Unpacking BY NADIM SOHEL

Unpacking BY NADIM SOHEL Dedicated to & of & by creating .
(3)

Here u can u'r favourite Gadget & collect by me for any kinds of your products in advance before use or launch in the consumer marketplace.

10/04/2025
10/04/2025

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা
একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো?”
একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না।
সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।
চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।
এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি।
প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।
আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে।
আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।
জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি।
কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা।
তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।
তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি।
দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে। মেইল-টেক্সট-হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি।
তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!
তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা।
তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো।
ধীরে ধীরে, সময় নিয়ে—দেশটা এগোবে। আমরাও এগোবো।
এই এক মাসে বুঝেছি—দেশে কাজ করা মানে শুধু চেয়ারে বসে থাকা নয়, না ঘুমিয়ে, না খেয়ে একের পর এক মিটিং করা।
নতুন আইডিয়া খুঁজে বের করা, নীতিমালায় পরিবর্তন আনা, আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা।
সবার চোখে এটা “চাকরি” হলেও, আমার কাছে এটা একধরনের “মিশন”।

10/04/2025

🚨 ব্রেকিং নিউজ! OpenAI Academy চলে এসেছে!

সবার জন্য ফ্রি AI ক্লাস

ভিডিও দেখুন, ওয়ার্কশপে যোগ দিন, লাইভ ক্লাসে অংশ নিন

যোগ দিতে শুধু ইমেইল ও LinkedIn প্রয়োজন

সব ধরনের মানুষ স্কিল শিখতে পারবেন

প্রথমে সহজভাবে AI এর বেসিক ধারণা শিখুন

ধীরে ধীরে কঠিন বিষয়গুলোতে এগিয়ে যান

AI নিরাপত্তা ও সঠিক ব্যবহারের বিষয়েও শেখানো হবে

সবাই AI শিখতে পারবেন!

লিংক কমেন্টে 👇

10/04/2025

সকালটা শুরু হলো শপ-আপ এর হাইয়েস্ট ফান্ড রেইজ এবং MERGER এর নিউস শুনে, পরবর্তীতে BIDA SUMMIT এর প্রেসেন্টেশনটি ২০ মিনিট ধরে পড়লাম, পড়তে পড়তে মনের অজান্তেই একটা জোশ চলে আসছে। নিজের এই বয়সে এসে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সিকিউরিটি এর থেকে জরুরি আমার কাছে আর কিছু নেই, আশিক চৌধুরী আপনি যেই লক্ষ্য নিয়ে আগাচ্ছেন আশা করি আমরা হতাশ হবো না, ৩-৫ বছর পর মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড থেকে ঘুরে আসার পর হয়তো আর আফসোস করতে হবে না, কেন বাংলাদেশ পারে না ! BIDA সামিট এর প্রেসেন্টেশন লিংক প্রথম কমেন্টে ! কেউ চাইলে পড়ে দেখতে পারেন।

10/04/2025
11/03/2025

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণটি ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চলবে, যেখানে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার ক্লাস অনুষ্ঠিত হবে।

🔥 লিয়াং ওয়েনফেং: AI বিপ্লবের নতুন তারকা! 🚀💡 মাত্র এক মাসেই বদলে দিয়েছেন পুরো প্রযুক্তি দুনিয়া!চীনের নতুন AI চ্যাটবট Deep...
06/02/2025

🔥 লিয়াং ওয়েনফেং: AI বিপ্লবের নতুন তারকা! 🚀

💡 মাত্র এক মাসেই বদলে দিয়েছেন পুরো প্রযুক্তি দুনিয়া!

চীনের নতুন AI চ্যাটবট DeepSeek উন্মুক্ত হওয়ার পরপরই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এর পেছনের মানুষ, DeepSeek-এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, এখন প্রযুক্তি জগতের নতুন সুপারস্টার!

