শব্দহীন কান্না Shobdohin Kanna

শব্দহীন কান্না Shobdohin Kanna Content Creator

ফিউ মান্থ এ্যাগো--২১বা২২/১১/২০২২ইংআমার ও এক পেয়ালা রোগ আছেভীষণ রকম এক বিন্দু ভালোবেসে ফেলি--আশ্বাসের তীর ভেবে বার বার নো...
18/05/2023

ফিউ মান্থ এ্যাগো--
২১বা২২/১১/২০২২ইং

আমার ও এক পেয়ালা রোগ আছে
ভীষণ রকম এক বিন্দু ভালোবেসে ফেলি--
আশ্বাসের তীর ভেবে বার বার নোঙর করি
চোরা বালির ঘাটিতে আমার ছেড়া পাল--!!
বেসামাল আবেগি মনের চৈত্র খরা ভাদ্রের দুপুর
নিত্য খবর রাখতে কার-ই-বা বয়ে যায় এ বেলায়,
এখানে সভ্যতা খোঁজা হয় অসভ্যতার চাদর মুড়ি দিয়ে
অস্তিত্ব যতবার খুঁজি আয়নায় ততবার হারিয়ে যায়--।
এখানে মানবতা নগন্য বন্দি কারো নিজ বন্দি শালায়
একাকিত্ব রোগীর মতো বারান্দায় পায়চারি যুগ যুগ,
এক জীবনে কতগুলো আশারা অকালে মারা যায়
কেউ কি দেখো আত্মাগুলো কতটা কষ্ট নিয়ে ধরণী ছেড়ে চলে যায়--!

মহসিন রেজা।।

নামহীন কবিতা--( অফিস কাজের ফাঁকে ) ১৩/০৩/২০২৩ ইংএখন আর আগের মতো ফ্রেস ঘুম হয় না! কারা যেনো ঘুমের ঘোরে আর্তনাথ করে যায়! শ...
15/03/2023

নামহীন কবিতা--
( অফিস কাজের ফাঁকে )
১৩/০৩/২০২৩ ইং
এখন আর আগের মতো ফ্রেস ঘুম হয় না! কারা যেনো ঘুমের ঘোরে আর্তনাথ করে যায়! শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। দু'বার তিনবার ঘুম ভেঙ্গে যায়- অবান্তর সত্যি! কে' বা- কারা রাত দুপুরে ডাইনিং এ খাবার খায়--!!
আমরা কয়েক ছাড়াও কারা যেনো হাটে ঘরময় রাত দুপুরে! খিল খিলিয়ে হাসেঁ অনেকে মিলে ড্রইংরুমে মজমা বসায়-! কখনো কখনো নুপুরের শব্দ কানে আসে আচানক অপূর্ব অচিন একগুচ্ছ সুবাস জানলা দিয়ে আসে হাওয়ায় ভেসে ভেসে-!!
ইদানীং আমার হীয়া বড্ড বেশী আবেগীর পরবাসী
ভাবনার সাগরে ডুবি,ভাসি,হাসি আয়নায় নিজেকে দেখি! কেনো যেনো মনে হয় কতদিন নিজেকে ভালো করে দেখিনা! সত্যি বলতে আমার সবই আছে আমি ছাড়া তোমাদের মাঝেই আমার বিচরণ তাই খুঁজিনা।
কখনো কখনো সব থাকতেও নিজেকে নিঃসঙ্গ করে রাখতে হয় নিজ অস্তিত্ব উপলব্ধির জন্য। আবার কখনো ইচ্ছে করে হারিয়ে যেতে হয় ভালোবাসার টান বোঝার জন্য! কখনো কখনো শরৎ এর কাশবন গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ ভালো লাগেনারে---
রাত দুপুরে বেলকুনীতে দাড়িয়ে আকাশ দেখেছি বহুদিন, আমার মতোই নিঃশ্ব ওরা বড্ড বেশী একা,
শোনা যত পোড়ায় ততো খাটি হয় আমার কবিতারা কেনো পাখা মেলে না-!! নিত্যান্তই দুঃখজনক কিছু হৃদয় মুখ আর মুখোশ চিনতে পারে না--!!
ফানুস হয়ে ওরা কিছু মানুষ বাতাসের স্থরেই বদলে নেয় খোলস-! ওহে- কারোর জীবন কেউ সাজিয়ে দেয় না আবেগে নির্ভরশীল হয়ে যায় তবু্ও।!। মনকে মন বলে অপূর্ব বেদ্বনাগুলো সঙ্গী করেই নিজের জীবন গুছিও
যখন,যেখানেই থাকো মন খুলে হাসিওওও---

অফিস কাজের ফাঁকে -১৫/০৩/২০২৩আচ্ছা বলতে কি পারো কিছু বিদায় এমন হয় কেনো!! এ যেনো নিদারুণ স্পর্শকাতর কাফনে মোড়ানো এক যন্ত্র...
15/03/2023

অফিস কাজের ফাঁকে -
১৫/০৩/২০২৩

আচ্ছা বলতে কি পারো কিছু বিদায় এমন হয় কেনো!! এ যেনো নিদারুণ স্পর্শকাতর কাফনে মোড়ানো এক যন্ত্রণা -!!জানি তুমি আজ মন ভালো করা গাঢ় খয়েরী রঙের লিপস্টিক ঠোটে মেখে ঘুমোবে।
আচ্ছা - আমি যদি কমপ্লিট স্যাুট পড়ে ঘুমাই তাহলে কি একটা যন্ত্রণা ভোলার চমৎকার ডায়াজিপাম ঘুম হবে-?
রিল্যাক্স হওয়ার জন্য রিলেক্সিন মিউজিক কতটা কাজ দেবে -!?! মন খারাপের গামা বিটা লেভেলটা কি করে আলফায় আনা যায়-?
সুত্রটা বলে গেলে কি এমন ক্ষতি হতো তোমার-!?! এক বিকেলের কাশবন ভ্রমণ বা সেনসুয়্যাল মিউজিকের ছন্দে ডুব সাতার আর সাত কাহনের অবাক স্মৃতি না-ই-বা বলি,মনে করি-!
জানি না মানুষ কেনো বাচঁতে চায় আশা কেনো করে বা ভাঙ্গে -! এক জীবনে কতগুলো কষ্ট পেলে জীবন ধন্য হয় বা পূর্ণতা পায়-? কতবার ধোকায় হুশ ফিরে আসে আহ্হারে মানুষ - তবুও স্বপ্ন সাজায়- স্বপ্ন দেখে,নিজকে কত্য ভালেবাসে!!
নো কাসন নো রেস্ট্রিকটেড হয়ে যাচ্ছে মানব জীবন কতো অপরিচিত জন ইতো পিপল ইউ মে নো হয়ে লাইফে আসে সাজেশন হয়ে-, তুমিও আসবে তো-!!
একদিন হয়ত বুঝবো কতটা দুরত্বে হারিয়ে গেলে বোঝানো যায় একদম ভূলে গেছি আমি তুমি কেউ না.।
কিছু আমার একান্তই আমার থাকতে বা রাখতে হয়
হয়ত গ্লাক্সী বা তার থেকেও দূরের কোনো পাড়ায় আমার ঠিকানা হবে একদিন বৃদ্ধাশ্রমে বৃথা খুঁজো না আমায়-!!

কেউ তোমাকে কষ্ট দিয়েছে -? দুঃখ পেয়েছো-?ঠকিয়েছে? অ-কারণে অপমানীত হয়েছো -?লাঞ্চিত হয়েছো-? কেউ হেয় সম্পন্য করেছে-?তোমার নাম...
25/01/2023

কেউ তোমাকে কষ্ট দিয়েছে -? দুঃখ পেয়েছো-?
ঠকিয়েছে? অ-কারণে অপমানীত হয়েছো -?
লাঞ্চিত হয়েছো-? কেউ হেয় সম্পন্য করেছে-?
তোমার নামে মিথ্যে অপবাদ/ গীবত রটাচ্ছে -?
চুপ। একদম চুপ হয়ে যাও, যদি সঠিক বিচার চাও।
দু- হাত উপরে তুলে শুকরিয়া জানাও --

🙏হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল🙏
উল্লেখিত ধৈর্যের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দিয়ে থাকেন🙏 শুধু সময়ের অপেক্ষা। 🙏

( ভূলে যেও না- জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে কখনো কখনো নির্লজ্জ ও হতে হয়)

অফিস কাজের ফাঁকে ১৯/০১/২০২৩স্বপ্ন চোরা ফেরারী খুনী --🔪❤️🔪বলতে কি পারো কতগুলো খুন কিভাবে করলে খুনী হওয়া যায় -!?কতগুলো পাপ...
22/01/2023

অফিস কাজের ফাঁকে
১৯/০১/২০২৩
স্বপ্ন চোরা ফেরারী খুনী --🔪❤️🔪

বলতে কি পারো কতগুলো খুন
কিভাবে করলে খুনী হওয়া যায় -!?
কতগুলো পাপ করলে পাপী-!?!
কতগুলো প্রেম করলে প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়?
কতটা নীচু মন হলে তাকে নির্লজ্জ বলা হয় -!?
বা কতটা নিদারুণ প্রকাশ্য বেঈমানী করলে তাকে বেঈমান বলা যায় -!?

পাড়া মহল্লায় অফিস আদালতে চলছে
খুনের মহোৎসব! চলছে স্মুথ কিলিং সিষ্টেম থিউরি।
তোমার ওখানে কি স্বপ্ন বেচা- কেনা হয় কড়িতে -?
এখানে খুতিতে জমিয়ে রাখা কত অসহায়ের স্বপ্ন ও
কতজন কতভাবে লুটেপুটে নেয়---!! খায়, ধায়-হায়-!

কে দেখে! কে শোনে!খুন হলেই বা কার কি যায় আসে
কে রাখে কার খবর -পারবে কি বলতে ধরায় আজ কতগুলো হয়েছে নবীন কবর --!! লাজ লজ্জাহীন
প্রেমের বহরে অ- পবিত্র ভালোবাসা! পাপীষ্ট হৃদয় হারিয়ে দু কুল নীরবে কাঁদে একা একা--!!

কত- আর কত রকমের ই-বা খুনের সাক্ষী হওয়া যায়
থুতু ফেলে "ক" জন-ই-বা তা খায় -!! নরকের এক বিশাল সম্রাজ্যের বাসিন্দা হওয়ার প্রতিযোগীতায় আমরা সবাই মত্ত!! আবৃত বুলেট প্রুফ পাপীর চাদরে!

একলা চলো জীবনেও কোথাও কেউ একজন স্বাক্ষী হয়ে যায়।। কতো নবীন তরুণ-তরুনী অবৈধ নবজাতকের জন্ম দেয়-!! সোডিয়াম লাইটের আলোকে পূর্ণ শশী ভেবে থরে থরে বাসর সাজায় --!!

ওরা তারা তুমি আমি আমরা (সবাই) একগুচ্ছ ফেরারী
নিজের অজান্তেই কতো খুন করে যাই...🔪🫂

আচ্ছা বলতে কি পারো -অতৃপ্তি কাকে বলে-? সব থাকতেও কখন সব(সব) শুন্য ফাঁকা লাগে? জানো- ব্যাবধান আর বৌষম্যরাএখন অভিভাবক হীন।...
10/01/2023

আচ্ছা বলতে কি পারো -
অতৃপ্তি কাকে বলে-? সব থাকতেও কখন সব(সব) শুন্য ফাঁকা লাগে? জানো- ব্যাবধান আর বৌষম্যরা
এখন অভিভাবক হীন। সংলাপের সমঝোতার টেবিলটা মাকড়সার দখলে! টান টান উত্তেজনায় সম্পর্কের দড়ি!

