শাদমান হাবিব শুভ

শাদমান হাবিব শুভ লেখালেখি, আবৃত্তি, ভ্রমণ, উপস্থাপনা, সংস্কৃতি, প্রকৃতিপ্রেমী... Creating and publishing different contents.

02/11/2024

তোমাকে খুব মিস করছি... বেশ তীব্রভাবেই মিস করছি...

তোমাকে শেষবারের মতো দেখেছিলাম ১৪ মাস আগে...

আমি জানি, অনেকেই ভ্রু কুঁচকে বলে উঠবে- "মাত্র ১৪ মাস? আরে, এ আর এমন কি?"

ওরা জানেনা, আমার কাছে এই ১৪ টা মাস যে কত দীর্ঘকাল!
১৪ বছরের চেয়েও বেশি!

তোমাকে যে কতটা তীব্রভাবে ভালোবাসি,
তা হয়তো আগে কখনো এভাবে উপলব্ধি করিনি...

তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার ভীষণ মনে পড়ে...♥️

ফেব্রুয়ারি এলেই তোমাকে আরো বেশি করে মিস করি!
তোমাকে ছাড়া ফাল্গুন, বই মেলা, প্রভাত ফেরি?
ভাবতে গেলেই দমটা যেন বন্ধ হয়ে আসে!

৩০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক তোমার সাথে আমার...
বলতে গেলে প্রায় অর্ধেকটা জীবন কাটিয়েছি তোমার সাথে...

কত অসংখ্য স্মৃতি...
ভুলে যেতে পারি না আমি...
তোমার মায়ায় আজও তাই আটকে আছি...

এই মায়া যে কাটাতে পারি না একদমই!

বসন্ত কিংবা বর্ষা, শরত কিংবা হেমন্ত...
এমনকি প্রখর রোদের গ্রীষ্মেও তুমিই আমার কাছে সবচেয়ে সুন্দর!

তোমার গান, তোমার গল্প, তোমার কবিতা,
তোমার রূপ-লাবণ্য,
বসন্তের মাতাল হাওয়ায় তোমার মাঝেই আমার হারিয়ে যাওয়া...
মিস করছি তোমার সবকিছুই!

ওরা আমায় পাগল বললে বলুক...
ফিরে আমি আসবোই... তোমার কাছে... বারবার...

মরতে চাই যে আমি, তোমার বুকেই মাথা রেখে...

ভালোবাসি তোমাকেই!

প্রিয় জন্মভূমি ♥️
ভালোবাসি 🇧🇩

27/07/2024

২০০ বছরের ইংরেজ শাসনের ভিত প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল, যে কবিতা ~ বিদ্রোহী ~ কাজী নজরুল ইসলাম

জামালপুর সমিতির প্রবাসীদের এক আয়োজনে একের পর এক দেশাত্মবোধক গান চলছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়ে যাচ্ছিলেন একজন শিল্পী। হুট করেই সিদ্ধান্ত নিলাম 'বিদ্রোহী' কবিতা পাঠের। এই কবিতা আবৃত্তির দু:সাহস আমার নাই। বহুদিন আবৃত্তি চর্চার মধ্যেও নেই। তাই শুধু সাহস করে পাঠ করে গেলাম।

আর কবিতাটি পড়ার সময় স্মরণ করলাম নাম না জানা অসংখ্য বীর শহীদকে। যারা মাথা উঁচু করে জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করতে জানে।

