
09/07/2025
"ছোটবেলার হেফজ জীবনের নীরব এক সাথী ছিল এলার্ম ঘড়ি।
ঘুমের গভীরে থেকেও সে ছিল জাগরণে বিশ্বস্ত প্রহরী।
রাত তিনটায় ঘুম ভাঙত তার ডাকেই—কোরআনের নূরের পথে ছুটে চলতাম আমরা।
তখন এলার্ম ঘড়ি শুধু একটা যন্ত্র নয়, বরং হেফজের অদৃশ্য সহপাঠী,
আমাদের সাধনার অংশ।
আজো সেই শব্দ কানে বাজে—একটি ঘড়ির আওয়াজ,
যা আমাদের কোরআনের পথে জাগিয়ে তুলেছিল। 💚📖🕰️"