
12/05/2025
পাকা চুল দাড়ি এবার কালো হবেই ইনশা আল্লাহ
হাদীসে বর্ণিত বিশুদ্ধ জায়তুনের তেল রেগুলার ব্যবহারে:-
✅ দ্রুত চুল এবং দাড়ি পড়া রোধ করে।
✅ ঘন চুল এবং দাড়ি গজাতে সাহায্য করে।
✅ সাদা দাড়ি এবং চুল দ্রুত কালো করে।
✅ চেহারার ব্রন এবং ডার্ক সার্কেল দূর করে।
✅ চেহারার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
✅ শরীরের এলার্জি ও চর্মরোগ দূর করে।
হযরত মুহাম্মদ ﷺ বলেন "তোমরা জয়তুনের তেল খাও এবং মালিশ করো। কেননা এটি বরকতময় ও প্রাচুর্যময় গাছের তেল"
- সহীহ তিরমিজি, হাদীস ১৮৫১
সুন্নতের দ্বারা চুল-দাড়িকে প্রতিদিন বরকতময় রাখতে জায়তুনের তেল ব্যবহার করুন। জায়তুনের তেল ব্যবহারের দ্বারা একে তো সুন্নতের উপর আমল হতে থাকবে, তার পাশাপাশি চুল দাড়িও ঘন হবে, চুল দাড়ি পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তুরস্ক হতে বাছাইকৃত বিশুদ্ধ যাইতুন ফল হতে তেল উৎপাদন করে বাংলাদেশে ইম্পোর্ট করে বোতলজাত করে গ্রাহকগণের নিকট সম্পূর্ণ বিশুদ্ধতা ও অথেন্টিসিটি মেইনটেইন করে পৌছে দেওয়া হয়।
সম্পূর্ণ অথেন্টিক জয়তুনের তেল অর্ডার করতে নিচে থাকা Order Now বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন।
https://taqwashoponline.com/product/oil/