আলো চাই

আলো চাই ❝ঘুচবে কালো, আসবে আলো❞ আমাকে সবাই বুঝতে পারে না। আমাকে বুঝতে হলে আমাকে পড়তে হবে। আর এই আমি-কে পড়ার জন্যে দরকার প্রাণবন্ত ভালবাসা ও হাসির খোড়াক।

10/06/2025

খালি পেটে কাঁচা সোলা খাইলে শরীরে শক্তি বৃদ্ধি হয়।
খালি পেটে খেজুর খাইলে কৌষ্ঠকাঠিন্য পেটের রোগ ভালো হয়। খালি পেটে বাদাম খাইলে স্মৃতি শক্তি বৃদ্ধি হয়, খালি পেটে পাকা কলা খাইলে শক্তি বৃদ্ধি হয়।
খালি পেটে কালোজিরা চিবিয়ে খাইলে এলার্জির সমস্যা দুর হয়।

পানির পাঁচ রূপ: অমৃত, শক্তি, ঔষধ, টনিক, বিষ!

অমৃত - সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ৫০০ গ্রাম পানি পান করা দেহের জন্য অমৃতের মতো কাজ করে।

শক্তি - সারাদিন ধরে তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করা দেহের চালিকাশক্তি হিসেবে কাজ করে।

ঔষধ - অসুস্থ অবস্থায় কুসুম গরম পানি পান করা ঔষধ এর মত কাজ করে।

টনিক - খাবার আধাঘন্টা পর পানি পান করা টনিকের মতো কাজ করে।

বিষ - খাবারের সাথে বা খাবার পর পর পানি পান করা বিষের মত কাজ করে। অর্থাৎ দেহে রোগ উৎপাদন করে।খাবারের ২০/৩০ মিনিট আগে পানি পান করলে আপনি সহজে (ABCD) চারটি রোগ হতে নিরাপদ থাকতে পারবেন। A= এসিডিট গ্যাসের সমস্যা হতে। B= ব্লাড পেশার হতে। C= ক্যানসার হতে । D= ডায়বেটিস হতে।এবং খাবারের ২০/৩০ মিনিট পর পানি পান করুন। বিঃদ্রঃ গলায় ভাত আটকিয়ে গেলে অল্প পানি পান করে নিবেন। নয়তো বিপদ হতে পারে।

পানি পান করার কিছু নিয়ম♥ দাঁড়িয়ে কখনও পানি পান করবেন না। সারাদিন ধরে অল্প অল্প করে পানি পান করুন। গোসলের আগে এক গ্লাস পানি পান করা উত্তম।
তৃষ্ণা লাগা মানেই হলো আপনি ডিহাইড্রেট হয়ে গেছেন। শরীর আপনাকে বিপদ সংকেত দিচ্ছ।একসাথে অনেক পানি পান করলে কিডনির উপরে চাপ পড়ে। তাই একসাথে অনেক বেশি পানি পান না করে অল্প অল্প করে পানি পান করতে হবে। রাতে ঘুমের আগে পানি পান থেকে বিরত থাকুন। (এই নিয়ম তরুণদের জন্য, কারন রাতে ঘুমের আগে পানি পান করার ফলে রাতের একটা সময় প্রস্রাবের থলি প্রসাবে পূর্ণ হয়ে যায়, এর ফলে তরুণদের স্বপ্নদোষ হওয়ার প্রবণতা বেড়ে যায়)।

রাত নেই: নরওয়েগাছ নেই: গ্রিনল্যান্ড আর্মি নেই: কোস্টারিকাজেলখানা নেই: নেদারল্যান্ডস রাজধানী নেই: নাউরুইন্টারনেট নেই: বা...
07/06/2025

রাত নেই: নরওয়ে
গাছ নেই: গ্রিনল্যান্ড
আর্মি নেই: কোস্টারিকা
জেলখানা নেই: নেদারল্যান্ডস
রাজধানী নেই: নাউরু
ইন্টারনেট নেই: বার্মা
মসজিদ নেই: ভূটান
মন্দির নেই: সৌদি আরব
ফেসবুক নেই: উ. কোরিয়া
বনভূমি নেই: কাতার।

Congratulations🇧🇩
04/06/2025

Congratulations🇧🇩

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
25/05/2025

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

19/05/2025

পেছনের সবকিছু ভুলে যাও❤️

17/05/2025

আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ ❤️

16/05/2025

পুরুষ মানে যন্ত্র, পরিবারকে ভাল রাখার মন্ত্র❤️

12/05/2025

একদিন আমাদের চলে যেতে হবে,
স্মৃতিগুলো শুধু এই ধরণীতে রবে।
সাথে যাবে শুধু ভাই, ভাল সব কাজ
আমরা যা করছি গতকাল-আজ।

ভাল কাজ করলে বেঁচে থাকা যায়,
মরনের পরেও— দুনিয়াতে হায়!
মন্দকে এড়িয়ে সৎ পথে চলি...।
তবেই তো এ জীবন হবে ফুল কলি।

~ আলো চাই

04/05/2025

বাবা কার কাছে কতটা প্রিয়?
কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও।

ভাল থাকুক বাবা🤲🤲🤲

03/05/2025

নৈতিকতার ভীষণ অভাব এই যুগে,
আসক্ত সব তরুণেরা মোবাইল রোগে।

02/05/2025

অধ্যবসায়+নিষ্ঠা+ পরিশ্রম= সফলতা💚

Address

Brahmanbaria
3500

Telephone

+8801949115637

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলো চাই:

Share