লিবিয়া টু তিউনিসিয়ার গেম খবর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • লিবিয়া টু তিউনিসিয়ার গেম খবর

লিবিয়া টু তিউনিসিয়ার গেম খবর লিবিয়া টু ইতালি গেম খবর নিয়মিত পেতে পেইজটি ফলো করে রাখুন ধন্যবাদ ❤️❤️🇮🇹
(1)

লিবিয়ার বেনগাজির মাফিয়ার নিকট থেকে ১০ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে লিবিয়ান পুলিশ  ।  লিবিয়ার বেনগাজির শহর থেকে অনেকটা দূর...
17/07/2025

লিবিয়ার বেনগাজির মাফিয়ার নিকট থেকে ১০ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে লিবিয়ান পুলিশ ।
লিবিয়ার বেনগাজির শহর থেকে অনেকটা দূরে একটা বাসায় অভিযান চালিয়ে তাদের কে উদ্ধার করা হয়েছে ।। এসময় উক্ত ঘটনার সাথে জড়িত একজন লিবিয়ান নাগরিকে আটক করেছে পুলিশ।।।
#লিবিয়া #খবর

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টার ফলে ১২ (বার) জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তারা ...
20/05/2025

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টার ফলে ১২ (বার) জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তারা ত্রিপলীস্থ শারা মাদার এলাকা হতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ কর্তৃক গত ১৯-১২-২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকার সময় আটক হয়ে দীর্ঘ ০৫ (পাঁচ)মাস ধরে ত্রিপোলির ‘রাধা বাহিনীর’ হেফাজতে ছিলেন। লিবিয়ার সংশ্লিষ্ট আইন-শৃ্খলা বাহিনী কর্তৃপক্ষ অদ্য ২০ মে ২০২৫ তারিখে তাদেরকে দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সকল বাংলাদেশি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। দূতাবাস তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।

বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। লিবিয়ার বিভিন্ন জেল বা ডিটেশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকের মুক্তির জন্য দূতাবাস হতে লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিশেষে এপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা হলেন:
১. সাকিব শেখ (পিতা: সিরাজ শেখ, মাদারীপুর);
২. সুমন মিয়া (পিতা: আলাউদ্দিন মাতুব্বর, মাদারীপুর);
৩. মোঃ শাহীন (পিতা: শহিদ মাতুব্বর, মাদারীপুর);
৪. সজল মিয়া (পিতা: মঈনউদ্দিন, কিশোরগঞ্জ);
৫. ইমরানুল হক (পিতা: আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ);
৬. সবুজ (পিতা: শফিউদ্দিন, শরীয়তপুর);
৭. মোঃ হালিম সরদার (পিতা: মহিজউদ্দিন সরদার, শরীয়তপুর);
৮. আরিফ মিয়া (পিতা: আব্দুল মোতালিব মিয়া, নরসিংদী);
৯. সাগর মাঝি (পিতা: আলাউদ্দিন মাঝি, শরীয়তপুর);
১০. রেজাউল হাওলাদার (পিতা: আব্দুর রাজ্জাক হাওলাদার, মাদারীপুর)
১১. মো: আলমগীর হোসেন (পিতা: মো: আবুল কালাম সরদার, শরীয়তপুর)এবং
১২. সাগর বেপারী (পিতা:মোঃ শাহাদাত বেপারী, ফরিদপুর)।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ১৪ (চৌদ্দ) মাস ধরে জাওয়াইয়া শহরের শরীফের ক্যাম্পে আটক...
19/05/2025

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ১৪ (চৌদ্দ) মাস ধরে জাওয়াইয়া শহরের শরীফের ক্যাম্পে আটক ০২(দুই) জন বাংলাদেশী নাগরিককে অদ্য ১৯/০৫/২০২৫ ইং ত্রিপলী শহরের সাররাজ এলাকা হতে উদ্ধার করে দূতাবাসে নিয়ে আসা হয়।উদ্ধারকৃত সকল বাংলাদেশি নাগরিকদ্বয় বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। পরবর্তীতে, দূতাবাস তাদের নিরাপদ আবাসস্থলে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।

উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন:
১. কাজী জোহান জিসান (পিতা: কাজী জুলফিকার আলী, মাদারীপুর)ও
২. মিলন সরদার (পিতা: আলী সরদার, মাদারীপুর)।

লিবিয়ার চলমান যুদ্ধে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু ব্যক্তির  পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে ।।
14/05/2025

লিবিয়ার চলমান যুদ্ধে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে ।।

5.4.2025লিবিয়ান কোস্ট গার্ড ভূমধ্যসাগর থেকে ৩ টি বোড থেকে ২৬৫ জন শরনার্থীকে আটক করা হয়েছে ।। আটককৃতদের লিবিয়ার যাওইয়া ডি...
07/04/2025

5.4.2025
লিবিয়ান কোস্ট গার্ড ভূমধ্যসাগর থেকে ৩ টি বোড থেকে ২৬৫ জন শরনার্থীকে আটক করা হয়েছে ।। আটককৃতদের লিবিয়ার যাওইয়া ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হয়েছে ।।

আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের...
12/02/2025

আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৫:৩০টায় লিবিয়ার বুরাক এয়ারের (UZ222) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) জনাব কাজী আসিফ আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের গ্রহণ করে এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।

উল্লেখ্য, দূতাবাসের একটি প্রতিনিধি দল ইতোপূর্বে গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

০৭.০২.২৫ - মঙ্গল উপকূলে  #অভিবাসী নৌকা ডুবির পুলিশ রিপোর্টের পর লিবিয়ান রেড ক্রিসেন্ট (জাওইয়া শাখা) ১০টি অজ্ঞাত মৃতদেহ...
08/02/2025

০৭.০২.২৫ - মঙ্গল উপকূলে #অভিবাসী নৌকা ডুবির পুলিশ রিপোর্টের পর লিবিয়ান রেড ক্রিসেন্ট (জাওইয়া শাখা) ১০টি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে।
প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মৃতদেহগুলি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোস্টগার্ড নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান অব্যাহত রেখেছে।

02/02/2025

২৫ তারিখের গেমের আপডেট,
৫৬ জনকে নিয়ে বোড ডুবে যায়,

Braking News🚨 Date--27/01/25 #মাল্টা এসআরআর-এ ২৫ জন বিপদে!আজ ৪ দিন আগে  #বেনগাজি ছেড়ে আসা ২৫ জনের একটি দল আমাদের সতর্ক ...
27/01/2025

Braking News🚨 Date--27/01/25

#মাল্টা এসআরআর-এ ২৫ জন বিপদে!

আজ ৪ দিন আগে #বেনগাজি ছেড়ে আসা ২৫ জনের একটি দল আমাদের সতর্ক করেছিল। তারা জাহাজে একটি নাটকীয় পরিস্থিতির কথা জানিয়েছে, যার মধ্যে দুই নাবালকের মৃত্যুও রয়েছে। একটি বাণিজ্যিক জাহাজ এলাকায় রয়েছে!

এখনই তাদের উদ্ধার করুন!

27/01/2025

🇮🇹 ২৬.০১.২৫ - ইতালীয় নৌবাহিনীর জাহাজ 'ক্যাসিওপিয়া' ভূমধ্যসাগরে উদ্ধারকৃত ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়ায় স্থানান্তরের মাধ্যমে শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, উদ্ধারকৃত দলগুলির ৫৩ জন অভিবাসী আলবেনিয়ায় স্থানান্তর এড়াতে 'স্বতঃস্ফূর্তভাবে' পাসপোর্ট উপস্থাপন করেছিলেন।
#লিবিয়া টু #ইতালি #গেম #আপডেট

Address

Dhaka
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিবিয়া টু তিউনিসিয়ার গেম খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share