অধ্যায় প্রকাশনী

অধ্যায় প্রকাশনী একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
(1)

28/09/2025

নির্বাচন পর মেলা করা হটকারি সিদ্ধান্ত। মার্চ এপ্রিল এর ওয়েদার বইমেলার জন্য সুইটেবল না। অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে প্রচুর। এই অবস্থায় বইমেলা করে বিপদে পড়তে যাবে কোন প্রকাশনা। একটা ঝড় হলে বইমেলার চেহারা পালটায় যাবে একদম।

দেখেন যেটা ভালো মনে হয়৷

22/09/2025

শুঁটকি + শুঁটকি = ২ শুঁটকি

18/09/2025

১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি বইমেলা 🔥

16/09/2025

বইমেলা ২০২৬ রমজান মাস ও নির্বাচনের কথা ভেবে ১৫ ডিসেম্বর থেকে শুরু করার কথা বিবেচনা করা হচ্ছে।

খুবই ভালো ডিসিশন। আশা করি দ্রুত এক্সিকিউট করবে একাডেমি

যে বইটির অনুবাদ অধ্যায় থেকে আসছে না...  🌚
05/09/2025

যে বইটির অনুবাদ অধ্যায় থেকে আসছে না... 🌚

শুভ জন্মদিন "মাহমুদুর রহমান" ভাই
31/08/2025

শুভ জন্মদিন "মাহমুদুর রহমান" ভাই

অনেককে দেখেছি বইটির জনরা নিয়ে একটু বিভ্রান্ত হতে।তাদের জন্য জানাই—এখানে একই সাথে মিস্ট্রি, হরর, থ্রিল এবং ড্রামার স্বাদ ...
25/08/2025

অনেককে দেখেছি বইটির জনরা নিয়ে একটু বিভ্রান্ত হতে।
তাদের জন্য জানাই—এখানে একই সাথে মিস্ট্রি, হরর, থ্রিল এবং ড্রামার স্বাদ পাবেন।

Insomnia বা অনিদ্রা খুবই পীড়াদায়ক একটি বিষয়। তবে এর ভয়াবহতার প্রকৃত স্বাদ নিতে হলে আপনাকে ঘুরে আসতে হবে "সুস্বাদু শুঁটকি ভর্তা ও একদল চাটুকার"-এর জগতে...!

22/08/2025

শুটকি ভর্তা খেতে কেমন লেগেছিল আপনাদের? কই খেয়েদেয়ে জানালেন না তো!

19/08/2025

আমাদের নতুন বইয়ের প্রি অর্ডার শুরু হবে। বইয়ের সাথে থাকবে
১. জয়কলির ১ সেট ইঞ্জিনিয়ারিং এডমিশন বই ( ভার্সিটিতে পড়লে ১ সেট Mp3)
২. ১ রিম ৮০ GSM বসুন্ধরা A4 পেপার
৩. পার্কার ফাউন্টেন পেন
৪. রংবেরঙের কলম
৫. বই পড়ে মাথা ব্যথা করলে ভার্গন
৬. বই পড়ে জ্বর আসলে নাপা / প্যারাসিটামল
৭. প্রকাশক/ লেখক নিজে গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসার ব্যবস্থা
সাথে আরও থাকছে চকলেট, বুকমার্ক এবং হোম ডেলিভারি ফ্রিইইই।

ভাবছেন বইয়ের দাম কত হবে তাই তো?

কোম্পানির প্রচারণার স্বার্থে বইয়ের দাম মাত্র ১০০৳

 #পাঠকের_রিভিউ 🔥বই: অবিরাম বৃষ্টির শহরে লেখক: মাহমুদুর রহমান ধরণ: সমসাময়িক উপন্যাসিকা (ছোট উপন্যাস)প্রথম প্রকাশ: একুশে ...
09/08/2025

#পাঠকের_রিভিউ 🔥

বই: অবিরাম বৃষ্টির শহরে
লেখক: মাহমুদুর রহমান
ধরণ: সমসাময়িক উপন্যাসিকা (ছোট উপন্যাস)
প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০২৫
প্রকাশক: অধ্যায় প্রকাশনী

⭐ ব্যক্তিগত রেটিং: ৪.২/৫.০

আমরা সবাই-ই কমবেশি বৃষ্টিতে ভিজেছি। তবে বৃষ্টি সবসময় সবার জন্য রোমান্টিক অনুভূতি বয়ে নিয়ে আসে না। কারো কারো জন্য এই বৃষ্টি হয়ে উঠে স্মৃতিচারণের মুহূর্ত, বিষাদময় অনুভূতির ক্ষণ। লেখক মাহমুদুর রহমানের সমসাময়িক উপন্যাস "অবিরাম বৃষ্টি শহরে" - তে তেমনি কিছু মানুষের বিষাদময় অতীতের স্মৃতিচারণ ও বর্তমান জীবনের কিছু কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে যার বেশিরভাগই ঘটে বা ঘটেছিল বৃষ্টিস্নাত দিনে। তবে "অবিরাম বৃষ্টির শহরে" বইটিকে উপন্যাস না বলে উপন্যাসিকা বলাই শ্রেয়। ৯৫ পৃষ্ঠার এই উপন্যাসিকাটিতে আমাদের মতোই কিছু সাধারণ মানুষের জীবনের কিছু ছোট ছোট কিন্তু অত্যন্ত স্পর্শকাতর কিছু মুহূর্তের গল্প লিপিবদ্ধ করা হয়েছে।

