L O S E R - হতভাগা

L O S E R - হতভাগা Welcome to my fb page. Please like & follow my page�

স্বার্থপর বেঈমান মানুষের আচরণ গুলো এমনই হয়.....!! আপনি এদের যতবড় উপকার করেন না কেন এরা স্বার্থের টান পড়লে বেঈমানী বা আপন...
12/10/2024

স্বার্থপর বেঈমান মানুষের আচরণ গুলো এমনই হয়.....!!
আপনি এদের যতবড় উপকার করেন না কেন এরা স্বার্থের টান পড়লে বেঈমানী বা আপনাকে গিলে খেতেও দ্বিধাবোধ করবেনা।

07/10/2024

বেলা❤️

সব কিছুই হচ্ছে।শুধু প্রেম আর পড়ালেখাই হচ্ছে না😥
07/10/2024

সব কিছুই হচ্ছে।
শুধু প্রেম আর পড়ালেখাই হচ্ছে না😥

আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে কেন? আসুন জেনে নেয়া যাক...কুকুর ঘেউ ঘেউ করে কেন- জ্ঞানী অমুসলিমের জন্য জানার অনেক কিছু রয়েছে...
06/10/2024

আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে কেন? আসুন জেনে নেয়া যাক...

কুকুর ঘেউ ঘেউ করে কেন- জ্ঞানী অমুসলিমের জন্য জানার অনেক কিছু রয়েছে ইসলাম একমাত্র সত্য ধর্ম তার প্রমান বহন করে।

কিছু নিষিদ্ধ কাজ:-

(১) উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ বুখারী।

(২) বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ, কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহীন।

(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয়, তা মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।

(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।

(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে।

একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে”আউযুবিল্লাহি….রাজীম”

এই দুয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ্র কাছে আশ্রয় চাইতে হয়।
সহীহ বুখারী, হিসনুল মুসলিম।

(৬) মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে মোরগের ডাক শুনে “আল্লাহুম্মা ইন্নি আস-আসুকা মিং ফাযলিকা” এই দুয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।

(৭) গোসলখানায় প্রসাব করা যাবে না।।
________ আল হাদিস (ইবনে মাজাহঃ ৩০৪)

(৮) কেবলামুখি বা তার উল্টো হয়ে
প্রসাব, পায়খানা করা যাবে না।।
_________ সহিহ বুখারিঃ ৩৯৫

(৯) গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না।।
_________ মুসলিমঃ ৫১৬৭

(১০) ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না।।
_________ আল কোরআন।

(১১) স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা হারাম।
_________ আল কোরআন,(আহজাবঃ ৩৩)

(১২) মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম।।
_________ আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)

(১৩) কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না।।
________ মুসলিমঃ ৬৮২১

(১৪) কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না।।
________ মুসলিম ৭৯৪

(১৫) আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম,কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।।
__________ আবু দাউদ৩২৫০ নাসায়ীঃ ৩৭৭৮।

১৬) কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না।।
_________ আবু দাউদ ২৬৭৭

(১৭) হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন।
তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো।

তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।
এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা।

সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ- উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব- গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে।

কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।
আল্লাহ্ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক।।
আমিন...!!

30/09/2024

ভালোবাসাও এক ধরনের রিজিক! যার কাছ থেকে যতোটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ততোটুকুই পাবা! ❤️

আপসোস,😥মানুষ এই পাপ'টাকে পাপে'ই মনে করে না!অথচ, রসূল ﷺ কঠোর হুঁশয়ারী দিয়ে ব'লেছেনঃকিয়ামতের দিন "মহান আল্লাহ সুবহানাহু ওয়...
30/09/2024

আপসোস,😥
মানুষ এই পাপ'টাকে পাপে'ই মনে করে না!
অথচ, রসূল ﷺ কঠোর হুঁশয়ারী দিয়ে ব'লেছেনঃ

কিয়ামতের দিন "মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা" তিন শ্রেণির লোকের দিকে তাকাবেন না, তার মধ্যে এক শ্রেণির লোক হলো টাখনুর নিচে কাপড় পরিধানকারী।
তাদের গুনাহ পবিত্র করবেননা, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব।

📚মিশকাতুল মাসাবীহঃ ২৭৯৫

20/09/2024

মারবেনই যখন,
তাহলে ভাত খাওয়ালেন কেনো?

রাস্ট্র যে এক অঘোষিত কামার পাড়া!কখনো পুরিয়ে মা'রে তো কখনো পিটিয়ে!
19/09/2024

রাস্ট্র যে এক অঘোষিত কামার পাড়া!
কখনো পুরিয়ে মা'রে তো কখনো পিটিয়ে!

19/09/2024

বহুকাল হলো মনে কোনো আনন্দ নেই!🥲💔

17/09/2024

আমি তারেও জাইতে দিছি, যার যাওয়ার কথা ভাবলে দেহ থেকে রুহু বেরিয়ে আসতো..!! 😅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when L O S E R - হতভাগা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share