
18/05/2025
“বুদ্ধের শাসন সদ্ধর্ম চিরজীবি হোক”
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত কার্যনির্বাহী সদস্য, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের তিন তিন বারের সফল সাধারণ সম্পাদক, চন্দনাইশ ভিক্ষু পরিষদের যুগ্ন-মহাসচিব, জামিজুরী সার্বজনীন গৌতম বিহারের পূজনীয় অধ্যক্ষ, আমার পরম কল্যাণমিত্র, সুদেশক পূজ্যস্পদ ভদন্ত বোধিমিত্র মহাস্থবির(এম. এ) মহোদয়ের আজ শুভ জম্ম দিবস। পরম পূজনীয় ভান্তেকে স্বকৃতজ্ঞচিত্তে জানাই শুভ জম্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাভিনন্দন।🌺🌺
আমরা পরম শ্রদ্ধেয় ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আলোকিত ভবিষ্যৎ জীবন কামনায় পুণ্যরাশি দান করছি।🙏
পুণ্যনিবেদনেঃ আর্য্যমিত্র বু্দ্ধ পরিবার।🌻
✒️Poster Designer: Saikat Creative Pixels
#আর্য্যমিত্র_বুদ্ধ