয়ামী ধর্মের অনুসারীদের মতোই মতোই ধ্বং*স হয়ে যেতে হবে, বি-ইজনিল্লাহ।

12/07/2025

শাস্তি দেয়া দলের দায়িত্ব না।
আওয়ামিলীগ, বিএনপি, জামাত, জাতীয়পার্টি, এনসিপি, পিপলস পার্টি, আমজনতা পার্টি কেউ শাস্তি দেয়ার অধিকার রাখে না।

শাস্তি দেয়ার জন্য দেশে বিচার বিভাগ নাই? দেশের পরিস্থিতি ঠিক রাখার জন্য কি আইন শৃঙ্খলা বাহিনী নাই? তাদের কাজটা কি? তাদের ভূমিকা কি? মাস শেষে কি তারা বেতন নেন না? রাস্তার পাশে দাড়িয়ে হেলমেট ছাড়া বাইক দেখলেই আইন শেখানোতেই কি তারা সীমাবদ্ধ থাকবে?

ঢাকা শহরে যে প্রতিটা মোড়ে মোড়ে চাঁদা তোলা হয়, সেটা কি স্থানীয় পুলিশ প্রশাসন জানে না? ঢাকার রাস্তার একটা বাচ্চাও তো এসব সম্পর্কে ধারনা রাখে।

এতো বড় দূর্ঘটনা, দেশের বর্তমান পরিস্থির যে জঘন্য অবস্থা এর দায় তো দায়িত্বরত মহল এড়িয়ে যেতে পারেন না।

যদি আইন তার নিজ ক্ষমতায় কোনো অপরাধীকে সকল স্বাক্ষী প্রমান থাকার পরও শাস্তি দিতে না পারে তাহলে দরকার নাই এমন আইন ব্যবস্থার।

ছি, লজ্জাও হয় না দায়িত্ববানদের। যারা জনগনের কষ্টের টাকা বেতন হিসেবে নিয়ে অপচয় করতেছে।

ক"বরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি...
10/07/2025

ক"বরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি...

র-ক্তা-ক্ত 'জুলাইয়ের' বছর পূর্তিতে প্রবেশ করলাম আমরা। ছাত্র-জনতার এই অভ্যুত্থান যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক ছ...
10/07/2025

র-ক্তা-ক্ত 'জুলাইয়ের' বছর পূর্তিতে প্রবেশ করলাম আমরা। ছাত্র-জনতার এই অভ্যুত্থান যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক ছিল তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন হচ্ছে, এক বছর পর আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি জুলাইয়ের যেই গণআকাঙ্ক্ষা— সেটি পূরণ করতে পেরেছি?

রাষ্ট্রীয় জবাবদিহিতা ও প্রশাসনিক সংস্কারের প্রশ্নগুলো এখনো উন্মুক্ত।

প্রতিষ্ঠানগুলো থেকে আওয়ামী দালাল দূরীকরণের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

শহীদ পরিবার ও আন্দোলনকারীদের দাবি আজও উপেক্ষিত।

এই জঘন্য গণহ*ত্যার বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। যা কিছু আছে তাও চলছে কচ্ছপের গতিতে।

এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই আন্দোলনের ন্যারেটিভ এখন নিস্তেজ হয়ে পড়ছে। 'জুলাই' আগের মত আর আমাদেরকে এক করতে পারছে না। কারণ 'জুলাই' এখন যার যার স্বার্থে ব্যবহার করা হচ্ছে। 'জুলাই' কে কেন্দ্র করেই গড়ে উঠছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

দিন শেষে আরো অনেক প্রশ্ন থেকে যায়; জুলাই অভ্যুত্থান যদি একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হয়ে থাকে, তাহলে তার ধারাবাহিকতা কোথায়? এই র*ক্তপাতের স্মৃতি কি কেবল বার্ষিক স্মরণে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি ভবিষ্যতের রাষ্ট্রচিন্তা নির্মাণে ভূমিকা রাখবে?

এই প্রশ্নগুলো তোলা এখন খুব জরুরি। পাশাপাশি এর উত্তর খোঁজা আরো বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য। কারণ একটি অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের নাম নয়—এটি একটি কাঠামোগত রূপান্তরের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ইতিহাস ফিরে আসবে বার বার—আরো ভ-য়-ঙ্ক-র রূপে।

- এইডা কোন কথা.! 🤭
26/05/2025

- এইডা কোন কথা.! 🤭

26/05/2025

আর যা জু-লু-ম করেছে, তারা যখন আ-যা-ব দেখবে, তখন তাদের উপর থেকে তা শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।

সূরা নাহল, আয়াত : ৮৫

18/05/2025

মেয়েদের যখন জ্যান্ত কব-রস্থ করা হতো;
তখন দ্বীন-ইসলাম এসে, নারীদের পদতলে 'জান্নাতের' ঘোষণা দিয়েছিল।
প্রতিটা পরিবার যখন কন্যাসন্তান'কে অভি-শাপ হিসেবে দেখতো, তখন ইসলামের নবী মুহাম্মদ (স.) বলেছিলেন– "কারো যদি একটা কন্যাসন্তান থাকে এবং সে যদি তাকে কোনো ধরনের অবহেলা না করে এবং পুত্রসন্তানকে কন্যাসন্তানের চেয়ে অধিক প্রাধান্য না দেয়। তাহলে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন।"
[আবু দাউদ, হাদিস: ৫১৪৬]
আরবের চারদিকে যখন মেয়েদের পণ্য হিসেবে ট্রিট করা হতো, তখন আমাদের রাসূল (স.) বলেছিলেন– "কারো যদি ক্রীতদাসী থাকে, আর সে তাকে উত্তমরূপে বিদ্যা ও শিষ্টাচার শিখিয়ে স্বাধীন করে দেয়। অতঃপর, তাকে স্ত্রীরূপে গ্রহণ করে, তাহলে তার জন্য আছে দুটি পুরস্কার।"
[সহীহ বুখারি, হাদিস: ৯৭]
এরপরেও, দ্বীন-ইসলাম নাকি নারীদের সম্মানিত করেনি..!

- তানভীর সুমন ভাই (হাফি.)

18/05/2025
12/05/2025

আজকাল ক্লাস ফোর-ফাইভ কিংবা তার নিচের ক্লাসের ছেলে মেয়েরাও হা-রামে লিপ্ত হয়ে আছে। আল্লাহুম্মাগফিরলি। এইটা যে দা*জ্জা"লের ফি-তনারও একটা আলামত তা খুব করেই টের পাচ্ছি। এসব ছেলে/মেয়েদের বুঝা কিংবা বুঝানো মোটেও সহজ নয়। আল্লাহ তায়ালা বুঝ দেন। খাস করে হলেও এদের জন্য বেশি বেশি করে দো'আ করা উচিত। যত দিন চাচ্ছে ততই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আমাদের যুগে বাচ্চা পালন করাই আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এর বিষয় হয়ে দাঁড়াবে।

- সংগৃহীত

রাসূল (ﷺ) বলেছেন, দু' জন মুমিন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেয়া...
10/05/2025

রাসূল (ﷺ) বলেছেন, দু' জন মুমিন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেয়া হয়।

(সুনানে আবু দাউদ: ৫২১২)

বাংলাদেশের সবচেয়ে বড় শ*ত্রু কে?
08/05/2025

বাংলাদেশের সবচেয়ে বড় শ*ত্রু কে?

Address

Dhaka

Telephone

+8801704224335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saju bokshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share