🔹 শৈশবে গণিতে পারদর্শী ওয়েনফেং কমিক বই পড়তে ভালোবাসতেন।
🔹 ৪০ বছর বয়সেই কোটিপতি ও AI জগতে গেম চেঞ্জার হয়ে উঠেছেন।
🔹 DeepSeek ইতোমধ্যে ChatGPT, Gemini, এবং Claude-এর মতো মডেলকে পেছনে ফেলেছে!

📢 বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে থাকলেও তিনি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন। গুয়াংডংয়ের জন্মস্থান সফরকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়, এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও ছিল!

🚀 AI দুনিয়ায় DeepSeek-এর প্রভাব!

✅ চীনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন প্রসেসর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি তৈরি হয়েছে।
✅ বাজার বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের AI আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।
✅ OpenAI-ও DeepSeek-এর প্রতিদ্বন্দ্বিতায় নতুন AI মডেল রিলিজ দিয়েছে!

🌟 এটা শুধু শুরু! AI দুনিয়া বদলে যাচ্ছে দ্রুত—আপনি কি প্রস্তুত? 🌟

📌 আপনার মতামত জানান!
📌 শেয়ার করুন যেন সবাই জানতে পারে!



আসসালামু আলাইকুম।Arif Azad Team মাশাআল্লাহ ভালো উদ্যোগ। তবে সাথে সাথে আমার এ অনুরোধও থাকবে, পরিপূর্ণ ওএস, প্লে স্টোরের ম...
06/02/2025

আসসালামু আলাইকুম।
Arif Azad Team
মাশাআল্লাহ ভালো উদ্যোগ। তবে সাথে সাথে আমার এ অনুরোধও থাকবে, পরিপূর্ণ ওএস, প্লে স্টোরের মতো নিজেদের এ্যাপ স্টোরও দাঁড় করানোর। কারণ সেই এন্ড্রয়েড , আইওএস, কিংবা মাইক্রোসফটের মতো প্রযুক্তির বেশ কিছু বিকল্প থাকা দরকার। আর হ্যাঁ নিজস্ব ইন্ট্রানেট এবং ইনফ্রাস্ট্রাকচার ও জরুরি।
ফি- আমানিল্লাহ্।

হরহামেশাই এই অভিযোগ শুনতে পাওয়া যায়, ‘মুসলিমদের প্রযুক্তি নেই কেন?’

সত্যিই মুসলিমদের প্রযুক্তি নেই৷ মুসলিমদের টাকা পয়সা, ধন সম্পদের কোনো অভাব নেই৷ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ মিলে ইচ্ছা করলে প্রতিদিন দুই চারটা করে বিলিয়ন ডলারের টেক স্টার্টাপ লঞ্চ করতে পারে। সেই সক্ষমতা তাদের অবশ্যই আছে৷ কিন্তু কোনো এক অদ্ভুত কারণে টেক দুনিয়ার দিকে মুসলিম নেতা বা সরকারের কোনো ঝোঁক দেখা যায় না।

দুনিয়ার জায়ান্ট সব টেক কোম্পানিগুলোতে প্রচুর মুসলিম কাজ করে৷ এমন নয় যে মুসলমানরা টেক পড়াশোনা বা জানাশোনায় পিছিয়ে৷ যথেষ্ট মেধাবি এবং ডেডিকেটেড মুসলিম লোকজন এসব ফিল্ডে আছে, কিন্তু যথেষ্ট বিনিয়োগ, যথাযথ উদ্যোগ আর সঠিক দিকনির্দেশনার অভাবে মুসলিম দুনিয়া থেকে জায়ান্ট কোনো টেকনোলোজি উদ্ভাবন হচ্ছে না।

