AbHanif002

AbHanif002 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
৷৷৷৷ ফলো দিয়ে সাথেই থাকুন।।।
(1)

03/11/2025

দরজা-জানলা দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া াস্তায় AbHanif002

02/11/2025
বিনিময়েআমার ভালবাসার বিনিময়ে,তুমি দিয়েছো আমায়,তোমার সকল ঘৃণা।তুমি দিয়েছো আমায়,তোমার অবহেলা ।আমার ভালবাসার বিনিময়ে...
02/11/2025

বিনিময়ে
আমার ভালবাসার বিনিময়ে,
তুমি দিয়েছো আমায়,
তোমার সকল ঘৃণা।

তুমি দিয়েছো আমায়,
তোমার অবহেলা ।

আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
জলহীন মাছের অস্থিরতা।

দিয়েছো আমায়,
ছন্নছাড়া জীবন।

দিয়েছো আমায় তোমার অভাব,
তুমি দাওনি শুধু তোমায় ।

আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
নির্ঘুম রাত,

তারাহীন রাতের আকাশ,
আবেগহীন ভালবাসা,
অদ্ভুত মানসিকতা।

আমার ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছো আমায়,
ঘ্রাণহীন ফুল, আলোহীন সুর্য, জোঁছনাহীন চাঁদ
তুমি দাওনি শুধু তোমায় ।

02/11/2025

আঁধারে জোনাকিযা সে তো তুমি াস্তায় AbHanif002

মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) ১ম হস্তীবর্ষের ৯ই রবীউল আউয়াল[1] সোমবার ছুবহে ছাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে ...
02/11/2025

মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) ১ম হস্তীবর্ষের ৯ই রবীউল আউয়াল[1] সোমবার ছুবহে ছাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং ১১ হিজরী সনের ১লা রবীউল আউয়াল সোমবার সকাল ১০টার দিকে মদীনায় মৃত্যুবরণ করেন।
রাসূল (সাঃ)-এর জন্ম ও মৃত্যু দু’টিই সোমবারে হয়েছিল’।[মুসলিম হা/১১৬২; মিশকাত হা/২০৪৫; বুখারী হা/১৩৮৭] বিদায় হজ্জ হয়েছিল ৯ই যিলহজ্জ শুক্রবার। তিনি বিদায় হজ্জের পরে ৮০ বা ৮১ দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন ৯০ বা ৯১ দিন (এটা ভুল)। আবু মিখনাফ ও কালবী ওফাতের তারিখ ২রা রবীউল আউয়াল বলেছেন। ইবনু হিশামের ভাষ্যকার সুহায়লী সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনু হাজার বলেন,
فَالْمُعْتَمَدُ مَا قَالَ أَبُو مِخْنَفٍ وَكَأَنَّ سَبَبَ غَلَطِ غَيْرِهِ أَنَّهُمْ قَالُوا مَاتَ فِي ثَانِي شَهْرِ رَبِيعٍ الْأَوَّلِ فَتَغَيَّرَتْ فَصَارَتْ ثَانِي عَشَرَ وَاسْتَمَرَّ الْوَهْمُ بِذَلِكَ يَتْبَعُ بَعْضُهُمْ بَعْضًا مِنْ غَيْرِ تَأَمُّلٍ

‘আবু মিখনাফ যেটি বলেছেন, সেটিই নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণ সম্ভবতঃ এটাই যে, তারা বলেছিলেন, রাসূল (সাঃ) ২রা রবীউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়ে ১২ই রবীউল আউয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনরূপ চিন্তা-ভাবনা না করেই উক্ত ভুলের অনুসরণ করে গেছেন’।[2] অর্থাৎ ثَانِي شَهْرِ رَبِيعٍ الْأَوَّل পরে ثَانِي عَشَرَ হয়ে গেছে’। তবে এটি মক্কার চাঁদের হিসাবে হতে পারে। কেননা মক্কার চাঁদ মদীনার একদিন আগে ওঠে (আল-বিদায়াহ ৫/২২৪-২৫)। অতএব মদীনার হিসাবে ১লা রবীউল আউয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত।
সুলায়মান মানছূরপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূল (সাঃ)-এর জন্ম ৫৭১ খ্রিষ্টাব্দের ২২শে এপ্রিল সোমবার এবং মৃত্যু ৬৩২ খ্রিষ্টাব্দের ৬ই জুন সোমবার। চান্দ্রবর্ষ হিসাবে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর ৪দিন এবং সৌরবর্ষ হিসাবে ৬১ বছর ১ মাস ১৪ দিন। তাঁর জন্ম হয়েছিল আবরাহা কর্তৃক কা‘বা আক্রমণের ৫০ দিন পরে (ইবনু হিশাম ১/১৫৮-টীকা ৪)। এটা ছিল ইবরাহীম (আঃ) থেকে ২৫৮৫ বছর ৭ মাস ২০ দিন পরে এবং নূহ (আঃ)-এর প্লাবনের ৩৬৭৫ বছর পরের ঘটনা। রাসূল (সাঃ) দুনিয়াতে বেঁচে ছিলেন মোট ২২,৩৩০ দিন ৬ ঘণ্টা। তন্মধ্যে তাঁর নবুঅতকাল ছিল ৮১৫৬ দিন।[3] সঠিক হিসাব আল্লাহ জানেন।

বর যাত্রায় মানুষ যায় আগে আর বর যায় পেছনে। আর......শব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায় পেছনে
02/11/2025

বর যাত্রায় মানুষ যায় আগে আর বর যায় পেছনে। আর......শব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায় পেছনে

01/11/2025

আমাকে পেয়ে ভরে গেছে বুক

01/11/2025

দিনশেষে কি আজব ঘটনা সাক্ষী হলাম াস্তায় AbHanif002

01/11/2025

লাইট হাউজের পাশেই আছি ফলো দিয়ে সাথে থাকুন াস্তায় AbHanif002 Riya Moni

01/11/2025

মেনকা রিলা াস্তায় AbHanif002

28/10/2025

বাঁশির সুর দিলাম পারলে একটুও ভালো বাসা দিও

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when AbHanif002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AbHanif002:

Share