উপকথা প্রকাশন

উপকথা প্রকাশন প্রকাশনা প্রতিষ্ঠান

☘️☘️
05/08/2025

☘️☘️

প্রচ্ছদ নম্বর দশ, সর্বশেষ প্রচ্ছদ। যথারীতি প্রচ্ছদ করেছেন অনন্যা চক্রবর্ত্তী
04/08/2025

প্রচ্ছদ নম্বর দশ, সর্বশেষ প্রচ্ছদ।

যথারীতি প্রচ্ছদ করেছেন অনন্যা চক্রবর্ত্তী

এই হাওয়াই মিঠাই একটা প্রজন্মকে বুদ্ধিপ্রতিবন্ধী করে ফেলছে...
28/07/2025

এই হাওয়াই মিঠাই একটা প্রজন্মকে বুদ্ধিপ্রতিবন্ধী করে ফেলছে...

সতীনাথ ভাদুড়ী সম্পর্কে আমার দুর্বলতা অত্যধিক। বিশেষত যত দিন যাচ্ছে ততই বাংলা ভাষার পাঠকদের মধ্যে সতীনাথ ভাদুড়ী সম্পর্ক...
25/07/2025

সতীনাথ ভাদুড়ী সম্পর্কে আমার দুর্বলতা অত্যধিক। বিশেষত যত দিন যাচ্ছে ততই বাংলা ভাষার পাঠকদের মধ্যে সতীনাথ ভাদুড়ী সম্পর্কে বিস্মরণ এসে যাচ্ছে বলে আরও বেদনা বোধ করি। ইদানীংকালের অনেক নবীন পাঠক এঁর নামও শোনেননি, এঁর অনেক বই এখন ছাপা নেই। এই লেখকের স্মৃতিরক্ষার কোনও ব্যবস্থা হবে না।

সতীনাথ ভাদুড়ী জীবিতকালে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করেননি কখনও, কাগজের সম্পাদকদের সঙ্গে দেখাশুনা করেননি বিশেষ, প্রায় সমস্ত লেখাই ডাকে পাঠাতেন। কোনওদিন সেরকম কোনও সভা সমিতিতে যাননি। তিনি শুধু লিখতেন। এবং তাঁর লেখার সঙ্গে অর্থোপার্জনের সম্পর্কটাও ছিল অপ্রত্যক্ষ। এবং এরকম লেখক বাংলা ভাষায় খুব বেশি জন্মায়নি। প্রথম বইটিতেই তিনি রবীন্দ্র পেয়েছিলেন। তাঁর পরের বইগুলিও ভারতবর্ষের সব ক'টি পুরস্কার পাওয়ার যোগ্য। যদি পুরস্কার অর্থে স্বীকৃতি ও সম্মান বোঝায়। সতীনাথ প্রত্যেকটি বই লিখতেন নতুন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে। এবং এই একজন বিরলজাতের লেখক, যিনি নিজেকে সম্পূর্ণ গোপন করে রাখতে পেরেছেন নিজের রচনা থেকে।

তাঁর যে-কোনও বই পড়লেই বোঝা যায়, কী অসম্ভব শক্ত এই ধরনের বই লেখা। তাঁর রচনার গতি কোথাও দুর্বার নয়, বিন্দু বিন্দু রস চয়ন করে মৌচাক সৃষ্টির মতন। জাগরী ছাড়া তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বই আমার কাছে ‘ঢোঁড়াই চরিত মানস’ দুই খণ্ড, ‘অচিন রাগিণী', 'সত্যি ভ্রমণ কাহিনী’, ‘জলভ্রমি’ এবং ‘সঙ্কট”।