যেহেতু আমাদের কোনো টেকনোলোজি নাই, কোনো জায়ান্ট সোশ্যাল মিডিয়া নাই, ফলে ওদের উদ্ভাবিত টেকনোলোজির ওপরে আমাদেরকে সর্বোতভাবে নির্ভর করতে হয় এবং যেসকল বিষয় ওদের সরাসরি স্বার্থের প্রতিকূলে যায়, সেসকল বিষয়ে তারা আমাদের ওপর সেন্সরশিপ আরোপ করে দেয়। কী লিখতে পারব আর কী লিখতে পারব না। কী বলতে পারব আর কী বলতে পারব না এসব তারা ঠিক করে দেয়। তারাই যেহেতু মালিক, তাদের বেঁধে দেওয়া নীতি মানা ব্যতীত কোনো উপায় আমাদের সামনে অবশিষ্ট থাকে না।

কিন্তু, তবু তো বসে থাকা যায় না৷ দুনিয়ার নানান প্রান্তে, নানানজন সামষ্টিক বা ব্যক্তিগতভাবে চেষ্টা করে৷ কিছু করার, কিছু একটা দাঁড় করানোর।

আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমরাও একটা চেষ্টায় আছি। আমরা চেষ্টা করছি মুসলিমদের জন্য বিভিন্ন টেক সলিউশন তৈরি করতে যা একইসাথে যেমন মুসলমানদের সম্পদ হয়ে উঠবে, অন্যদিকে সেগুলো মুসলমানদের জন্য হবে নিরাপদ, হারাম থেকে সুরক্ষা এবং উপকারি।

আমরা আমাদের সেই উদ্যোগটার নাম দিয়েছি—Kahf

সুরা আল কাহাফে আমরা দেখি, যুবকদল যুগের ফিতনা থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেখানে ঘুম পাড়িয়ে নিরাপত্তা দান করেন৷ আমাদের উদ্যোগটাকে আমরা কাহাফ তথা সেরকম একটা প্রটেক্টিভ গুহার মতো কল্পনা করছি যেখানে মুসলিমরা, তাদের সন্তান, পরিবার, পরিজনেরা নিরাপদ এবং স্বাধীন।

‘Kahf’ থেকে আমরা কী কী করছি?

কাহাফের আছে সুদূরপ্রসারী সব ভিশন এবং মিশন৷ সোশ্যাল মিডিয়া জগতের যতোগুলো স্পেইসে হারামের আনাগোনা আছে, এমনসব স্পেইসের হালাল সলিউশন নিয়ে কাহাফ লম্বা সময় ধরে কাজ করছে।

আমাদের কাজের অগ্রগতি কী, তাই তো?

এই মুহূর্তে Kahf এর তিনটা সলুশন এভেইলেবল আছে, আলহামদুলিল্লাহ।

01. Kahf Guard
02. Mahfil
03. Kahf Kids

Kahf Guard হচ্ছে ব্রাউজার বেইজড সলুশন। আমরা যখন ব্রাউজারে কোনোকিছু সার্চ করি, তখন এড হিশেবে, পুশ নোটিফিকেশনের মতো অনেক হারাম সাইট, ছবি বা ভিডিও আমাদের সামনে শো করে৷ অধিকাংশ সময় সেগুলোতে ক্লিক করে আমরা সেসব হারামে প্রবেশ করে ফেলি৷ আমরা, আমাদের সন্তান, আমাদের পরিবারের জন্য এই জিনিসটা খুবই বেদনাদায়ক।

Kahf Guard এই জায়গায় একটা শেল্টারের কাজ করবে। আপনার ফোন বা পিসিতে যখন Kahf Guard ইন্সটল করা থাকবে, তখন কোনোকিছু সার্চ করতে গেলে এইসমস্ত হারাম সাইট, ছবি বা ভিডিওকে কাহাফ গার্ড আটকে দেবে। আপনি জেনে আনন্দিত হবেন—এক মিলিয়ন মানুষ বর্তমানে কাহাফ গার্ড ব্যবহার করছেন এবং প্রতিদিন ষাট লক্ষ এরকম হারাম সাইট মানুষের সামনে আসা থেকে কাহাফ গার্ড ব্লক করছে৷ আলহামদুলিল্লাহ।

