26/09/2024
আমাদের খুলনা জেলার ফুলতলা উপজেলার ভূমি অফিস অবস্থিত দামোদর ইউনিয়নেই। এখানে দুর্নিতিই শেষ হচ্ছেনা। চাহিদা অনুযায়ী কোন সেবা পাওয়া যাচ্ছেনা। সাধারণ মানুষ সেখানে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। এই আবেদনের এইটা ঠিক নাই, সেইটা ঠিক নাই। বিভিন্ন ভাবে জনগনদের হয়রানি করে। তারা এইটা ভুলে গেছে যে, তারা জনগনের টাকায় সেই খানে বসে আছে এবং তাদের পেট চলে।
গত তিন মাস আগে আমি ভূমি অফিসে কাজের জন্য গেলে নামজারি আবেদনের পর ম্যাজিস্ট্রেট অনুমোদন দেওয়ার পর ডিসিআর কাটার পরে লাল বইতে খতিয়ান অর্থাৎ তামিল করার জন্য গেলাম, ওমা আমার কাছ থেকে দুইশত টাকা রাখলো। বললাম এই টাকা কিসের জন্য, বারান্দাতে বসে থাকা এক সহকারী নাকি তৃতীয় ব্যক্তি আল্লাহ মাবুদ-ই জানেন। আমার প্রশ্ন করাতে সে উত্তরে বলল, জনগনের কাছ থেকে এই দুইশত টাকা নিয়ে নাকি তারা ঐ লাল বই (রেকর্ড বই) কিনে থাকে। সে বই কিনতে তাদের নাকি সরকার কোন টাকা দেয়না। যদি তাই হয়, তাহলে সরকার ওদের কি দেয় আর সরকার কেনইবা বলে যে নামজারি আবেদন সরকারী ফি মাত্র 1170 টাকা? তাহলে কি তারা লোকের কাছ থেকে ভুংচুং বলে এইটা ওটা কেনার দরকার হয় বলে কি টাকা মেরে খাই???
বুঝলাম আবেদন করতে কম্পিউটারে 200/300 টাকা লাগে। আমি নিজেও আবেদন করতে দেখছি এবং করছিও।
অফিসের ভেতর বসে থানা নায়েব, সেখানেও হয়রানি হতে হয়। আরে ভাই, আমি নামজারি করে খাজনা কাটার জন্য গেলাম খাজনা কাটবো বলে অনুমোদন নিতে। আমাকে বলে আগের দাখিলা নিয়ে আসতে। আগের দাখিলা দেখাতে পারিনি বলে অফিসে থাকা একটা হিন্দু মহিলা কর্মী আমাকে 48 বছরের খাজনা দেওয়া হয়নি মর্মে অনুমোদন দিয়ে দিলো। পরে নিজে কম্পিউটারে এসে চেক দিয়ে দেখলাম আমাদের আবেদনে ৪৮ বছর খাজনা দেওয়া হয়না তাই দিয়ে অনুমোদন করা। আমার চাচা/দাদা কি ৪৮ বছর খাজনা দেয়না ওই জমির??
কিন্তু আমার জানা মতে ৬/৭ বছর খাজনা দেওয়া হয়নি ও জমিতে। অন্তত্য ৯/১০ বছর বানায় দিলেও মনটাকে বুঝ দিতে পারতাম।
পরে বললাম যে, খাজনা দেওয়া হয়েছে কিনা সেইটা আপনাদের লাল বই (রেকর্ড বইতে) সবই প্রমান আছে। কত বছর পর্যন্ত দেওয়া হয়েছে খাজনা সেইটা চেক দিয়ে আমাকে অনুমোদন দিয়ে দিতে বলাতে সে রেগে গিয়ে বলে আমার হাতে এখন অনেক কাজ আছে। আপনি অন্যদিন এসে নিরিবিলি বই মিলায়ে করে দিবনি।
তার দেওয়া কথা অনুযায়ী গেলাম, আমাকে বলে আপনি আগের দাখিলা নিয়ে আসেন তাই দেখে অনুমোদন দিয়ে দেই।
তাদের বারবার অনুরোধ করে বললাম যে, আমার কাছে দাখিলা নেই বা আমি কোন কারন বসত আনতে পারছিনা তবুও তারা শুনলো না।
এখন আমার কাছে কথা হলো, তারা ওখানে কি করতে বসে থাকে জনগনের সেবা দেওয়ার নাম করে???
কোন কারনে দাখিলা যদি পুড়ে যায় বা হারিয়ে যায়, তাহলে কি আমি সেবা পাব না???