02/11/2024
তোমাকে খুব মিস করছি... বেশ তীব্রভাবেই মিস করছি...
তোমাকে শেষবারের মতো দেখেছিলাম ১৪ মাস আগে...
আমি জানি, অনেকেই ভ্রু কুঁচকে বলে উঠবে- "মাত্র ১৪ মাস? আরে, এ আর এমন কি?"
ওরা জানেনা, আমার কাছে এই ১৪ টা মাস যে কত দীর্ঘকাল!
১৪ বছরের চেয়েও বেশি!
তোমাকে যে কতটা তীব্রভাবে ভালোবাসি,
তা হয়তো আগে কখনো এভাবে উপলব্ধি করিনি...
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার ভীষণ মনে পড়ে...♥️
ফেব্রুয়ারি এলেই তোমাকে আরো বেশি করে মিস করি!
তোমাকে ছাড়া ফাল্গুন, বই মেলা, প্রভাত ফেরি?
ভাবতে গেলেই দমটা যেন বন্ধ হয়ে আসে!
৩০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক তোমার সাথে আমার...
বলতে গেলে প্রায় অর্ধেকটা জীবন কাটিয়েছি তোমার সাথে...
কত অসংখ্য স্মৃতি...
ভুলে যেতে পারি না আমি...
তোমার মায়ায় আজও তাই আটকে আছি...
এই মায়া যে কাটাতে পারি না একদমই!
বসন্ত কিংবা বর্ষা, শরত কিংবা হেমন্ত...
এমনকি প্রখর রোদের গ্রীষ্মেও তুমিই আমার কাছে সবচেয়ে সুন্দর!
তোমার গান, তোমার গল্প, তোমার কবিতা,
তোমার রূপ-লাবণ্য,
বসন্তের মাতাল হাওয়ায় তোমার মাঝেই আমার হারিয়ে যাওয়া...
মিস করছি তোমার সবকিছুই!
ওরা আমায় পাগল বললে বলুক...
ফিরে আমি আসবোই... তোমার কাছে... বারবার...
মরতে চাই যে আমি, তোমার বুকেই মাথা রেখে...
ভালোবাসি তোমাকেই!
প্রিয় জন্মভূমি ♥️
ভালোবাসি 🇧🇩