Mahfil হলো ইউটিউবের অল্টারনেটিভ। ইউটিউবে গেলে শর্টস, আজেবাজে কতো ধরণের ভিডিও সাজেশানে চলে আসে, তাই না? আমরা যারা হারামমুক্ত একটা স্বচ্ছ ভিডিও প্ল্যাটফর্ম চাই, তাদের জন্যই তৈরি করা হয়েছে Mahfil. আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই অনেক কন্টেন্ট মাহফিলে আছে এবং প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট যুক্ত হচ্ছে৷ আসন্ন রামাদানে ইউটিউবে সময় পার না করে, আপনার উক্ত সময়টা Mahfil এ দিতে পারেন। উপকারি এবং কল্যাণকর।


ইউটিউব ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছে Youtube Kids. যদিও মনে হয় বাচ্চা-ফ্রেণ্ডলি, কিন্তু আল্টিমেটলি আমাদের বাচ্চারা কী শিখছে? গান, কার্টুন, কল্পকথা, তাই তো?

আমাদের সন্তানদের জন্য Kahf থেকে আমরা তৈরি করেছি Kahf Kids. বাচ্চাকে যদি ডিভাইস দেওয়াই লাগে, ইউটিউব বা ইউটিউব কিডস ওপেন করে না দিয়ে, Kahf Kids দিতে পারেন। হারাম-মুক্ত, স্বচ্ছ, দ্বীনের শিক্ষণীয় বিষয়ের ওপর রয়েছে ভালো ভালো সব কন্টেন্ট৷ প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন আপডেটস আর কন্টেন্টে।

শুধু এই তিনটে নয়, আমরা নিরলসভাবে কাজ করছি এক্সাইটিং আরো অনেকগুলো প্রজেক্টে, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমরা সেসব জানাব। ও হ্যাঁ, এসবের কোনোটাই শুধু বাংলাভাষীদের জন্যে নয়। আমরা গ্লোবাল অডিয়েন্স টার্গেট করেই এসব করছি। ইতোমধ্যেই দেশ বিদেশের প্রচুর স্বনামধন্য স্কলার, প্রমিনেন্ট মুসলিম ব্যক্তিবর্গের সাথে আমাদের আলাপ চলমান। গোটা উম্মাহর একটা সম্মিলিত অংশগ্রহণ এখানে আমরা নিশ্চিত করতে চাই।

আমরা, Kahf পরিবার প্রথমত আপনাদের দোয়া চাই। দ্বিতীয়ত, আমাদের এই সকল ইনিশিয়েটিভ ব্যবহারের জন্য উন্মুক্ত এবং ফ্রি। যেভাবে অন্য সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি, সেরকম। আমাদের আশা, আমাদের এই যাত্রায় আপনারা বুদ্ধি, পরামর্শ দিয়ে সাথে থাকবেন। ইসলামের একটা সৌন্দর্য হলো, কেউ যদি আমার কথায় একটা হারাম থেকে বাঁচে, এরজন্য তার আমলনামায় যতোটুকু সওয়াব লেখা হবে, ঠিক একই পরিমাণ সওয়াব আমার আমলনামাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন।

ভাবেন তো, আপনি কাউকে Kahf Guard এর কথা বললেন এবং সে যদি সেটা ব্যবহার করে, ব্রাউজ করতে গিয়ে আগে যেসকল হারাম সাইট বা ছবি বা ভিডিও তার সামনে চলে আসতো, সেসব যখন তার সামনে আসবে না, সে তো হারাম থেকে বেঁচে থাকার সওয়াব পাবেই৷ আপনার আমলনামাতেও সমপরিমাণ সওয়াব যুক্ত হয়ে যাবে। কী সুন্দর, তাই না?

