23/06/2025
রাত তিনটা বাজে, বক্সে মিডিয়াম সাউন্ডে চলছে সন্ধ্যা মুখোপাধ্যায় এর " চাঁপা বনে অলি সনে , আজ লুকোচুরি গো লুকোচুরি!
আলো ভরা কালো চোখে, কি মাধুরী গো কি মাধুরী!
…………
লাইফে এত বেশি ব্যস্ত হয়ে যাব তা কখনোই চিন্তাই করিনি !! আমি সব সময় কোয়ালিটি লাইফ মেইনটেইন করার চেষ্টা করতাম, মানে যে কোন একটা কাজে খুব বেশি ঝুঁকে না যাওয়া ।
যেমন : টাকা পয়সা ইনকাম করতে করতে দিন দুনিয়ার অন্য সবকিছু ভুলে যাওয়া, এটা আমার কাছে মোটেই পছন্দের না । ২৪ ঘন্টার ভেতর দিনে ৮ থেকে ১০ ঘন্টার বেশি কাজ করা ঠিক না ।
বাকি সময় অন্যান্য কাজে (পার্থনা, পরিবার, হ্যাংআউট, ফ্রেন্ডস, ভ্রমণ, বৃষ্টিতে ভেজা কিংবা গান শোনা ) ডিস্ট্রিবিউট করা উচিত । কিন্তু লাস্ট কয়েক মাস যাবত বিশেষ করে ঈদ শেষ হওয়ার পরে এত বেশি কাজের চাপ যে , নিজের কাছের মানুষ জনের সাথেও কথা বলার সময় পাচ্ছি না, দেখা করা তো দূরে থাক !!!
নিজের পছন্দের কাজগুলো, ইচ্ছে গুলো, পছন্দের গান শোনার সময়ও পাচ্ছিনা । অনেক রাতে পুরনো দিনের গান শোনা আমার খুবই পছন্দের, কিন্তু এখন রাত জেগে বিভিন্ন দেশের কোম্পানি/ বিশ্ববিদ্যালয়ে এগ্রিমেন্ট এর কাজ করতে হয় !
দিনে দেশি, বিদেশি ক্লাইন্ট, বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, ক্লাস সবকিছু মিলিয়ে জীবন রোবটিক হয়ে গেছে ।
আরো দুই মাস এভাবেই চলবে, তারপরে আবারো আগের সুন্দর লাইফে ফিরতে পারবো আশা করি ইনশাআল্লাহ !!
মুক্ত, স্বাধীন , বাধন হারা !!