Resurrection of Sabbir

  • Home
  • Resurrection of Sabbir

Resurrection of Sabbir Student & Immigration visa Consultant. Life & Career Coach. Farmer || Teacher
(3)

২০২৬ সালের জুন পর্যন্ত আমেরিকার ভিসা রেশি ও যেমন বাড়বে, রিজেকশনের হার ও কিন্তু কমবে না । যেহেতু অ্যাপ্লিকেশন অনেক হবে স...
17/07/2025

২০২৬ সালের জুন পর্যন্ত আমেরিকার ভিসা রেশি ও যেমন বাড়বে, রিজেকশনের হার ও কিন্তু কমবে না । যেহেতু অ্যাপ্লিকেশন অনেক হবে সুতরাং ও রিজেক্ট হবে ।
তাই আপনারা খুব সুন্দর ভাবে এপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোন ভুল করবেন না ।

সুযোগ গুলো ভালোভাবে কাজে লাগালে ভালো সফলতা আশা করা যায়। আর যাদের একবার রিজেকশন আছে, তারা অবশ্যই প্রোফাইল আপডেট করে তারপরে এম্বাসির ডেট নিবেন । যে কোন প্রয়োজনে আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন ধন্যবাদ ।

আগামী ২২ তারিখ মঙ্গলবার রাত দশটায় বুট ক্যাম্প মেম্বারদের প্রশ্নোত্তর পর্বের লাইভ ক্লাস হবে । আপনারা অ্যাপ্লিকেশন করতে গ...
13/07/2025

আগামী ২২ তারিখ মঙ্গলবার রাত দশটায় বুট ক্যাম্প মেম্বারদের প্রশ্নোত্তর পর্বের লাইভ ক্লাস হবে ।

আপনারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও কোন জায়গায় প্রবলেমে পড়লে সরাসরি এই ক্লাসে প্রশ্ন করতে পারবেন ।
আপনাদের প্রাসঙ্গিক প্রশ্নগুলো নোট করে রাখবেন ।

উল্লেখ্য আমরা প্রত্যেকদিন প্রায় ১৫ থেকে ২০ জন বুট ক্যাম্প মেম্বার আমাদেরকে কল করে তাদের সমস্যার সমাধান করে নিচ্ছেন ।

আল্লাহর রহমতে আমাদের মেম্বাররা নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ইনশাল্লাহ যখন এম্বাসি ফেইস হবে আমরা ভালো ফলাফল আশা করছি ।

এম্বাসি ট্রেনিং এবং cgi নিয়ে নতুন রেকর্ডেড ক্লাস শীঘ্রই দেওয়া হবে। আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপ সব সময় চেক করবেন ।

আপনার অনেকে ইউরোপ নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছেন, ইউরোপের দশটা দেশের এপ্লিকেশন নিয়ে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করা হবে এটা সবার জন্য উন্মুক্ত হবে ইনশাল্লাহ । তবে বেশ কিছু মেম্বারদের কাজে আমরা সরাসরি প্রসেস এ সহায়তা করব এবং সেটা অবশ্যই সিলেটের, কেননা সিলেটের মানুষকে মিট আপ প্রোগ্রামে বলেছিলাম, তারপর কুমিল্লা এবং ঢাকা ‌।

সরাসরি ইউরোপের কিছু ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনও দেখাবো ইনশাল্লাহ। যাতে করে খুব অল্প পয়সায় আপনারা নিজেরাই প্রসেস করতে পারেন ।

আর কুমিল্লার বাসিন্দারা প্রস্তুত হন কুমিল্লাতে একটা মিটআপ করবো ইনশাল্লাহ খুব দ্রুতই । কুমিল্লার পরে ঢাকা অথবা চট্টগ্রাম ইনশাআল্লাহ ।