Kahf Guard, Mahfil, Kahf Kids তিনটি অ্যাপই প্লে স্টোর আর অ্যাপ স্টোরে এভেইলেবল। সার্চ করলেই পাওয়া যাবে। প্রথম কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে।

ওয়ামা তাওফিক্বী ইল্লাবিল্লাহ।

🚀 AI দুনিয়ায় গত ৪ দিন আগে যা ঘটেছে, তা অবিশ্বাস্য! 😱🟣 মার্কিন বাজারে ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতি!১ ট্রিলিয়ন USD = ১২১,৫৯৭,৯০...
30/01/2025

🚀 AI দুনিয়ায় গত ৪ দিন আগে যা ঘটেছে, তা অবিশ্বাস্য! 😱

🟣 মার্কিন বাজারে ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতি!
১ ট্রিলিয়ন USD = ১২১,৫৯৭,৯০০,০০০,০০০ টাকা! 💸 এই বিশাল সংখ্যাটি আপনি ক্যালকুলেটরেও তুলতে পারবেন না! 😅

🟣 US, UK এবং China-তে App Store-এ ChatGPT উঠে এসেছে ২ নম্বরে! 📈

🟣 Nvidia বাজারে লস করেছে ৫৯৩ বিলিয়ন ডলার! 😳

➡️ এই সবকিছুর কারণ মাত্র একটি ওপেন সোর্স সাইড প্রজেক্ট— DeepSeek AI! 🔥

DeepSeek AI: যে সাইড প্রজেক্ট বদলে দিচ্ছে AI দুনিয়া!

✅ DeepSeek R1 মডেল এতটাই শক্তিশালী যে এটি ChatGPT-4.0 পেইড মডেলের কাছাকাছি পারফরম্যান্স দিচ্ছে!
✅ কেউ একজন এটিকে Raspberry Pi-তে চালিয়ে দেখিয়েছে! 🎯 এখন আপনার পকেটেই থাকবে একটি শক্তিশালী অফলাইন AI! 😲
✅ DeepSeek Janus-Pro নামে নতুন মডেল প্রকাশ হয়েছে, যা ইমেজ জেনারেট করতে পারবে এবং ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং আরও উন্নত করবে! 🖼️
✅ এটি ChatGPT-এর DALL·E ইমেজ জেনারেশনকেও হারিয়ে দিচ্ছে! 😵

তাহলে ধাক্কাটা কোথায়? 🤔

🔴 আমেরিকা অনেক আগেই চায়নার AI খাতকে ধ্বংস করতে চিপ রপ্তানি বন্ধ করে দিয়েছে!
🔴 চায়না যেন নিজে চিপ তৈরি করতে না পারে, সে জন্যও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে!
🔴 কিন্তু DeepSeek তৈরি হয়েছে পুরনো Nvidia A100 ও H800 চিপ দিয়ে! 🤯

একটা ছোট্ট প্রজেক্ট যেভাবে হিসাব পাল্টে দিলো!

📢 মাত্র কয়েকদিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি AI-তে ৫০০ বিলিয়ন ডলার ইনভেস্ট করবেন!
📢 আর মাত্র ৬ মিলিয়ন ডলারের DeepSeek এসে সব হিসাব ওলট-পালট করে দিলো!

এখান থেকে শেখার আছে অনেক কিছু! 📚

❌ আমাদের অজুহাত থাকে "কোথা থেকে শিখবো?"
✅ ইন্টারনেট আছে! 🌐
✅ ইউটিউব আছে! ▶️
✅ ChatGPT আছে! 🤖
✅ DeepSeek আছে! 🚀

তাহলে আপনিই বা পারবেন না কেন? 🔥

⏳ রিস্ক নিন, পরিশ্রম করুন, শিখতে থাকুন!
🌟 সফলতা আসবেই, ইনশাআল্লাহ! ✨

📌 আপনার মতামত কমেন্টে জানান!
📌 শেয়ার করুন যেন আরও অনেকে এই ইনসাইট পেতে পারে!


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Unpacking BY NADIM SOHEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unpacking BY NADIM SOHEL:

Share