Spoken English

Spoken English I am an English hunger. and you?
(1)

★ একজন মা একটি চিঠি লিখে তার বাচ্চাকে রেখে পা'লিয়েছে।★তিনি চিঠিতে লিখেছেন।★আমি মুসলিম★আমি একজন হতোভা'গি, পরিস্থিতি স্বী...
08/11/2025

★ একজন মা একটি চিঠি লিখে তার বাচ্চাকে রেখে পা'লিয়েছে।
★তিনি চিঠিতে লিখেছেন।
★আমি মুসলিম
★আমি একজন হতোভা'গি, পরিস্থিতি স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন।
বাচ্চার জন্ম তারিখঃ ০৪-১১-২০২৫ রোজঃ মঙ্গলবার
★ এগুলা সব বাচ্চার ওষুধ
★ আমি মুসলমান জাতির মেয়ে
★ বাচ্চাটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
★ বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রস্তুতি চলছে...
★ একজন গার্ডিয়ান দরকার, যে নিজের সন্তানের মতো বড় করবে।




একমাত্র মাছে ভাতে বাঙালিরাই চিনবে।।
08/11/2025

একমাত্র মাছে ভাতে বাঙালিরাই চিনবে।।





"ওদের স্যার ভাইরাল হয় মানবতার জন্য,আমাদের স্যার ভাইরাল হয় নাটকীয়তার জন্য!”আমাদের শিক্ষকদের জন্য কিছু টিপস।আমাদের শিক্ষা-...
08/11/2025

"ওদের স্যার ভাইরাল হয় মানবতার জন্য,
আমাদের স্যার ভাইরাল হয় নাটকীয়তার জন্য!”
আমাদের শিক্ষকদের জন্য কিছু টিপস।

আমাদের শিক্ষা-ব্যবস্থা এখন আত্মসমালোচনার জায়গা।
যেটা সংস্কার করা বেশি জরুরী।
যেমন ⸻
🧠 ১️⃣ মানসিকতার পরিবর্তন
• “শিক্ষক” নয়, “গুরু” হওয়ার মানসিকতা দরকার।
শুধু পাঠ্যবই নয়, ছাত্রের জীবনে দিকনির্দেশক হতে হবে।
• অহংকার নয়, সহানুভূতি ও শ্রদ্ধার মনোভাব জরুরি।
• শিক্ষার্থীকে নিজের প্রতিদ্বন্দ্বী নয়, নিজের সাফল্য ভাবতে হবে।
💬 ২️⃣ যোগাযোগ ও সম্পর্কের পরিবর্তন
• শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ভয়ের সম্পর্ক নয়, বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে।
• মনোযোগ দিয়ে শোনা, প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, ও মানবিক আচরণ দেখানো দরকার।
• আজকের যুগে শিক্ষক মানে শুধু ক্লাস নেওয়া নয় — পরামর্শদাতা, মেন্টর, ও অনুপ্রেরণা।
📚 ৩️⃣ শিক্ষণ-পদ্ধতিতে পরিবর্তন
• মুখস্থনির্ভর পড়াশোনা বাদ দিয়ে বুঝে শেখানোর সংস্কৃতি আনতে হবে।
• প্রযুক্তি (অনলাইন, ডিজিটাল কনটেন্ট, ভিডিও) ব্যবহার শিখতে হবে।
• ক্লাসে বাস্তব উদাহরণ, আলোচনা ও যুক্তি-ভিত্তিক শিক্ষা বাড়াতে হবে।
💖 ৪️⃣ আচরণ ও নৈতিকতার পরিবর্তন
• পেশাগত দায়িত্ববোধ ও সততা বজায় রাখা সবচেয়ে জরুরি।
• ব্যক্তিগত জীবনের আচরণেও যেন শিক্ষকতার মর্যাদা প্রতিফলিত হয়।
• রাজনীতি, লোভ বা ব্যক্তিগত স্বার্থ নয় — মানুষ গড়ার আদর্শ হোক মূল লক্ষ্য।
🌍 ৫️⃣ সমাজ ও শিক্ষাব্যবস্থায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন
• সমাজকে বুঝতে হবে — শিক্ষকও মানুষ, তাকে সম্মান ও সহযোগিতা দিতে হবে।
• শিক্ষকরা পরস্পরের প্রতি সহমর্মিতা দেখিয়ে একটি পেশাদার ও নৈতিক পরিবেশ তৈরি করতে হবে।
✨ সংক্ষেপে:

“আদর্শ শিক্ষক সেই, যিনি পাঠ্য শেখানোর আগে মানুষ শেখান।”
পরিবর্তন দরকার শুধু শিক্ষাদানে নয় — মন, চিন্তা ও দায়িত্ববোধে।


