
08/05/2025
৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – এখন নিজেই করবেন মাত্র ৬,৮২০ টাকায়!
চীনের বিজনেস ভিসা নিয়ে অনেকের আগ্রহ, কিন্তু বারবার এক প্রশ্নের উত্তর সবাইকে আলাদাভাবে দেওয়া কঠিন হয়ে যায়। তাই পুরো প্রসেসটা একসাথে এই পোস্টে দিয়ে দিচ্ছি—আপনি নিজেই করতে পারবেন, কোনো এজেন্সি লাগবে না!
এতে সময় ও খরচ দুটোই কমবে।
⸻
Step 1: Canton Fair থেকে অফিসিয়াল ইনভাইটেশন নিন
প্রথমে Canton Fair-এর ওয়েবসাইটে গিয়ে “Overseas Buyer” হিসেবে রেজিস্ট্রেশন করুন।
একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ইনভাইটেশন লেটার ডাউনলোড করুন।
Website:
🔗 https://www.cantonfair.org.cn/en-US
Note: এই মাসের ফেয়ার শেষ, তবে আগামী অক্টোবর-নভেম্বরে পরবর্তী Canton Fair। এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।
আপনি চাইলে সরাসরি আপনার সাপ্লায়ার থেকেও ইনভাইটেশন নিতে পারেন। কীভাবে সাপ্লায়ার খুঁজবেন, সেটা নিয়ে অন্য একটি পোস্ট আসবে।
⸻
Step 2: ভিসা ফর্ম পূরণ ও ইনভাইটেশন যুক্ত করা
চায়না ভিসার অফিশিয়াল পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করুন।
শেষ ধাপে “Invitation Letter” আপলোড করার অপশন পাবেন—সেখানে Canton Fair-এর লেটার দিন।
Website:
🔗 https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu
ফর্ম সাবমিটের ১–২ দিনের মধ্যেই ইমেইলে রেসপন্স আসে। কারও কারও ইন্টারভিউ পড়তে পারে।
⸻
Step 3: ইন্টারভিউ (যদি পড়ে)
ইন্টারভিউ সবার পড়ে না। যদি পড়ে, সরাসরি ঢাকার বারিধারা চায়না এম্বাসিতে যেতে হয়। ভিডিও ইন্টারভিউ নয়।
প্রশ্নগুলো সাধারণ হয়:
• আপনি কী করেন?
• চীনে কেন যাচ্ছেন?
• আগে বিদেশ গেছেন কি?
আত্মবিশ্বাস সহকারে উত্তর দিন—এটাই যথেষ্ট।
ইন্টারভিউ শেষে অনেক সময় ৫–১৫ মিনিটের মধ্যেই ইমেইলে ভিসা এপ্রুভাল চলে আসে।
⸻
Step 4: ডকুমেন্ট জমা ও ফি প্রদান
ভিসা এপ্রুভাল পেলে—
আপনার পাসপোর্ট, আবেদন ফর্ম, ইনভাইটেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র বনানির অফিসে জমা দিন।
ফি:
💵 ৬,৮২০ টাকা (ক্যাশে)
ডেলিভারি টাইম:
৪ কার্যদিবসের মধ্যেই পাসপোর্টে ভিসা লাগানো অবস্থায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
⸻
টুরিস্ট ভিসার বিকল্প
যদি বিজনেস ভিসার ঝামেলা না চান—তাহলে টুরিস্ট ভিসাও সহজে পাওয়া যায়।
এজেন্সির মাধ্যমে করলে খরচ পড়বে ৮,২০০ – ১৪,০০০ টাকার মধ্যে।
বিশ্বস্ত এজেন্সি ও তাদের রিভিউ দেখে সিদ্ধান্ত নিন।
⸻
বিশেষ ধন্যবাদ:
এই পুরো প্রক্রিয়ার গাইডলাইন দেওয়ার জন্য হুসেইন আহমেদ ভাইকে কৃতজ্ঞতা।
আমি শুধু তার দেওয়া তথ্যগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি।