
18/05/2023
ফিউ মান্থ এ্যাগো--
২১বা২২/১১/২০২২ইং
আমার ও এক পেয়ালা রোগ আছে
ভীষণ রকম এক বিন্দু ভালোবেসে ফেলি--
আশ্বাসের তীর ভেবে বার বার নোঙর করি
চোরা বালির ঘাটিতে আমার ছেড়া পাল--!!
বেসামাল আবেগি মনের চৈত্র খরা ভাদ্রের দুপুর
নিত্য খবর রাখতে কার-ই-বা বয়ে যায় এ বেলায়,
এখানে সভ্যতা খোঁজা হয় অসভ্যতার চাদর মুড়ি দিয়ে
অস্তিত্ব যতবার খুঁজি আয়নায় ততবার হারিয়ে যায়--।
এখানে মানবতা নগন্য বন্দি কারো নিজ বন্দি শালায়
একাকিত্ব রোগীর মতো বারান্দায় পায়চারি যুগ যুগ,
এক জীবনে কতগুলো আশারা অকালে মারা যায়
কেউ কি দেখো আত্মাগুলো কতটা কষ্ট নিয়ে ধরণী ছেড়ে চলে যায়--!
মহসিন রেজা।।