ঢোঁড়াই চরিত মানসের কথা আমি বারবার নানা জায়গায় উল্লেখ করেছি। এরকম বিস্ময়কর বই যে-কোনও দেশের সাহিত্যে দুর্লভ। এই বইখানি বাংলার আধুনিক ক্লাসিক হিসেবে গণ্য হবার যোগ্য। রিক্ত সর্বহারাদের নিয়ে বাংলায় কিছুই লেখা হয়নি এই অভিযোগ যাঁরা করেন তাঁরা অনেকেই অবশ্য ঢোঁড়াই চরিত মানস পড়েননি। পড়লেও বোধহয় পছন্দ হবে না। কারণ বইখানি শেষ পর্যন্ত শাস্ত রসের। বস্তিবাসীর জোলো প্রেমকাহিনী যেমন এটা নয়, তেমনি এতে দাঙ্গা-হাঙ্গামার দিকটাও বড় করে দেখানো হয়নি। নিদারুণ অর্থনৈতিক নিষ্পেষণের কথা আছে— কিন্তু শেষ পর্যন্ত যে অধ্যাত্মরসে এখনও ভারতের লক্ষ লক্ষ সরল নিম্নবিত্ত মানুষ আশ্রয় ও সান্ত্বনা পেতে চায়, সতীনাথ ভাদুড়ী সেই জীবন-সত্যের কথাই বলেছেন। সাহিত্যের বিচারে বইটি আশ্চর্য সার্থক। বইটি সতীনাথ ভাদুড়ীর নিজেরও খুব প্রিয় ছিল; কারণ অন্য একটি লেখায় তিনি আক্ষেপ করে বলেছিলেন, এই বইটি পাঠকদের সমাদর লাভ পায়নি। যদি পেত তিনি বইটার আবার পরিমার্জন করতেন, আরও এক খণ্ড লিখতেন। বাংলা সাহিত্য সেই লেখা থেকে বঞ্চিত হয়েছে।

সতীনাথ ভাদুড়ীর লেখার কথা ভাবলে বাংলাদেশের এই দুঃসময়ের কথাও মনে পড়ে। মনে হয় সত্যিকারের সৎ ও অকৃত্রিম সাহিত্যের আজ সমাদর নেই। এক একজন লেখকের মৃত্যুর পরই পাঠকরা তাঁদের ভুলে যায়—হঠাৎ কোনও হুজুগে তাঁদের পুনর্জীবিত করার ব্যবস্থা হলে তা হলে জীবিতকালে কে আর অমরত্বের সাধনায় সাহিত্য রচনা করতে চাইবে? তাৎক্ষণিক হাতে-গরম লেখার যুগই বুঝি কায়েম হয়ে গেল।

-সুনীল গঙ্গোপাধ্যায়

আমি প্রেমকে কঠিন ভেবেছিলামএও দেখি সহজ, এখন কী করি!- জন এলিয়া আজ এই মুহূর্তে!সন্ধ্যাটা তখনও কাঁচা। আব্দুল্লাহপুর বাসস্ট্য...
23/07/2025

আমি প্রেমকে কঠিন ভেবেছিলাম
এও দেখি সহজ, এখন কী করি!
- জন এলিয়া

আজ এই মুহূর্তে!

সন্ধ্যাটা তখনও কাঁচা। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের আশেপাশে বিশৃঙ্খলা কিছু মানুষ সবকিছু অগ্রাহ্য করে এদিক ওদিক ছোটাছুটি করেছে, সবসময় এমনটাই হয়। হয়তো কারো ঘরে ফেরার তাড়া, হয়তো কেউ কারো জন্য অপেক্ষার করছে টংয়ের দোকানে চায়ের ধোঁয়া গিলে, হয়তোবা কেউ দিনমান ক্ষুধার্ত, পেটের ভেতরে নাড়িভুড়ির চিনচিনে ব্যাথা সহ্য করছে, হয়তো কেউ নিরবে খাবারের খোঁজে, হয়তবা কেউ নিম্নতলের বাড়তি তরলটুকু নির্গমনের আশার আড়াল খোঁজে, ওদের সবার ভেতরে দুটো জিনিষের বড্ড মিল, সবাই খোঁজে আর ছুটে। যেমনটি গজনবী বাসটি ছুটে চলার আশায় যাত্রী খোঁজে। দরজায় দাঁড়িয়ে বিরতিহীনভাবে ডেকে যায় হেলপার ছেলেটা,কয়েকজন মানুষ উঠে, এক দুইজন নামে যায়, কেউ কেউ একটু উঁকি দিয়ে দেখে বাসের ভেতরকার অবস্থা, এই উঁকি দেয়া, উঠা নামার মাঝে তাসলিমা গজনবী বাসটিতে উঠে বসে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে, আয়েশি ভঙ্গিতে বসা মধ্যবয়ষ্ক পুরুষটার পাশে। লোকটাকে দেখে ওর মেজাজ তেলে পানি পড়ার মতো ছ্যাঁত করে ওঠে, ওদিকে বাসে ওঠার সময় হাড্ডিসার হেলপার ছেলেটার সাথেও একটু খিটিরমিটির বেঁধে যায়, আর বাঁধবেই না কেন? আজ ঘর থেকে বের হবার সময় একদলা রাগ ওর শিরা উপশিরায় ছোটাছুটি শুরু করে। আর সেটা চুড়ান্ত রূপ পায় বাসে ওঠার সময়, তাইতো বেশ কষকষে স্বরে হেলপার ছেলেটাকে ঝারি দিয়েছিল তাসলিমা...

