
23/06/2025
তাহসান মিথিলার সাথে কোনদিন এতটা ভালবাসা দেখায় নি যেটা রোজার জন্য দেখাচ্ছে, তাহসান রোজার ছবি আর মিথিলার সাথে তাহসানের ছবিগুলো দেখলেই সেটা বুঝা যায়। মিথিলার সাথে তাহসান অনেক ম্যাচিউর ভাবে চলতো, কিন্তু রোজার বেলায় এমন মনে হচ্ছে তাহসান যেন বয়সন্ধিকালিন প্রেম করছে, রোজার সাথে মাখো মাখো ভি*ডিও, রোম্যান্টিক ছবি সেগুলাই প্রমান করে। তাহসান আসলে মিথিলাকে তেমন ভাবে ভালইবাসেনি, রোজাকে পেয়ে তাহসানের আসল ভালবাসার বহিঃপ্রকাশ হচ্ছে, যে ভালবাসায় একজন প্রাপ্তবয়স্ক মানুষও বাচ্চাদের মতো হয়ে যায়। তাহসান এখন রোজার জন্য যা করতেছে, যেভাবে রোজাকে স্পেশাল ফিল করাচ্ছে সেটা যদি মিথিলার বেলায়ও করতো তাহলে তাদের সংসারটা ভাংতো না আর মেয়েটাও বাপ মায়ের কাছে একটা সুস্থ পরিবেশে বড় হতে পারতো। তাহসানের এতদিনের জেন্টল, ম্যাচিউর ভাবটা মনে হয় মে'কি ছিলো, এই লু:তুপু:তু তাহসানকে অনেকেই চিনে না।