13/09/2025
বারপাড়া ইউনিয়ন ষোলপাড়া গ্রামে, অবাক কান্ড।
#মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি আড়ালিয়া গ্রাম থেকে দাউদকান্দি ষোলপাড়ায় ৩০/৪০ জন পুরুষ মহিলা বাস ভাড়া করে পাওনা টাকা আদায় করতে গিয়ে বিপদের মুখে পাওনা ধাররা,,,,
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে প্রায় ৩ কোটি টাকার দেনাদারি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনায় মুন্সিগঞ্জ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০–৫০ জন মহিলা ও পুরুষ দাউদকান্দিতে এসে জহিরুল ইসলামের ছেলে জাকির মিয়ার স্ত্রী সুমিকে তুলে নেবার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া মুন্সিগঞ্জ থেকে আসা,
ভুক্তভোগীদের অভিযোগ সুমি আগে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে ফুচকার দোকান চালাতেন। ওই সময় তিনি বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা নিয়ে দাউদকান্দির নিজ গ্রামে চলে আসেন। পাওনা টাকা আদায়ের জন্য মুন্সিগঞ্জ থেকে বাস ভর্তি নারী-পুরুষের দল এসে উপস্থিত হয় এবং সুমিকে তুলে নেয়।
জাকির মিয়া তার স্ত্রীকে তুলে নেওয়া থেকে আটকাতে না পেরে, মুন্সিগঞ্জ থেকে আসা বাস ভর্তি মানুষের একটি গ্রুপকে স্থানীয় কিছু লোকের সাহায্যে আটকান। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সময় পরিবেশ এক পর্যায়ে উত্তপ্ত হয়ে খু,ন,খা,রা,বির আশঙ্কা দেখা দেয়। তবে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন সুন্দলপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তুষার, সুন্দলপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার আল-আমিন। তাদের অক্লান্ত প্রচেষ্টা ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
ওয়ার্ড মেম্বার আল-আমিন জানান, কিছুদিন আগে গজারিয়া মুন্সিগঞ্জ থেকে ভুক্তভোগীরা তারা আমার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তিনি তাদের প্রমাণ নিয়ে আসতে বলেছিলেন। তবে আজকের ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
উল্লেখযোগ্য, সুমির বিরুদ্ধে নিজ গ্রাম ষোলপাড়া থেকে ১০–১২ জনের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা হলেন: দশপাড়া গ্রামের সাদেক মিয়ার স্ত্রী, রশিদের মিয়ার বউ, মোতালেব সরকার, শিমুল টেলিকম, কুদ্দুস মিয়ার স্ত্রী, ফিরোজ মিয়ার স্ত্রী এবং আরও অনেকে।
পুলিশ জানিয়েছে, উভয় পক্ষকে থানায় নিয়ে তথ্যপ্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।