বল বীর
চির উন্নত মম শির ❤️

03/07/2024

একদিকে করুণা, আরেক দিকে হিংসা থাকলে, হিংসা-কেই বেছে নেয়া ভালো।

হুট করে কথাটা কেন বললাম? জানতে ইচ্ছা হলে বাকি লেখাটা পড়া যেতে পারে।

কাল ছিল Canada Day. প্রতি বছর জুলাই মাসের ১ তারিখকে 'ক্যানাডা দিবস' হিসেবে উদযাপন করা হয় এই দেশে। সরকারি ছুটির দিন। তার আগে শনি-রবি weekend থাকায়, একটানা ৩ দিনের ছুটিকে এখানে বলা হয় 'লং উইকেন্ড'। বাসার কাছেই লেকভিউ পার্কে দিনব্যাপী অনুষ্ঠান। দুপুর ২ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা অবধি চললো নানান আয়োজন। আয়োজনের ধরণটা অনেকটাই আমাদের দেশের নববর্ষের মতো। বেশিরভাগ ক্যানাডিয়ানদের দেখলাম লাল ড্রেসে। রাত ১০ টায় আতশবাজির আয়োজন শুরু হওয়ার আগ পর্যন্ত চললো ওপেন এয়ার কনসার্ট। পার্কের বিভিন্ন জায়গায় খাবারের স্টলের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম।

গত দেড় বছরে দিনের আলোতে একসাথে এত ক্যানাডিয়ানকে দেখি নাই কখনো এরকমভাবে উদযাপন করতে। সর্বশেষ দেখেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে, রাতের কৃত্রিম আলোতে, হাড় কাপানো ঠান্ডায় নতুন বছরকে স্বাগত জানাতে।

আমি যথারীতি Canada Day এর বিভিন্ন মূহুর্তকে ধারণ করলাম আমার ফোনের ক্যামেরায়। Facebook Story-তেও দিলাম। বাংলাদেশ থেকে অনেক মানুষকে ভিনদেশী সংস্কৃতি দেখার ও জানার সুযোগ করে দেয়ার মহান কোনো শখ আদৌ ছিল কিনা সেটা এই মূহুর্তে ঠিক মনে পড়ছে না।

কিন্ত অনেকেই দেখলো আমার সেইসব Facebook story. কমেন্টে দেশ থেকে একজন লিখলো- "ভালোই মজায় আছো তাহলে"... এতদিনের প্রবাস জীবনের অভিজ্ঞতায় বেশ ভালো করেই জানি- কী বিপুল 'হিংসা' লুকিয়ে আছে এই কমেন্টের আড়ালে! 😒

অনুষ্ঠান শেষে, রাতে বাসায় ফিরে ভাত রান্না করতে গিয়ে দেখি তরকারি শেষ। রান্না-বান্নার ব্যাপারে আগ্রহ খুবই কম থাকায়, আমার দৌঁড় এখনো ডিম আর মুরগি পর্যন্তই। ফ্রিজে মুরগি নাই। ডিম আছে। হিসাব করে দেখলাম, ডিম আর ভাত রান্না করে নৈশভোজ শেষ করতে লাগবে মিনিমাম ১ ঘন্টা। তার চেয়ে বরং ৩ টা বিস্কিট খেয়ে কোনোরকমে রাতটা পার করে দিতে পারলে, কাল সকালে পেট ভরে ডিম দিয়ে ভাত খেয়ে দিনটা শুরু করা যাবে। একবেলা কম রান্না করা মানে বাজারটাও একদিন দেড়িতে করা। খারাপ কি?

অত:পর ৩ টা বিস্কিটের সাথে ২ গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেলাম। আমার ধারণা বিদেশে একা একা যারা থাকে, তাদের অনেকের জীবনে প্রায়ই এমন রাত আসে। যে রাতে একা একা শুধু নিজের জন্য রান্না করে খেতে ইচ্ছা করেনা। বিস্কিট কিংবা কর্নফ্লেক্স দিয়েই রাত পার করে দেয়।

আমি চাইলে এই ৩ টা বিস্কিটের ছবি Facebook Story-তে দিয়ে "আজকের ডিনার" ক্যাপশনে লিখে দিতে পারতাম। কিন্তু, দিলাম না। Facebook এর Story-তে এমন রাতের ডিনারের ছবি দিলে, দেশ থেকে ভেসে আসবে কেবল করুণা - " আহা! কী কষ্টের প্রবাস জীবন...".... তার চেয়ে বরং Canada Day এর জমকালো উদযাপনের ছবি দেয়াই ভালো। হিংসা করলে করুক... 😃

ঐ যে, এ জন্যই শুরুতে লিখেছিলাম- একদিকে করুণা, আরেক দিকে হিংসা থাকলে, হিংসা-কেই বেছে নেয়া ভালো। 🙂🙂

08/04/2024

পবিত্র রমজান মাসে ক্যানাডার মসজিদে ফ্রি ইফতারের আয়োজন প্রতিদিন...