গল্পের শুরুতেই পাঠকের সাক্ষাৎ হবে 'সুমনা' নামক চরিত্রটির সাথে। সুমনার বাড়ি চট্টগ্রামে হলেও উচ্চশিক্ষার জন্যে তাকে সিলেটে অবস্থান করতে হচ্ছিল। সুমনার চোখ দিয়ে লেখক পাঠককে সিলেটের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর অনুভূতি কিছুটা হলেও অনুভব করার সুযোগ করে দিয়েছেন। সুমনা বৃষ্টি প্রিয় একজন তরুণী। সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসলেও, এই বৃষ্টিই কোনো কোনো সময় তার জন্য বিষাদময় হয়ে যায়। অতীতের কিছু বৃষ্টিস্নাত স্মৃতি তার বর্তমান বিষন্নতার কারণ হয়ে দাঁড়ায়।

এরপর পাঠক পরিচিত হবেন 'জারিফ' নামক চরিত্রটির সাথে। ঢাকার মতো ব্যস্ত শহরে মাঝেমধ্যে ঝরে পড়া অনাকাঙ্খিত বৃষ্টির সৌন্দর্য জারিফের জন্য বেশিরভাগ সময়ই বিষন্নতার কারণ হয়ে দাঁড়ায়। জারিফ স্বেচ্ছায় বৃষ্টিতে ভিজতে চাইলেও কোনো এক অজানা কারণে বৃষ্টি তাকে ধরা দেয় না। তাই দূর থেকেই জারিফকে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে হয়।

সুমনা ও জারিফ ছাড়াও পাঠক এই বইটিতে রাকিব, সিয়াম, রিমি, রাজীব, সৌম্য, বীথি, সেলিম ও সামিয়ার মতো কিছু অসাধারণ চরিত্রের দেখা পাবেন। এই চরিত্রগুলোর জীবনে ঘটা বৃষ্টিকে ঘিরে বিভিন্ন স্পর্শকাতর স্মৃতিচারণের গল্প রয়েছে এই বইটিতে। যদিও এই চরিত্রগুলো সম্পর্কে খুব বেশি কিছু লেখক বলেননি, তবুও গল্পে তাদের এই ক্ষণিকের আগমন গল্পের আমেজটাকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেছে।

ব্যক্তিগত অভিমত:
"অবিরাম বৃষ্টির শহরে" বইটি আমাকে একইসাথে ভালো লাগা ও বিষন্নতার অনুভূতি দিয়েছে। লেখক মাহমুদুর রহমান তাঁর ইতিহাস ও পৌরাণিক চরিত্র সম্পর্কিত গ্রন্থাদির জন্যে জনপ্রিয় হলেও, "অবিরাম বৃষ্টির শহরে" বইটি তাঁর রচিত অন্যান্য বইগুলোর জননার থেকে ভিন্ন। বইটিতে কোনো একক নায়ক বা নায়িকা নেই। 'বৃষ্টি' - ই এই গল্পটির প্রধান চরিত্র। আর এই বৃষ্টিকে ঘিরেই কয়েকজন সাধারণ মানুষের জীবনে ঘটা কিছু স্মরণীয় মুহূর্তের গল্প লেখক ফুটিয়ে তুলেছেন এই বইটিতে।

বইটিতে চরিত্রগুলোর মধ্যে দিয়ে বৃষ্টিকে ঘিরে মানবমনে তৈরি হওয়া বিভিন্ন রকমের মিশ্র অনুভূতির যে বর্ণনা লেখক দিয়েছেন সেটি সত্যিই প্রশংসার যোগ্য। এছাড়াও লেখক আমাদের যান্ত্রিক ঢাকার বাস্তবিক বর্ণনার পাশপাশি সিলেটের মনোরম প্রাকৃতিক পরিবেশের যে অসাধারণ ও সাবলীল বর্ণনা দিয়েছেন, সেটি আমার বেশ ভালো লেগেছে। গল্পের শেষটা প্রত্যাশিত ছিলো। তবে লেখকের গল্প বলার গতিটা একটু ধীর মনে হয়েছে। এছাড়াও কাহিনীর কোনো কোনো জায়গায় বেশ কিছু বানান ভুল ছিলো যেগুলো কোনো কোনো পাঠকের ভালো নাও লাগতে পারে। তবে গল্পের প্লট, চরিত্র চিত্রণ এবং বাকি সবকিছু মিলিয়ে বইটি ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। আর বৃষ্টি প্রিয় মানুষ হওয়া বোধ হয় বইটি ভালো লাগার অন্যতম কারণ।

যেসব পাঠকেরা ধীর লয়ের, আবেগঘন গল্প পছন্দ করেন, তাদের জন্য "অবিরাম বৃষ্টির শহরে" বইটি এক চমৎকার পাঠ হবে আশা করি।
©️ অর্পিতা চৌধুরী

08/08/2025

শুটকি ভর্তা খাচ্ছেন না কেন?

Address

Dhaka
BANGLABAZAR

Telephone

+8801521418186

Website

Alerts

Be the first to know and let us send you an email when অধ্যায় প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category