কেনো জানি মনে হয়-
গ্রহ নক্ষত্রের চেয়ে সমাজে এখন ব্লাকহোল এর সংখ্যা অজস্র - বিলিয়ন- টিলিয়ন একাকিত্বে বুদ হয়ে থাকাও আজ ছন্দহীন লাগে-! ইস্ - কেমন হবে তিনি যদি
বলে বসেন,বাকি দেয়া বন্ধ দাও হিসেব কড়ায় গন্ডায়!!

ভাবতে অবাক লাগে-
মনুষ্য পুরির মনুষ্যবিদরা গোল্লাছুট খেলায় মত্ত-
এ যেনো ঝুম বৃষ্টি এলো বলে পাড়ার সব কিশোরগন
একটি বল নিয়ে শৃঙ্খলাহীন মাঠ কাপাতে ব্যাস্ত ন্যাস্ত
এহীন পরিস্থিতিতে জানিনা নচিকেতা কি কি লিখতো!!

অবান্তর ও সত্যি হয়ে যায়-
কতজনের ইতো আশা- স্বপ্ন উড়ে যায় চায়ের শিখায়
সবাইকে যে সব পেতে হয় না তবুও যায় ভূলে যায়
পথ আর প্রকৃতি অদৃশ্য গুরু কত কি-ই- না শেখায়
অজস্র খাল-বিল সমুদ্র মোহনায় নতজানু মাথা ঠেকায়!

প্রকৃতি যা নেয় বহুগুণ ফিরিয়ে দেয়-
এক পরন্ত গোঁধুলী বেলায় এক গুচ্ছ সাদা বক ঈশারায় বলেছিলো আমায়,এখানে উনি,তিনি,তুমি,সে আছো
নেই যে সবাই- নিজ,নিজ পৃথিবীতে নিজেই হারাই ভেঙ্গে পড়োনা হে পথিক চলো নতুন এক স্বর্গ বানাই।

কোথাও লেখা ছিলো-
আশায় মানুষ বাঁধে বাসা আশায় ফোটে বহু ফুল
আশার তরে জীবন মরন আশাই যে সুখের মূল
এমন জীবন তুমি করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভূবন।।

৮/০১/২০২৩ ( অফিস কাজের ফাঁকে) রিজ ডেড-!! পোর মম -!!( অবিকল মানুষ ) কি অবাক ব্যাপার তাই- না-!কিছু মানুষ দেখতে অবিকল মানুষ...
08/01/2023

৮/০১/২০২৩ ( অফিস কাজের ফাঁকে)
রিজ ডেড-!! পোর মম -!!

( অবিকল মানুষ )

কি অবাক ব্যাপার তাই- না-!
কিছু মানুষ দেখতে অবিকল মানুষের মতোই
তোমার বা তোমাদের মতো না, অনেকটা আমার মতো
জ্বল রংঙা চোখ আর মলাটের মতো কপাল -!

আমি এই আমার মাঝে কতবার আমাকে খুঁজেছি
বারবার পেয়েছি অক্সিজেন রুপে মানুষ পুড়িতে
হয়ত সীমাহীন ক্রোধে ভ্রু কুচকে বিস্মিত হয়েছো লাল চোখে- আর ভেবেছো অবিকল মানুষগুলো এমন কেনো ডিষ্টকাষ্টিং -!?!

আচ্ছা - এমন কোনো নীতিমালা বা পলেসি আছে কি
অবিকল মানুষগুলোর পায়ে ডাণ্ডা বেরি পড়ানো যায়!
বাকরুদ্ধ প্রতিবাদ আর হিম অতিষ্ঠতার বেড়াজালে
চুল ছেড়া নীরবতায় অতিষ্ঠ অবিকল মানুষেরা আজন্ম মানুষগুলোকে নিত্যান্তই অবিরাম জ্বালিয়ে খায় -!!!