11/07/2025

মিটফোর্ড হাসপাতালের সামনে ভিডিও দেখে এখনো স্বাভাবিক হতে পারছি না ।

10/07/2025

জুলাই মাসে USA এর অ্যাপোয়েন্টমেন্ট না নেওয়াই উত্তম হবে । এটা আমার নিজস্ব মতামত আর কি বাকিটা আপনাদের ব্যাপার। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে আমরা নিচ্ছি ।

10/07/2025

অতিরিক্ত লোভ খুব খারাপ !! জেনে বুঝে নৌকায় করে ইটালি যাওয়ার জন্যেই তো লিবিয়াতে গিয়েছিলেন । এখন ৬৪ লাখ টাকা খরচ করে ফেরত এসেছেন । যদি সফল হতেন এখন ইটালি গিয়ে সুন্দর সুন্দর সেলফি উঠাতেন, ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে এসেছেন, মানব পাচারকারীদের পাশাপাশি আপনাদের ও সমান দোষ ।

ল্যাটিন আমেরিকার দেশগুলো নিয়ে শীঘ্রই ভিডিও আসবে,  কয়েকটি দেশের ভিসা পেলে সরাসরি ইউএসএ তে থাকা যাবে, ব্যবসা করা যাবে, প...
06/07/2025

ল্যাটিন আমেরিকার দেশগুলো নিয়ে শীঘ্রই ভিডিও আসবে, কয়েকটি দেশের ভিসা পেলে সরাসরি ইউএসএ তে থাকা যাবে, ব্যবসা করা যাবে, পরবর্তীতে গ্রীন কার্ড ও পাওয়া যাবে ।‌
এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে মাত্র তিন মাসে নাগরিকত্ব পাওয়া যায় । এমনকি বাংলাদেশে বসেই ।

এই ভিডিও গুলো বাংলাদেশ কেউ কখনো করেনি, কিংবা জানে না । লাতিনদের কয়েকটি কাজ করতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে যা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ।
আপনারা ইন্টারেস্টেড কিনা কমেন্ট করে জানাবেন।

আর এই পোস্টটা শেয়ার করে দিয়েন ।

চলে যায় যদি, যেন হয় নদী, সাগরে হারিয়ে যাবো।
04/07/2025

চলে যায় যদি, যেন হয় নদী, সাগরে হারিয়ে যাবো।

28/06/2025

ফেসবুকে যা লিখলে আমেরিকার ভিসা রিজেক্ট হতে পারে ।

আমেরিকার স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসার পাশাপাশি আমেরিকার অন্যান্য ক্যাটাগরির এপ্লিকেশন নিয়ে বিস্তারিত ভিডিও পাবলিশ করা ...
27/06/2025

আমেরিকার স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসার পাশাপাশি আমেরিকার অন্যান্য ক্যাটাগরির এপ্লিকেশন নিয়ে বিস্তারিত ভিডিও পাবলিশ করা হবে ।

যেমন যারা খেলোয়াড়, হোক সেটা জাতীয় দলে কিংবা থানা কিংবা উপজেলা পর্যায়ের কোন ক্লবে আপনাদের জন্য কিন্তু আলাদা একটা ক্যাটাগরি রয়েছে ।

আবার যারা এন্টারটেইনার অর্থাৎ বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে, যারা রিলিজিয়াস worker অর্থাৎ বিভিন্ন মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জিন কিংবা মন্দিরের ঠাকুর তাদের জন্য আর ক্যাটাগরি ‌, সাংবাদিকের জন্যেও আলাদা ক্যাটাগরি রয়েছে ।

আমার স্টুডেন্টরা এই সকল ক্যাটাগরি সম্পর্কে আলাদা আলাদা ভিডিও যেন আমি বানাই সেটা চেয়েছেন ।

আমি আমার সময় মত এই সকল বিষয়ের উপরে কনটেন্ট তৈরি করার চেষ্টা করব যাতে আপনারাও উপকৃত হতে পারেন ।