যশোরের মনিরামপুরে পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক ও তাঁর স্ত্রী নি'হত হয়েছেন।  বুধবার দুপুর...
08/11/2025

যশোরের মনিরামপুরে পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক ও তাঁর স্ত্রী নি'হত হয়েছেন।
বুধবার দুপুরে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।
নি'হতরা হলেন মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের রণজিত কুমার দাস (৪৯) ও তাঁর স্ত্রী পাপিয়া দাস (৪০)।
রণজিত মনিরামপুর উপজেলার বাজিতপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক ও তাঁর স্ত্রী পাপিয়া দাস একই উপজেলার জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরে মেকানিক পদে কর্মরত ছিলেন।
রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, স্ত্রী পাপিয়াকে নিয়ে নিজ গ্রাম থেকে মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের একটি গ্রামের দিকে যাচ্ছিলেন রণজিত।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সঙ্গে
মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা উভয়ই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
একপর্যায়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শ'য্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে দুজনকেই মৃ/ত ঘোষণা করেন চিকিৎসক।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান জানান, খান এ দুর্ঘটনার পরপর পাওয়ার টিলারের চালক পালিয়েছেন।
পাওয়ার টিলারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মানুষ হয়ে কতো বড় অমা'নুষের কাজ করলো💔চুয়াডাঙ্গার জীবননগরে শ'ত্রুতার জেরে জালাল উদ্দিন নামে এক কৃষকের প্রায় ৩০০টি উচ্চ ফল...
08/11/2025

মানুষ হয়ে কতো বড় অমা'নুষের কাজ করলো💔
চুয়াডাঙ্গার জীবননগরে শ'ত্রুতার জেরে জালাল উদ্দিন নামে এক কৃষকের প্রায় ৩০০টি উচ্চ ফলনশীল জাতের ফলদ পেয়ারা গাছ কে'টে ফেলেছে দু'র্বৃত্তরা।
রোববার (২ নভেম্বর) রাতে উপজেলার হরিহরনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হরিহরনগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন ২৫ কাঠা জমিতে ৩০০টি পেয়ারার চারা রোপণ করেন এবং গত দুই বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগানটিতে ফল ধরা শুরু হয়।
রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে ফেলে। ক্ষ'তিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে তিনি এ পেয়ারা বাগান তৈরি করেছিলেন।
গাছে ফুল ও ফল ধরায় তিনি লাভের আশা করছিলেন। এই বছর তিনি প্রায় তিন লাখ টাকার ফল বিক্রি করতে পারতেন।
তিনি আরও জানান, হরিহার নগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে আলমগীর হঠাৎ করে আমার এ জমি তার বলে দাবি করে। এই নিয়ে কয়েকবার তার সঙ্গে আমার ঝামেলা হয়েছে।
সে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয় এবং আমার ছেলের গলায় হেসো ধরে। এর আগেও সে একবার আমার জমির নেটের বেড়া কেটে দেয়।
তিনি আরও জানান, আমরা এ জমিতে ৫৩ বছর চাষাবাদ করছি আমার দাদার কেনা জমি আজ হঠাৎ করে তারা এই জমি তাদের বলে দাবি করছে।
রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের বারবার হুমকি দিচ্ছে। দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল।
কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ভেঙে গেল। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

#অমানুষ

বাবু হবার পর,, মে'য়েদের শান্তির জায়গা হল, মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন থাকা।🥀🍁  এর বিবর্তন: প্রকৌশল শ্রেষ্ঠত্বের একটিউত্তর...
07/11/2025

বাবু হবার পর,, মে'য়েদের শান্তির জায়গা হল, মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন থাকা।