ওরা কেনো বোঝেনা-! বুঝবেই বা কবে ওরা এনালক এই শ্বেতপাথরের নকশা খচিত রঙ্গিন ডিজিটাল পাড়ায়
এই শহরের মেট্রোরেল বা খানেক পর পর উড়াল সেতু
মানুষের জন্য, প্রতিক্ষায় চেয়ে থাকা মাছ রাঙার চিল হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যায় --!!

চাহিদা পূরণ ট্যিসু বা প্রাকটিক্যাল থিউরি থিসিস প্রাকটিস, নতজানু,জি,হুজুর রাজকীয় দাসের অধিক
অবিকল মানুষদের মানায় কি -?!? ভাঙ্গা ব্রিজের মতোই
এ তরী সে পাড় অকারণে কোকিল কাকের বাড়ি যায় কি-?!?

অবিকল মানুষদের আজন্ম আর প্রজন্মের পর প্রজন্ম
এক পেয়ালা সুখ দূর অজানায়। অবিকল মানুষেরা কখনো ইতিহাস বা নির্মাতা হয় না চিরকাল ধরায়
স্বাক্ষী হয়েই রয়ে যায় -!!

দ্বাসত্বের খোলসে আবৃত অবিকল মানুষেরা ক্যামেরার পেছনের গল্প। ওয়াইনের গ্লাসের ভিতরের টা মনুষ্যত্ব
রিষ্ট পুষ্ট বাহারি গ্লাসটা অমানবিক বেহায়া নির্লজ্জ
অবিকল মানুষ চিনতে এ-ই যথেষ্ট -!!

অবিকল মানুষদের স্বপ্নের রঙ ধুসোর বর্নের হয়ে থাকে
তারা কখনো দাতা হতে পারেনা আজন্ম গৃহীতা হয়ে রয়
চাঙ্গা ভাবে আনন্দ বিলাসে মানুষেরা নীল নদ ঘুরে বেড়ায়, অবিকল মানুষেরা ভাগ্যকে মেনে নিয়ে
অদৃশ্য ভেজা চোখে ডিঙি বায়--!!!

তোর জন্য ( অফিস ফেরা জ্যামে) তোর জন্য -( অফিস ফেরা জ্যাম এ) চুপি চুপি বা সঙ্গোপনে নয়- প্রকাশ্যে ফলো করি তোকে - ভীষণ রকম ...
20/12/2022

তোর জন্য
( অফিস ফেরা জ্যামে)

তোর জন্য -
( অফিস ফেরা জ্যাম এ)

চুপি চুপি বা সঙ্গোপনে নয়- প্রকাশ্যে ফলো করি তোকে - ভীষণ রকম ভালোবাসিস ফুল কে তাইনা-!?
আকাশের মেঘ ঘনঘটা তোকে ব্যাকুল করে তোলে বৃষ্টি হবে টাপুর টুপুর আর তুই গা এলিয়ে দিবি তার কোলে!

ভেবেছিস কেউ দেখবে না, কি করে বৃষ্টি চুমু আর দোল খায় তোর সর্বাঙ্গে বাজি ফুটিয়ে! একান্ত সঙ্গোপনে!
ভীষন রকম ব্যাকুল হয়ে যাস রংধনুর হাসি দেখলে
তুইতো নেহাত, আর পর্শি ভূলে যায় স্বাবালিকার সঙ্গা!

এও দেখেছি হিমেল হাওয়ায় যখন পঞ্চমি চাঁদ দোল খায়, তুই হয়ে যাস নিশি পাগল যোগীনি!
বহুবার ভেবেছি একটি তারা ভরা আকাশ দেবো
দেবো এক বিশাল গুলশান কখনো বলিনি--!!