02/04/2024

তীব্র ভালোবাসার সাথে তীব্র ঘৃণার এক ধরণের সম্পর্ক আছে। মানুষ তাকেই তীব্রভাবে ঘৃণা করতে পারে, যাকে একসময় সে তীব্রভাবে ভালোবেসেছিল!

এই দুইটাই যখন আবার তীব্রতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে তখন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে অনুভূতিগুলো। তবে, এর জন্য দরকার হয় পর্যাপ্ত সময়ের।

ভালোবাসাটা যদি খাঁটি হয়- তাহলে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বাধ্য। একটা না একটা ভালো কোনো স্মৃতি তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেই।

যে সত্যিই মন থেকে ভালোবাসবে, সে একজন মানুষের ভালো- খারাপ দুটোকেই সমান ভাবে ভালোবাসবে। কোনো একজন মানুষের সব যেমন ভালো হয়না আবার তেমনি সবদিক খারাপও হয়না।

ফুলের সাথে কাঁটা থাকবেই। সেই কাঁটার আঘাতে রক্তাক্ত হবার পরেও ফুল হাতে নিয়ে মানুষ মুগ্ধ হবে। কাঁটার আঘাত ভুলে যাবে সে... 🙂

যে কাঁটার আঘাত সহ্য করে তাজা ফুলের সুবাস নিতে চায়না, তার জন্য না হয় কাঁটাবিহীন প্লাস্টিকের ফুল বরাদ্দ থাকুক। যা খুব সহজেই বসার ঘরের টেবিলের ওপর ফুলদানিতে সাজিয়ে রাখা যায়।

নিয়মিত যত্ন নেয়ার ঝামেলা নেই, পানি দেয়ার ঝামেলা নেই! ড্রইং রুমের শোভাবর্ধক একগুচ্ছ কৃত্রিম প্লাস্টিকের ফুল! 🙂

29/03/2024

ক্যানাডার গ্রেটার টরোন্টোর ওশাওয়া শহরে পবিত্র রমজান মাস জুড়ে ফ্রি ইফতারের আয়োজন স্টুডেন্টদের জন্য...

১ম রোজার ইফতারটা বেশিরভাগ সময়ই মা-বাবা আর ছোটবোনের সাথে করা হতো। আমার মা সবসময়ই ১ম ইফতারের দিনে আমার বাবার পছন্দের ট্র‍্...
13/03/2024

১ম রোজার ইফতারটা বেশিরভাগ সময়ই মা-বাবা আর ছোটবোনের সাথে করা হতো। আমার মা সবসময়ই ১ম ইফতারের দিনে আমার বাবার পছন্দের ট্র‍্যাডিশনাল ইফতারের আয়োজন করতেন। ছোলা, মুড়ি, বেগুনী, পেঁয়াজু, ডিম আর আলুর চপ, জিলাপি, হালিম। লেবুর শরবত বানানোর দায়িত্ব পড়তো ছোটবোনের ওপর।

মুড়ি মাখানোর দায়িত্ব কখনো আমার বাবা নিতেন, আবার কখনোবা আমি। অবশ্য মুড়ি মাখানোর ব্যাপারটা যে খুব মজার - এটা আম্মুকে বোঝাতে বহুদিন সময় লাগছে আমার।

আমার মুড়ি মাখানোর ব্যাপারটার মাঝে ছিল আবার শাহী ব্যাপার- স্যাপার। টক, ঝাল, মিষ্টি সবকিছুই একসাথে মিশাইতাম মুড়িতে। এমনকি হালিমও। লেবু আর কাসুন্দিও।

