
18/06/2025
আগামী ৪৮ ঘন্টার কি হতে পারে এটাই দেখার অপেক্ষায়। আমেরিকা ইসরায়েলের পক্ষে।
অন্যদিকে পাকিস্তান,কোরিয়া,সৌদি,লেবানন,হামাস ইরানের পক্ষে।
ইমারজেন্সি বৈঠক থেকে উঠে ট্রাম্প ওয়াশিংটনে চলে যাওয়া এটা বিশাল এক দিকে ইংগিত করে।
অন্যদিকে ইরান বলেছে ইসরাইল খালি করতে।
ইসরাইল বলেছে ইরান খালি করতে।
সমীকরণ :-
আমেরিকা যুদ্ধ করতে আসলে এই সুযোগে চিন,আর কোরিয়া আমেরিকাকে চরম ধোলাই দিবে।
হামাস,পাকিস্তান, আফগানিস্তান ও ইরান মিলে ইসরাইকে মিশিয়ে দিবে।
ফলাফল :- ইসরাইল পুরোপুরি বিদ্বস্ত হলে আমেরিকা একা হয়ে যাবে।
ধোলাই খেয়ে সব ঘাটি নিয়ে লেজগুটিয়ে মিডেলিস্ট থেকে পালাবে যেই ভাবে আফগান থেকে পালিয়েছে।
এমটাই হোক আশাবাদী।
এই ধোলানিতে আব্রাহামবাদের অবসান ঘটবে।
আল্লাহ্ মনের আশা পূরণ করুক (আমিন)
কপি:পোস্ট
゚viralシfypシ゚viralシalシ