DIPRO TARA

DIPRO TARA আমাদের ইউটিউব চ্যানেল লিংক👇
www.youtube.com/diprotara
(2)

আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবা ৮টা ৬মিনিট ৩৫সেকেন্ড পরবর্তী সময়ে পূর্ণিমা তিথি। (ভারতীয় সময় ৩০ মিনিট পূর্বে)পূর্ণিমা ...
02/12/2025

আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবা ৮টা ৬মিনিট ৩৫সেকেন্ড পরবর্তী সময়ে পূর্ণিমা তিথি। (ভারতীয় সময় ৩০ মিনিট পূর্বে)
পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার শেষ রাত্রি ৫টা ৪৪মিনিট ১২সেকেন্ড পর্যন্ত।🍀

আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ণিমার উপবাস, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও ব্রত। শুধুমাত্র পূর্ণিমা তিথি দেখে নয়, নিয়ম মেনে #প্রদোষকালীন সময়ে শ্রীশ্রীসত্যনারায়ণ পূজা করুন। প্রদোষ মানে সন্ধ্যা।

জয় রাম। জয় গোবিন্দ। জয় সত্যনারায়ণ।🌸🙏

জয় গীতা🙏
30/11/2025

জয় গীতা🙏

🪷🪷হে  কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে🪷🪷গোপেশ গোপীকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে🙏🙏
18/11/2025

🪷🪷হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে🪷🪷
গোপেশ গোপীকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে🙏🙏

🌹জয়রাম,জয় গোবিন্দ 🌹💐আজ আমাদের মুখে শুধু একটাই শব্দ  *ধন্যবাদ!*  হ্যাঁ, কারণ আজ আমাদের "DIPRO TARA" YouTube channel *১০...
15/11/2025

🌹জয়রাম,জয় গোবিন্দ 🌹

💐আজ আমাদের মুখে শুধু একটাই শব্দ *ধন্যবাদ!*
হ্যাঁ, কারণ আজ আমাদের "DIPRO TARA" YouTube channel *১০ হাজার সদস্যের একটি পরিবার*।"
"এই পথটা খুব একটা সহজ ছিল না…
প্রথম ভিডিও পোস্ট করার সময় একটাও ভিউ আসবে কি না, সেটাই জানতাম না।
আর আজ, *আপনারাই আমাদেরকে এই জায়গায় এনেছেন*।

আপনাদের ভালোবাসা,আর সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।
*আপনারা শুধু আমাদের চ্যানেলে দর্শক নন — আপনারাই আমাদের অনুপ্রেরণা।*"

"এই অর্জন তো কেবল শুরু —
আমাদের সামনে আরও অনেক কিছু আসছে,
নতুন নতুন কনটেন্ট, আরও ভালো কিছু… সবই আপনাদের জন্য।
*তাই পাশে থাকুন, পাশে রাখুন!* 🙏

"শেষে আবারও বলি —
*১০,০০০ বার ধন্যবাদ!*
আমরা কৃতজ্ঞ — আপনাদের সবাইকে নিয়ে।🙏

“পূজা” মানে কেবল ফুল, ধূপ, প্রদীপ নয় —বরং চিন্তা, মনোযোগ, ভালোবাসা ও শ্রদ্ধা কোনো এক সত্তার দিকে নিবিষ্ট করা।যাকে আমরা ...
12/11/2025

“পূজা” মানে কেবল ফুল, ধূপ, প্রদীপ নয় —
বরং চিন্তা, মনোযোগ, ভালোবাসা ও শ্রদ্ধা কোনো এক সত্তার দিকে নিবিষ্ট করা।
যাকে আমরা পূজা করি, তার গুণ, ভাব, চরিত্র আমাদের মনে বারবার প্রতিফলিত হয়।
গীতা বলছে, যাঁরা দেবতাদের উপাসনা করেন, তাঁরা দেবলোক প্রাপ্ত হন; যাঁরা পিতৃগণের উপাসনা করেন, তাঁরা পিতৃলোক প্রাপ্ত হন; যাঁরা ভূত বা প্রেতদের পূজা করেন, তাঁরা তাদেরই মধ্যে গমন করেন। কিন্তু যাঁরা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তাঁরা ভগবানের নিত্যধাম, অর্থাৎ গোলোক বা বৈকুণ্ঠধাম লাভ করেন, যা অমর ও চিরস্থায়ী।
আমরা যার পূজা করি, আমাদের চেতনা তার স্তরে উন্নীত বা অবনমিত হয়।
সাময়িক দেবতাদের পূজায় সাময়িক ফল মেলে, কিন্তু ভগবানের ভক্তি মানুষকে মুক্তি ও চিরসুখের পথে নিয়ে যায়।
অর্থাৎ যে ব্যক্তি যাঁর উপাসনা করে, সে শেষপর্যন্ত সেই উপাস্য সত্তার অধীন জগতে পৌছে যায়। উপাসনা মানে হলো চেতনার আকর্ষণ ও সংযোগ। যে সত্তাকে মানুষ শ্রদ্ধা, প্রেম বা পূজার ভাব নিয়ে ভাবতে থাকে — তার মন, বুদ্ধি ও হৃদয় ধীরে ধীরে সেই সত্তার গুণ, ভাব ও চেতনার সঙ্গে একাত্ম হতে শুরু করে।
👉 তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন,
"মন্মনা ভব মদ্ভক্তো মদযাজী মাং নমস্কুরু,
মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মানং মৎপরায়ণঃ।।৯/৩৪।।
অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত কর, আমার ভক্ত হও, আমাকে প্রণাম কর এবং আমার পূজা কর। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে।
।। জয় শ্রীকৃষ্ণ।।🙏