'সইরা খাড়াইতে পাড়স না'

হেলপার ছেলেটা অবশ্য সেই কথাটায় গায়ে মাখায় না, উদাস ভঙ্গিতে একবার তাকিয়ে সরে দাঁড়ায়, তারপরে চিরচেনা ভঙ্গি ও সুরে নতুন যাত্রীদের ডেকে যাচ্ছিল বাসের গায়ের মৃদু ও তীব্র চাপ আঘাত করতে করতে।

এই জসিমউদদীন, কুড়িল, কাকলী, এই জসিমউদদীন, কুড়িল ফার্মগেট, নিউমার্কেট। এই...

অবলম্বন গল্পের কিছু অংশ...

20/07/2025

আমাদের তিনটি ক্ল্যাসিক অনুবাদ পেপারব্যাক প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার অথবা শনিবার। এরপর দারোগার দপ্তর প্রকাশিত হবে অগাস্টের ১০ তারিখ৷ জিম করবেট সমগ্র প্রকাশিত হবে অগাস্টের ১৭ তারিখ। ওবায়েদ হকের দুটি বই ও দুটি দুর্দান্ত জাপানিজ ফিকশনের অনুবাদ প্রকাশিত হবে অগাস্টের ২৪ তারিখ৷ পাইপলাইনে থাকা বাকি বইগুলোও সেপ্টেম্বরের ১৫ নাগাদ প্রকাশিত হয়ে যাবে।

আমাদের অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা দুঃখিত৷ ইনশাআল্লাহ নির্ধারিত ডেটের একদিনও দেরি হবেনা।

জিম করবেট যারা প্রি-অর্ডার করবেন আপনারা জিম করবেটের উপর বিখ্যাত কমিক্স ‘জিম করবেট; ফ্রেন্ডস অফ জঙ্গল' উপহার পাবেন।

20/07/2025

প্রকাশক অসুস্থ থাকায় আমাদের আপকামিং বইগুলোর প্রকাশকাল বিলম্বিত হলো। এজন্য আমরা দুঃখিত৷ আজ সন্ধ্যায় প্রত্যেকটি বইয়ের প্রকাশকাল ঘোষণা করা হবে এবং নির্ধারিত ডেটের একদিনও দেরি হবেনা৷ সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্যে।

শুঁড়িখানা ভয়ংকর। দুর্বলচিত্তের মানুষদের জায়গা এইটা নয়। ওরা এখানে যারা বসে (ওদের ভাষ্যে), একেকটা জাত বেজন্মা। বিদ্যা- বুদ...
13/07/2025

শুঁড়িখানা ভয়ংকর। দুর্বলচিত্তের মানুষদের জায়গা এইটা নয়। ওরা এখানে যারা বসে (ওদের ভাষ্যে), একেকটা জাত বেজন্মা। বিদ্যা- বুদ্ধি - সাহসে বিকট। শিল্পে ও শিল্পজ্ঞানে শাণিত। আড্ডায় এবং আলাপে প্রবলভাবে যৌনায়িত। ওরা একই সাথে শ্রমিক এবং পুঁজিপতি। আত্মবিশ্বাসী এবং আত্মঘাতী। ওরা বিশ্বাস করে, পৃথিবী এখনও পৃথিবীর সকল বুড়ো-বুড়িদের পাপেই ভারগ্রস্ত হয়ে আছে, সেইখানে নতুন করে পাপ বাড়ানোর কোনো সুযোগ ওদের হাতে নেই।

ওরা তাই ভারহীন। পালকের মতো। উড়ে-উড়ে, উড়ছে, যৌবনে, মৌবনে..

