14/10/2025
দুই প্রবাসীর গল্প
বাংলাদেশ থেকে দুইজন লোক সাইপ্রাস আসে ওয়ার্কিং ভিসায়।তারা মোবাইল সার্ভিসের কাজের ভিসায় আসে। সাইপ্রাস আসার ২ মাস পর মালিক তাদের রিলিজ দিয়ে দেয় অর্থাৎ তাদের ভিসা বাতিল করে দেয়।
কারণ কি? কারণ হলো, একজন মোবাইল এর কাজ জানেন কিন্তু ইংরেজিতে কথা বলতে জানেন না। আরেকজন ইংরেজি জানেন কিন্তু মোবাইল এর সার্ভিসিং জানেন না।এত টাকা খরচ করে এসে এখন কান্নাকাটি করছে।
তাই বিদেশ আসার আগে জেনে শুনে বুঝে আসবেন যেন আপনার আর আপনার পরিবারের সমস্যায় পরতে না হয়।