“কেন ভগবান এর চরণতলে আশ্রয় নেওয়া উচিত”❤️ভগবানের চরণতলে আশ্রয়—শান্তির একমাত্র পথ!!🙏জীবনের ঝড়-ঝাপটা, দুঃখ-কষ্ট, ভ্রান্তি আ...
10/11/2025

“কেন ভগবান এর চরণতলে আশ্রয় নেওয়া উচিত”❤️
ভগবানের চরণতলে আশ্রয়—শান্তির একমাত্র পথ!!🙏
জীবনের ঝড়-ঝাপটা, দুঃখ-কষ্ট, ভ্রান্তি আর অস্থিরতার মধ্যে আমরা প্রায়ই হারিয়ে যাই।। তখনই একমাত্র আশ্রয় — ভগবানের চরণতল।। 🌼
যেখানে ভয় নেই,অহংকার নেই, আছে কেবল প্রেম,করুণা ও চিরস্থায়ী শান্তি।।
ভগবানের চরণে আশ্রয় মানে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে তাঁর অনন্ত প্রেমে নিজেকে সমর্পণ করা।।
যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন —
"সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অহং ত্বা সার্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ॥" (ভগবদ্গীতা ১৮.৬৬)
অর্থাৎ —“সব ধর্মকর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও; আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না।।”
যে প্রাণ ভগবানের শরণে আসে, তার জীবনে আর ভয় থাকে না — থাকে শুধু শান্তি, আনন্দ ও অনন্ত প্রেমের সুধা।।

চলো,আজ নিজের মনটাকে তাঁর চরণতলে সমর্পণ করি।। সেখানেই আসল মুক্তি।।
জয় গোবিন্দ 🙏

# # #

অখণ্ডমন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ🙏
09/11/2025

অখণ্ডমন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ🙏

Joy maa....🙏🙏
06/11/2025

Joy maa....🙏🙏

সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছারাসলীলা শব্দের অর্থ হলো "ঐশ্বরিক প্রেমের নৃত্য" বা "কৃষ্ণের মিষ্টি অভিনয়"। এটি সংস্কৃত শব্...
05/11/2025

সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা
রাসলীলা শব্দের অর্থ হলো "ঐশ্বরিক প্রেমের নৃত্য" বা "কৃষ্ণের মিষ্টি অভিনয়"। এটি সংস্কৃত শব্দ "রাস" (অমৃত বা আবেগ) এবং "লীলা" (খেলা বা নৃত্য) থেকে এসেছে। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত একটি বাৎসরিক উৎসব, যেখানে তিনি শ্রীরাধা ও গোপিনীদের সঙ্গে প্রেমময় নৃত্য করেন।

বৈষ্ণব ধর্মমতে, রাসলীলা হলো জীবাত্মা থেকে পরমাত্মার দিকে আধ্যাত্মিক যাত্রা এবং জাগতিক কামপ্রবৃত্তিকে আধ্যাত্মিক প্রেম ও ভালোবাসায় রূপান্তর করার প্রতীক।
হরে কৃষ্ণ রাধে রাধে সবার জন্য শুভকামনা🙏🙏

তুলসী মহারানীর বিবাহ 🌿  👉কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে এই বিবাহের আয়োজন করা হয়। কিছু জায়গায় এটি পাঁচ দিনের জন্...
02/11/2025

তুলসী মহারানীর বিবাহ 🌿

👉কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে এই বিবাহের আয়োজন করা হয়। কিছু জায়গায় এটি পাঁচ দিনের জন্য পালিত হয়, যা কার্তিক মাসের পূর্ণিমায় শেষ হয়।
👉
ভগবান বিষ্ণু ৪ মাস দীর্ঘ ঘুমের পরে জেগে ওঠেন। তিনি জেগে উঠলেই সব শুভ কাজ শুরু হয় । এই দিনে ভগবান বিষ্ণুর শালিগ্রাম অবতারের সঙ্গে মাতা তুলসীকে বিয়ে করার প্রথাও রয়েছে। আর এই দিন থেকেই শুরু হয় বিবাহ ও অন্যান্য সকল শুভকাজ।