🥀🍁
এর বিবর্তন: প্রকৌশল শ্রেষ্ঠত্বের একটি
উত্তরাধিকার
পরিচিতি
বায়েরিচে মটোরেন ওয়ার্ক এজি, সাধারণত বিএমডব্লিউ
নামে পরিচিত, একটি বিখ্যাত জার্মান অটোমোবাইল এবং
মোটরসাইকেল প্রস্তুতকারক যার কর্মক্ষমতা ভিত্তিক
যানবাহন এবং আধুনিক প্রযুক্তির জন্য উদযাপিত হয়।
1916 সালে প্রতিষ্ঠিত, বিএমডব্লিউ বিলাসিতা, নতুনত্ব এবং
ড্রাইভিং আনন্দ সঙ্গে সমার্থক হয়ে উঠেছে। এই নিবন্ধটি
অটোমোটিভ আড়াআড়ি উপর বিএমডব্লিউ এর ইতিহাস,
বিবর্তন, এবং প্রভাব অনুসন্ধান করে।
ইতিহাস ও ভিত্তি
বিএমডব্লিউ প্রতিষ্ঠিত হয়েছিল মিউনিখ, জার্মানিতে, মূলত
প্রথম বিশ্বযুদ্ধের সময় বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক হিসাবে।
কোম্পানির প্রথম পণ্য ছিল বিএমডব্লিউ Illa বিমান ইঞ্জিন,
যা তার কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য প্রশংসা অর্জন
করেছে। যাইহোক, ১৯১৮ সালে যুদ্ধের শেষে জার্মানিতে
বিমানের ইঞ্জিন উত্পাদনের উপর নিষেধাজ্ঞা জারি করা
হয়েছিল, যার ফলে বিএমডব্লিউ এর প্রস্তাবগুলি বৈচিত্র্যময়
করে তোলে। - বারসামা সুস্বাদু বেস্টি খাবার ১এম।
1923 সালে, বিএমডব্লিউ তার ফোকাস মোটরসাইকেলে
স্থানান্তরিত করে, R32 চালু করে, যেখানে একটি বৈপ্লবিক
বিএমডব্লিউ অটোমোটিভ বাজারে প্রবেশ করে। অস্টিন
সেভেন এর উপর ভিত্তি করে প্রথম বিএমডব্লিউ গাড়িটি ছিল
বিএমডব্লিউ ৩/১৫। 1930 সালে বিএমডব্লিউ 328 এর
প্রবর্তন কোম্পানির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত
করে, এটি উচ্চ-পারফরম্যান্স স্পোর্টস গাড়ির প্রস্তুতকারক
হিসাবে প্রতিষ্ঠিত। ৩২৮ মোটরস্পোর্টে স্বীকৃতি লাভ করে,
১৯৪০ সালে মিল মিগলিয়া জিতেছিল।
যাইহোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিএমডব্লিউ এর জন্য
উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। জার্মান যুদ্ধের প্রচেষ্টা
সমর্থন করার জন্য কোম্পানীটি তার উৎপাদন পুনঃনির্দেশিত
করতে বাধ্য হয়েছিল, যার ফলে এর কারখানা এবং
অবকাঠামো গুরুতর ক্ষতি হয়েছিল। যুদ্ধের পরে,
বিএমডব্লিউ তার পরিচয় পুনর্বিন্যাস এবং পুনর্বিন্যাসের
কঠিন কাজের মুখোমুখি হয়েছিল।
যুদ্ধ-পরবর্তী পুনরুদ্ধার এবং বৃদ্ধি
যুদ্ধ-পরবর্তী বছরে, বিএমডব্লিউ ছোরা হয়




ভাবতে পারেন—এই বাড়িটাতেই একসময় ছিল হাসি-আনন্দে ভরা এক পৃথিবী।  সকালবেলা উঠেই মা’র ডাক, দুপুরে ছেলেমেয়েদের হাসির কলরব, সন...
07/11/2025

ভাবতে পারেন—এই বাড়িটাতেই একসময় ছিল হাসি-আনন্দে ভরা এক পৃথিবী। সকালবেলা উঠেই মা’র ডাক, দুপুরে ছেলেমেয়েদের হাসির কলরব, সন্ধ্যায় বাবার গল্পে প্রাণবন্ত হয়ে উঠত পুরো আঙিনা।
চারদিকে যেন জীবন ছলছল করত। তারপর একদিন একে একে সবাই বড় হয়ে গেল।
কেউ চাকরির জন্য শহরে গেল, কেউ সংসারের টানে অন্য ঠিকানায়। বাড়িটা ফাঁকা হতে শুরু করল। থেকে গেল শুধু বাবা-মা, আর বয়োজ্যেষ্ঠ কিছু মুখ—যারা প্রতিদিন অপেক্ষা করত, “আজ হয়তো ওরা আসবে।”
প্রথমে প্রতি সপ্তাহেই আসত ছেলেমেয়েরা। তারপর মাসে একবার। এরপর বছরে একবার। এক বছর বাবার বাড়ি, আরেক বছর শ্বশুরবাড়ি—এই হিসেবেই চলতে লাগল সময়। ফোনে কথা হয়, কিন্তু দেখা হয় না মাসের পর মাস।
বাবা প্রতিদিন জানালায় বসে থাকতেন—হয়তো আজ দরজায় বেলের শব্দ হবে। মা রান্না করতেন ছেলের পছন্দের খাবার, হয়তো আজ আসবে ভেবে।
কিন্তু আসা আর হয়ে ওঠে না। অপেক্ষার প্রহর শেষে একদিন নিঃশব্দে শেষ হয়ে যায় বাবা-মায়ের সময়।
এখন সেই বাড়িতে নেই হাসির শব্দ, নেই কারও পায়ের আওয়াজ। আছে শুধু ধুলো, ঝরা পাতা আর পোকামাকড়ের বসতি। দেয়ালে টাঙানো ছবিগুলো আজও তাকিয়ে থাকে—হয়তো সেই পুরোনো দিনের অপেক্ষায়। সত্যিই, জীবন বড় অদ্ভুত! একসময় যে বাড়িতে ছিল পরিবারের উষ্ণতা, ভালোবাসা আর হাসির ঝলক, আজ সেখানে শুধু নীরবতা।
কখন যে ভালোবাসার জায়গায় দূরত্ব এসে বাসা বাঁধে—তা কেউ টেরই পায় না।
প্রত্যেকটা গ্রামের এমন অনেক পরিবার বর্তমান সময়ে দেখা যায়। প্রশ্ন হলো, এমন জীবন কিসের জন্য? এমন সফলতা বা ব্যস্ততা দিয়ে কী লাভ, যদি প্রিয়জনের মুখটা দেখার সময়টুকুও না থাকে?
♦ আরিফুল হাসান