( ইস্ - হতেম যদি ফুল,বৃষ্টি,বা এক পেয়ালা রংধনু,)

০৫/১২/২০২২( অফিসে কাজের ফাঁকে ) ক্যান যে বয়স বাড়ে ক্যান যে চুল পাকেরুপ যৌবনে ক্যান যে ভাটা লাগে,আজব খেলার কলকাঠি কোথায় ব...
05/12/2022

০৫/১২/২০২২
( অফিসে কাজের ফাঁকে )

ক্যান যে বয়স বাড়ে ক্যান যে চুল পাকে
রুপ যৌবনে ক্যান যে ভাটা লাগে,
আজব খেলার কলকাঠি কোথায় বসে নারে
পাইলে জিগাইতাম একবার তারে!
ঐ রূপের ভোরে বাহুর জোরে টল মলিয়ে
উত্তাল দেহের রক্ত গরম টগবগিয়ে,
গগন চিড়ে মাটি ফেরে সাঙ্গ লীলায়
অন্তিম সজ্জা ভূলে যাই লাল সালু যে!!
নেই জ্যোতি চুল পাকিলো দাঁত পড়িলো
রঙিন দেহের আস্তর শাখায় ভাজ পড়িলো
শখের গাড়ির দেহের ইঞ্জিন বিকল ধরায়
যুগান্তরের ঘুর্নিপাকে মন বুড়া হয় নাতো-!!
কালো কেশী ছদ্ম বেশী মায়ার ভূবন
এক জীবনে ভোগ করেছি বহু জীবন,
তিলক ঝিলক হেল হিলিয়া হাই তুলিয়া
কত্য পর আপণ হলো আপন ভুলিয়া।
মিছে মায়ার শেষ বয়সের খেয়া ঘাটে
নয়া পাড়ার কখন জানি মাঝি ডাকে,
আয়নার সামনে দাড়িয়ে দেখি
আমি-ই - চিনি না আমারে--!!

২১বা২২/১১/২০২২ইংআমার ও এক পেয়ালা রোগ আছেভীষণ রকম এক বিন্দু ভালোবেসে ফেলি--আশ্বাসের তীর ভেবে বার বার নোঙর করিচোরা বালির ঘ...
30/11/2022

২১বা২২/১১/২০২২ইং

আমার ও এক পেয়ালা রোগ আছে
ভীষণ রকম এক বিন্দু ভালোবেসে ফেলি--
আশ্বাসের তীর ভেবে বার বার নোঙর করি
চোরা বালির ঘাটিতে আমার ছেড়া পাল--!!
বেসামাল আবেগি মনের চৈত্র খরা ভাদ্রের দুপুর
নিত্য খবর রাখতে কার-ই-বা বয়ে যায় এ বেলায়,
এখানে সভ্যতা খোঁজা হয় অসভ্যতার চাদর মুড়ি দিয়ে
অস্তিত্ব যতবার খুঁজি আয়নায় ততবার হারিয়ে যায়--।
এখানে মানবতা নগন্য বন্দি কারো নিজ বন্দি শালায়
একাকিত্ব রোগীর মতো বারান্দায় পায়চারি যুগ যুগ,
এক জীবনে কতগুলো আশারা অকালে মারা যায়
কেউ কি দেখো আত্মাগুলো কতটা কষ্ট নিয়ে ধরণী ছেড়ে চলে যায়--!

(ঘুমোবার আগে--)
মহসিন রেজা।।

এই হাত--(সমকাল পত্রিকায় প্রকাশিত) এই হাত দিয়ে বাবার হাত ধরেগিয়েছি আমি হাটেঝোলাগুড় মাখিয়ে মুড়িতেখেয়েছি দু হাতে...,।এই হাত...
28/11/2022

এই হাত--

(সমকাল পত্রিকায় প্রকাশিত)