হরে কৃষ্ণ ,, জয় তুলসী মহারানী 🙏💕🙏

রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃক আয়োজিত "শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা" উত্তরা সার্বজনীন মন্দির 🌹🌹
31/10/2025

রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃক আয়োজিত "শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা"
উত্তরা সার্বজনীন মন্দির 🌹🌹

'           •─⊱✼ শুভ গোপাষ্টমী ✼⊰─•           ❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏     আগামী ৩০শে অক্টোবর বৃহস্পতিবার ২০২৫ইং, ১২ই কার্তিক ১৪৩২ ...
29/10/2025

' •─⊱✼ শুভ গোপাষ্টমী ✼⊰─•
❏❖❏❖❏❖❏❖❏❖❏❖❏
আগামী ৩০শে অক্টোবর বৃহস্পতিবার ২০২৫ইং, ১২ই কার্তিক ১৪৩২ বাংলা ।
শুভ গোপাষ্টমীতে সকল ব্রাহ্মন, বৈষ্ণবের চরণে শতকোটি প্রনাম নিবেদন করছি।
✦ গোপাষ্টমী মাহাত্ম্য ✦
⊰᯽⊱┈────◑❊◑────┈⊰᯽⊱
✍️ কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথিতে শ্রীবলরাম ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌগণ্ড(৫-১০) বয়স প্রাপ্ত হন। কৃষ্ণ নিজে গোচারণ করার জন্য বারবার নন্দ মহারাজের নিকট প্রার্থনা করছিলেন। কিন্তু মাতা যশোমতী এতে দৃঢ়ভাবে বিরোধিতা করতেন।
অবশেষে গোপাষ্টমীর দিনে নন্দমহারাজ গ্রামবাসীদের ডেকে একটি উৎসব আয়োজন করেন। তখন একসাথে কৃষ্ণ-বলরামাদি গোপবালকদের শৃঙ্গ, বেত্র, বিষাণ, বাঁশী ও গো-বন্ধন রজ্জু প্রদান করেন ও পুরোহিতদের দ্বারা গাভীদের পূজা করেন। মাতা যশোদা কৃষ্ণের কপালে তিলক শোভিত করে দেন এবং কৃষ্ণকে গোষ্ঠে যেতে অনুমতি প্রদান করেন।এর আগে তাঁরা কেবল গো-বৎস চরাতেন। এই দিনে ভক্তগণ গো-পূজা করেন এবং গো-সেবা করেন।
ভগবান শ্রীকৃষ্ণ এদিন গোপ সোজেছিলেন তাই এদিনকে বলা হয় গোপাষ্টমী আর গোষ্ঠে গিয়েছিলেন বলে বলা হয় গোষ্ঠাষ্টমী।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে যে সকল ভক্তবৃন্দ সখা-ভেবে আরাধনা করেন তাঁদের কাছে গোপাষ্টমী, পৌগন্ড লীলা বা গোষ্ঠ লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·
✍️ একই দিনে অপর একটি লীলাও স্মরণ করা হয়। সেটি হলো -
মেয়েদের গোষ্ঠে যেতে নেই। কিন্তু কৃষ্ণচন্দ্র এদিন প্রথম গোষ্ঠে বেরিয়েছেন। তাই শ্রীমতি রাধারাণীও সুযোগ খুঁজছেন কিভাবে বের হওয়া যায়। গোপীকারা দেখলেন যে শ্রীমতি রাধারাণীকে দেখতে অনেকটা সুবলের মতো। তাঁরা রাধারাণীকে সুবলের মতো ধুতি-পোশাক পরিয়ে এবং নিজেরাও গোপবালকদের মতো সজ্জিত হয়ে কৃষ্ণের সাথে মিলিত হলেন। তাই এদিন শ্রীমতি রাধা ঠাকুরাণী ও অন্যান্য সখীরা তাদের শ্রীচরণ দর্শন দান করেন।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাঁকে চিনতে পারেন নি। পরে চিনতে পেরে ভীষণ হ্লাদিত হন।
───এই দিন শ্রীমতি রাধারানীর চরণ দর্শন হয়। কেননা শ্রীদামের মতো গোপবেশে রাধারানী কৃষ্ণকে গোচারণরত অবস্থায় দেখতে এসেছিলেন।ভগবানে শরণাগতই প্রকৃত সুখ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·

Address

Dhaka
1230

Telephone

+8801714378337

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIPRO TARA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DIPRO TARA:

Share