13/10/2025
জিবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমান এর ওয়াইফ হিসেবে থাকতে চাই,,, লোকটার পাশে বসে এক ইন্টারভিউ তে বলেছিলো আর লোকটা কাঁদতেছিলেন।
আবার উনি বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করবো?
লোকটা উত্তরে বলেছিলেন,, আমি তোমাকে বিশ্বাস করি,, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তান দের সঠিকভাবে মানুষ করবে। ওনার অসংখ্য ইন্টারভিউ তে উনি বলেছেন ওনার নিজের মনের উপর কন্ট্রোল আছে,, উনি আর বিয়ে করবেন না।
খুব বেশিদিন হয়নি। এই কথা গুলো যখন বলেছিলো তখন উনি জীবিত ছিলেন,সুস্থই ছিলেন।ঐ মুহুর্তে এই হাজবেন্ড ছাড়া তনির মাথায় কিছুই ছিলোনা তাই হয়তো এসব বলেছে।শেষ সময় অব্দি হাজবেন্ড কে বিদেশে রেখে উন্নত চিকিৎসা দিয়েছে।এটাই বা কয়জন করে!উনি মারা গেছেন এক বছর,সময় বদলেছে,সিচুয়েশন বদলেছে তাই মাইন্ড সেটআপ ও চেইঞ্জ হয়েছে। যাইহোক উনি যখন কথাগুলো বলছিলো তখন হয়তো আবেগ দিয়ে বলেছে বিবেক দিয়ে বলেনি, বিয়ে করসে হালাল কাজ করসে ভালো কথা, এখন উনাকে এপ্রিসিয়েট করা উচিত আমাদের 😑