বিদেশের মাটিতে এটা আমার ২য় রমজান মাস। আজ প্রথম রোজার ইফতারের সময় খুব বেশি মিস করতেছিলাম আমাদের একসাথে ইফতার করার স্মৃতিগুলি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী বছর রোজার মাসে আবার একসাথে ইফতার করব।

কাল রাতে টরন্টোর মসজিদে তারাবীর নামাজ আদায় করতে পেরে শান্তি পেলাম বেশ। রোজার এই একটা মাস আমার মানসিক প্রশান্তি খুঁজে পাবার মাস ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদের সবার ইবাদত আর দোয়া কবুল করে নিক এই পবিত্র মাহে রমজানে।

28/01/2024

তোমাকে খুব মিস করছি... বেশ তীব্রভাবেই মিস করছি...

তোমাকে শেষবারের মতো দেখেছিলাম প্রায় ৫ মাস আগে...

আমি জানি, অনেকেই ভ্রু কুঁচকে বলে উঠবে- "মাত্র ৫ মাস? আরে, এ আর এমন কি?"

ওরা জানেনা, আমার কাছে এই ৫ টা মাস যে কত দীর্ঘকাল!
৫ বছরের চেয়েও বেশি!

তোমাকে যে কতটা তীব্রভাবে ভালোবাসি,
তা হয়তো আগে কখনো এভাবে উপলব্ধি করিনি...

তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার ভীষণ মনে পড়ে...
বিশেষ করে যখন দরজায় কড়া নাড়ছে প্রিয় মাস ফেব্রুয়ারি ♥️

ফেব্রুয়ারি এলেই তোমাকে আরো বেশি করে মিস করি!
তোমাকে ছাড়া ফাল্গুন, বই মেলা, প্রভাত ফেরি?
ভাবতে গেলেই দমটা যেন বন্ধ হয়ে আসে!

৩০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক তোমার সাথে আমার...
বলতে গেলে প্রায় অর্ধেকটা জীবন কাটিয়েছি তোমার সাথে...

কত অসংখ্য স্মৃতি...
ভুলে যেতে পারি না আমি...
তোমার মায়ায় আজও তাই আটকে আছি...

এই মায়া যে কাটাতে পারি না একদমই!

বসন্ত কিংবা বর্ষা, শরত কিংবা হেমন্ত...
এমনকি প্রখর রোদের গ্রীষ্মেও তুমিই আমার কাছে সবচেয়ে সুন্দর!

তোমার গান, তোমার গল্প, তোমার কবিতা,
তোমার রূপ-লাবণ্য,
বসন্তের মাতাল হাওয়ায় তোমার মাঝেই আমার হারিয়ে যাওয়া...
মিস করছি তোমার সবকিছুই!

ওরা আমায় পাগল বললে বলুক...
ফিরে আমি আসবোই... তোমার কাছে... বারবার...

মরতে চাই যে আমি, তোমার বুকেই মাথা রেখে...

ভালোবাসি তোমাকেই!

প্রিয় জন্মভূমি ♥️
ভালোবাসি 🇧🇩

01/01/2024

New Year celebration with Fireworks in Toronto, Canada 🇨🇦

প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার আসে... আবার চলেও যায়... বাড়ি ফেরা হয়না... বাড়ি যে অনেক দূর... বাস কিংবা ট্রেন যায়না.... ফ্লাই...
09/11/2023

প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার আসে...

আবার চলেও যায়...

বাড়ি ফেরা হয়না...

বাড়ি যে অনেক দূর...

বাস কিংবা ট্রেন যায়না....

ফ্লাইট?

মিনিমাম ১৮ ঘন্টা...

বৃহস্পতিবার আসে...
আবার চলেও যায়...
বাড়ি ফেরা হয়না...
বাড়ি যে অনেক দূর........

29/10/2023

Address

Lalmatia, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when শাদমান হাবিব শুভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাদমান হাবিব শুভ:

Share

Category