21/07/2025
আজকের এই বিমান দূর্ঘটনার পরিস্থিতির দায় কারা নিবে?
ভাইরাল ভিডিও বানানোর মানুষের ভিড়ে, গাড়ি গুলো রোগী নিতে পারছেনা। সের দায় উপস্থিত প্রতিটি মানুষকেও নিতে হবে।
প্রতি বছর বাজেট বাড়ার পরেও বিমান বাহিনীর বেহাল দশা, এর দায় বিমান বাহিনীর গতো ২০ বছর সার্ভিস দেয়া প্রতিটি সদস্যের। বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের এই ঘটনার জবাবদিহী করা লাগবে জণগণের কাছে। এর সাথে নিজেদেরকে বিমান বাহিনীর দায়িত্ব থেকে সরিয়ে নিতে হবে।
এই দাবি আমার রইলো,ইহকালে অথবা পরকালে।
যদিও সবাই তো ভিডিও পোস্ট দিয়ে ভাইরাল হয়ে ব্যস্ত তাদের এসব চিন্তা মাথায় আসবেনা, সোশাল মিডিয়ায় লাইভ করে কান্না করেন সবাই ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে।