
21/04/2025
উদ্যোক্তা (Entrepreneur) হতে হলে কিছু মৌলিক জিনিস জানা ও প্রস্তুত থাকা দরকার।
১. মানসিক প্রস্তুতি
• ঝুঁকি নেওয়ার মানসিকতা
• সমস্যা সমাধানের দক্ষতা
• ধৈর্য ও স্থিরতা
• আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ
২. আইডিয়া বা উদ্যোগের ধারণা
• কী ধরনের ব্যবসা করবেন?
• কার জন্য করবেন (Target Audience)?
• আপনার পণ্য বা সেবায় নতুনত্ব কী?
৩. ব্যবসায়িক পরিকল্পনা (Business Plan)
• লক্ষ্য ও উদ্দেশ্য
• পণ্য বা সেবার বিবরণ
• বাজেট ও বিনিয়োগ পরিকল্পনা
• মার্কেটিং কৌশল
• প্রতিযোগীদের বিশ্লেষণ
৪. অর্থায়ন (Capital)
• নিজস্ব অর্থ
• বন্ধু/পরিবারের সহায়তা
• ব্যাংক লোন বা বিনিয়োগকারী
• অনুদান বা উদ্যোক্তা সহায়ক প্রোগ্রাম
৫. আইনগত বিষয়াদি
• ব্যবসা রেজিস্ট্রেশন (যেমন: ট্রেড লাইসেন্স)
• ট্যাক্স আইডি / ভ্যাট রেজিস্ট্রেশন (প্রয়োজন হলে)
• ব্যবসার জন্য প্রয়োজনীয় অনুমতি বা সনদ
৬. দল বা টিম (প্রয়োজনে)
• দক্ষ ও বিশ্বস্ত সহকর্মী
• দায়িত্ব বিভাজন
৭. ডিজিটাল উপস্থিতি
• ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ই-কমার্স প্ল্যাটফর্ম
• ডিজিটাল মার্কেটিং (যেমন: ফেসবুক/ইনস্টাগ্রাম বিজ্ঞাপন)
৮. শেখা ও নিজেকে আপডেট রাখা
• ব্যবসা বিষয়ক বই, কোর্স, ওয়ার্কশপ
• সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা থেকে শেখা