#জীবন

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাতের আঁধারে ৫০ শতক জমির লাউ গাছ কে'টে দিয়েছে দু'র্বৃত্তরা।  গত মঙ্গলবার রাতে উপজেলার ধুপুড়িয়া...
07/11/2025

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাতের আঁধারে ৫০ শতক জমির লাউ গাছ কে'টে দিয়েছে দু'র্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ধুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুপুড়িয়া গ্রামের ময়েন শেখের ছেলে নওশের আলী (৪৪) নিজ বাড়ির পাশে প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। জমির লাউ গাছগুলো ইতোমধ্যে মাচায় উঠেছিল এবং ফল ধরা শুরু করেছিল।
মঙ্গলবার বিকেলে জমিতে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে জমিতে গিয়ে দেখেন, সব লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক নওশের আলী। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আ'তঙ্ক বিরাজ করছে।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#অমানুষ

মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমাদ্দি বাজিতপুর গ্রামে ইতালিপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী সুমাইয়া আক্তার আত্মহ"ত্যা করেছেন বলে...
07/11/2025

মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমাদ্দি বাজিতপুর গ্রামে ইতালিপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী সুমাইয়া আক্তার আত্মহ"ত্যা করেছেন বলে জানা গেছে।
পারিবারিক ক'লহ ও শ্বশুরবাড়ির মা'নসিক ও আর্থিক নি'র্যাতনের অভিযোগে এই ম'র্মান্তিক ঘটনাটি ঘটে।
নি'হত সুমাইয়া নাসির হাওলাদারের মেয়ে। জানা যায়, বিয়ের পর স্বামী তাকে ইতালি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও শ্বশুর, শাশুড়ি ও ননদ তা বাধা দেন এবং প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার আ'ত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের একপর্যায়ে স্বামীর সঙ্গে ফোনে কথা কা'টাকাটির পর সুমাইয়া গ'লায় ওড়না পেঁ'চিয়ে আত্মহ"ত্যা করেন। ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন। ম"রদেহ ময়নাতদন্ত শেষে বাবার বাড়িতে দা'ফন করা হয়েছে।


অতি দরিদ্র কৃষকের মেয়ে ডলি।  দারিদ্রতার কারণে কিনতে পারত না বই। সংসারের হাল ধরতে শুরু করে টিউশনি,  দিনে ৬টি টিউশনি করে ...
07/11/2025

অতি দরিদ্র কৃষকের মেয়ে ডলি। দারিদ্রতার কারণে কিনতে পারত না বই। সংসারের হাল ধরতে শুরু করে টিউশনি, দিনে ৬টি টিউশনি করে অতি কষ্টে পড়াশোনা করে সে আজ বিজয়ী।
সে পেরেছে দারিদ্রতাকে জয় করতে। উজ্জ্বল করেছে বাবা মার মুখ। এলাকাবাসী সবাই তার গর্বে গর্বিত। তার প্রশংসায় পঞ্চমুখ। সে এখন বিসিএস ক্যাডার, পুলিশের এএসপি।


একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?'' শিক্ষক বললো,''আমি তোমার উত্তরদেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ কর...
07/11/2025

একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তরদেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।
আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
'কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না''
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো।
সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো... হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল।
ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে
এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই ভালবাসা....তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবু আরো ভাল কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবে
যেদিন তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য সবচেয়ে ভাল মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।
তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না...!!!
তাই আমাদের উচিত আশেপাশে যারা আছে তাদের সাথে সময় কা'টানো, বাবা-মার যত্ন নেয়া, তাদেরকে ফেলে আরও ভালোবাসা খুঁজতে গিয়ে যেন প্রকৃত ভালোনাসা না হারিয়ে ফেলি।


#গল্প

দারুণ একটা বেসিক ক্লাস।ঝটপট পড়ে নেই।
07/11/2025

দারুণ একটা বেসিক ক্লাস।
ঝটপট পড়ে নেই।


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share