তবে আমাদের মাস্টার ক্লাসের বিষয়বস্তু ঠিক থাকবে । অর্থাৎ স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা এবং EB3 এগুলো ঠিক রেখে অন্যান্য ক্যাটাগরি নিয়ে আস্তে আস্তে আগানো হবে ।

অর্থাৎ এই প্লাটফর্মে আপনারা আমেরিকার যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো হোক ইমিগ্রান্ট কিংবা নন ইমিগ্রেন্ট সবগুলো সম্পর্কেই বিস্তারিত তথ্য পাবেন ইনশাল্লাহ ।

এখন থেকে আমরা কন্টেন্টের বেশি ফোকাস করব । অবশ্যই পোস্টে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারা এই প্লাটফর্মে যুক্ত থাকতে পারে ।

আরেকটি কথা আমাদের স্টুডেন্টরা একা একাই এপ্লিকেশন করছে এবং এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে । ইনশাল্লাহ আগামী নভেম্বর ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে । সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভিসা পায় ।
বাংলা লেখায় কোন বানান ভুল হলে ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ ।

24/06/2025

Next Cumilla

রাত তিনটা বাজে,  বক্সে মিডিয়াম সাউন্ডে চলছে সন্ধ্যা মুখোপাধ্যায় এর " চাঁপা বনে অলি সনে , আজ লুকোচুরি গো লুকোচুরি! আলো ...
23/06/2025

রাত তিনটা বাজে, বক্সে মিডিয়াম সাউন্ডে চলছে সন্ধ্যা মুখোপাধ্যায় এর " চাঁপা বনে অলি সনে , আজ লুকোচুরি গো লুকোচুরি!
আলো ভরা কালো চোখে, কি মাধুরী গো কি মাধুরী!
…………

লাইফে এত বেশি ব্যস্ত হয়ে যাব তা কখনোই চিন্তাই করিনি !! আমি সব সময় কোয়ালিটি লাইফ মেইনটেইন করার চেষ্টা করতাম, মানে যে কোন একটা কাজে খুব বেশি ঝুঁকে না যাওয়া ।

যেমন : টাকা পয়সা ইনকাম করতে করতে দিন দুনিয়ার অন্য সবকিছু ভুলে যাওয়া, এটা আমার কাছে মোটেই পছন্দের না । ২৪ ঘন্টার ভেতর দিনে ৮ থেকে ১০ ঘন্টার বেশি কাজ করা ঠিক না ।

বাকি সময় অন্যান্য কাজে (পার্থনা, পরিবার, হ্যাংআউট, ফ্রেন্ডস, ভ্রমণ, বৃষ্টিতে ভেজা কিংবা গান শোনা ) ডিস্ট্রিবিউট করা উচিত । কিন্তু লাস্ট কয়েক মাস যাবত বিশেষ করে ঈদ শেষ হওয়ার পরে এত বেশি কাজের চাপ যে , নিজের কাছের মানুষ জনের সাথেও কথা বলার সময় পাচ্ছি না, দেখা করা তো দূরে থাক !!!

নিজের পছন্দের কাজগুলো, ইচ্ছে গুলো, পছন্দের গান শোনার সময়ও পাচ্ছিনা । অনেক রাতে পুরনো দিনের গান শোনা আমার খুবই পছন্দের, কিন্তু এখন রাত জেগে বিভিন্ন দেশের কোম্পানি/ বিশ্ববিদ্যালয়ে এগ্রিমেন্ট এর কাজ করতে হয় !
দিনে দেশি, বিদেশি ক্লাইন্ট, বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, ক্লাস সবকিছু মিলিয়ে জীবন রোবটিক হয়ে গেছে ।

আরো দুই মাস এভাবেই চলবে, তারপরে আবারো আগের সুন্দর লাইফে ফিরতে পারবো আশা করি ইনশাআল্লাহ !!

মুক্ত, স্বাধীন , বাধন হারা !!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Resurrection of Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share