এই হাত দিয়ে বাবার হাত ধরে
গিয়েছি আমি হাটে
ঝোলাগুড় মাখিয়ে মুড়িতে
খেয়েছি দু হাতে...,।
এই হাত দিয়ে পুকুরের কাদায়
ধরেছি কত মাছ
রস চুরি করে খাবো বলে
বেয়েছি কত গাছ...।
এই হাত দিয়ে বাঁশি বাজাতাম
ছাড়া ভিটায় বসে
হা ডু ডু খেলায় বিপক্ষকে
ধরেছি কত ঠেসে...।
এই হাত দিয়ে গুলতির দিয়ে
মেরেছি কত পাখি
ঝোপ ঝারে আনাচে কানাচে
ধরেছি কত জোনাকি...।
এই হাত দিয়ে মার্বেল খেলেছি
লাটিম ঘুরিয়েছি ঠিক ঠিক
এক পা দু হাতে বেঁধে
কত খেলেছি ককপিট...।
এই হাত দিয়ে বন্ধুরা মিলে
খেলেছি গোল্লা ছুট
যেমন খুশি তেমন সাজতে
সাজিয়েছি কত ভুত...।
এই হাত দিয়ে বৈশাখী ঝড়ে
কুরিয়েছি কত আম
ঢিল মেরে কত পেড়ে খেয়েছি
কালো কালো জাম...।
এই হাত দিয়ে ঝিলের বিলে
তুলেছি শাপলা শালুক
ফাঁদ পেতে কচুরি পানায়
কত ধরেছি ডাহুক...।
এই হাত দিয়ে ঘুড়ি উড়িয়েছি
কেটেছি কত ঘুড়ি
সৃতিগুলো বড় আনারি
হাসি কাঁদি আর মরি......!!!

সরি টু সে--১৭/১০/২০২২ইস-- যদি শিক্ষিত হতেম--!!কত্য মজা হতো--!!এক তুরিতে দিনকে রাত বানিয়ে ফেলা যেতো!নানান ছলে ক্ষমতার বলে...
28/11/2022

সরি টু সে--
১৭/১০/২০২২

ইস-- যদি শিক্ষিত হতেম--!!
কত্য মজা হতো--!!
এক তুরিতে দিনকে রাত
বানিয়ে ফেলা যেতো!

নানান ছলে ক্ষমতার বলে
গরীব দুঃখী চিবিয়ে খেতাম
সব শালারা মানুষের মতো
আমিই মহা মানব হতাম--!!

বেলকুনীতে পা দুলিয়ে
কপাল ভ্রু হেলিয়ে দুলিয়ে
গরম কফির মিনার উড়িয়ে
সত্য - মিথ্যার নাটক বানাতাম-!

থাকতো অনেক চাকর- বাকর
জমি থাকতো কয়েক একর
গাড়ি বাড়ি টাকা কড়ি
সেনা সোঁনা ভুঁড়ি ভুঁড়ি --!!

নত মাথা উচু হলেই
গুম করে পুড়িয়ে দিতাম
টক্কর দিতে কেহ এলে
খুলিটা তার উড়িয়ে দিতাম!

কতশত লোক মিডিয়া
ঘুরতো পিছে হাই তুলিয়া
একটি অটোগ্রাফ নেয়ার জন্য
চাইতো সময় ঘুম ফেলিয়া!

হতাম যদি এম,পি,মন্ত্রী
যা খুশী তা বলে যেতাম
হরেক রকম উপহার আর
লক্ষ কোটি সালাম পেতাম-!

আমার চেয়ে নয়ত বড়
মূল্যবোধ আর নিয়ম-নীতি
আমার কান্ড কির্তি দেখে
সবাই লিখতো পান্ডুলিপি!

একদিন আমি ইতিহাস হবো
রেখে যাবো সম্পদ ধন
আমার সন্তানেরা আপনাদের
করবে বাকি উন্নয়ন -!!👽☠️

( আল্লাহ মাফ করুন )

Address

Gulshan-1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when শব্দহীন কান্না Shobdohin Kanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দহীন কান্না Shobdohin Kanna:

Share