~
নর্তকী ও পুঁজিপতি শাসিত এই ব্রোথেল পৃথিবীতে, মুহম্মদ নিজাম
মলাট মূল্য ৩০০ টাকা

বই: পীর-এ-কামিললেখিকা- উমেরা আহমেদ অনুবাদ- রুসমিতা বিনতে মেহেদী জনরা- আধ্যাত্মিক ও সামাজিকমুদ্রিত মূল‍্য- ১০০০ টাকাপ্রকা...
12/07/2025

বই: পীর-এ-কামিল
লেখিকা- উমেরা আহমেদ
অনুবাদ- রুসমিতা বিনতে মেহেদী
জনরা- আধ্যাত্মিক ও সামাজিক
মুদ্রিত মূল‍্য- ১০০০ টাকা
প্রকাশনী- উপকথা
পৃষ্ঠা সংখ্যা- ৫৫৯

পাঠক প্রতিক্রিয়াসমূহ-

১. Umme Fatema Jafrin
https://www.facebook.com/share/p/16GZ82Le4j/?mibextid=oFDknk

২. Wareesha Jakiya
https://www.facebook.com/share/p/1JBu8RiMLN/?mibextid=oFDknk

৩. Israt Jahan
https://www.facebook.com/share/p/1CDpMkYVqb/?mibextid=oFDknk

৪. Unknown
https://www.facebook.com/share/p/16wfcehtbU/?mibextid=oFDknk

৫. Al amin
https://www.facebook.com/share/p/19Kq78jvNv/?mibextid=oFDknk

৬. Nasrin Akter
https://www.facebook.com/share/p/1ZMFSGMR5r/?mibextid=oFDknk

৭. Sakib A. Jami
https://www.facebook.com/share/p/1KPmCdoneb/?mibextid=oFDknk

8. Rokshana Ruku
https://m.facebook.com/story.php?story_fbid=1167303595404557&id=100063747834512&mibextid=Nif5oz

9. কল্পতরু
https://www.facebook.com/share/p/1Brwu4uabp/?mibextid=oFDknk

10. Suraiya Akter Rumi
https://www.facebook.com/share/p/16b7BLtbfV/?mibextid=oFDknk

11. Arish Tasbih
https://www.facebook.com/share/p/15mLTX8pRg/?mibextid=oFDknk

12. Khadija Khatun Tania
https://www.facebook.com/share/p/19Xm4nHSFw/?mibextid=oFDknk

13. Umme Mymona
https://www.facebook.com/share/p/1AhPyyzBLq/?mibextid=oFDknk

14. Nusrat Hossen Momo
https://www.facebook.com/share/p/1FioAheoFk/?mibextid=oFDknk

15. Abida Binti Ashiq Sania
https://www.facebook.com/share/p/17AQ2ynsns/?mibextid=oFDknk

16. Nodi Akter
https://www.facebook.com/share/p/1JFTwvrCT9/?mibextid=oFDknk

17. নাবিলা তাসনিম
https://www.facebook.com/share/p/1CJNC15dnK/?mibextid=oFDknk

18. ইকরাতুর রহমান
https://www.facebook.com/share/p/1FuBx6F599/?mibextid=oFDknk

19. Sidna Chowdhury
https://www.facebook.com/share/p/16YWqaJve8/?mibextid=oFDknk

20. Farzana Akter Hira
https://www.facebook.com/share/p/1AoVdgUcSU/?mibextid=oFDknk

21. Mahruba Tabassum Mimi
https://www.facebook.com/share/p/19d49CGbqd/?mibextid=oFDknk

22. Sadia Akter
https://www.facebook.com/share/p/1TuDFMzt4D/?mibextid=oFDknk

11/07/2025

মধ্যযুগ নিয়ে ৩টি ঐতিহাসিক উপন্যাস। বিশ্বসেরা ৩ জন লেখক। সেগুলো অনুবাদ করেছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকেরা। উপকথার টপনচ প্রোডাকশন। পানির চেয়েও কম মূল্য। প্রকাশিত হবে এক সপ্তাহের মধ্যে। আশা করি প্রত্যেক বইপোকা সংগ্রহে রাখবেন।

প্রচ্ছদ নম্বর ৮ ও ৯তারাশঙ্কর রচনাবলির প্রকাশকাল কাছাকাছি চলে আসছে৷ ৩০ খন্ডের রচনাবলিটি বুকিং করে ফেলুন মাত্র ১০০০ টাকায়৷...
06/07/2025

প্রচ্ছদ নম্বর ৮ ও ৯

তারাশঙ্কর রচনাবলির প্রকাশকাল কাছাকাছি চলে আসছে৷ ৩০ খন্ডের রচনাবলিটি বুকিং করে ফেলুন মাত্র ১০০০ টাকায়৷

প্রচ্ছদশিল্পী: অনন্যা চক্রবর্ত্তী

Address

৩৮/২ খ, মান্নান মার্কেট, বাংলাবাজার
Dhaka

Telephone

+8801951122992

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপকথা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category