বই প্রেমি

বই প্রেমি We provide the best service for health and beauty. We also work for starting a new business and opportunities.

বাড়িঘর সব মশার আমি ভাড়া থাকি তাই মশায় কামড়াইয়া থোবরা পাল্টাইয়া লাইছে!🙂
29/02/2024

বাড়িঘর সব মশার আমি ভাড়া থাকি তাই মশায় কামড়াইয়া থোবরা পাল্টাইয়া লাইছে!🙂

🥲🙂
14/02/2024

🥲🙂

মতিঝিল আইডিয়ালের ছেলেদের চিনতাম,
মাথায় সাদা টুপি দেখে আর টাকনুর উপরে প্যান্ট দেখে। শুনেছি, তাদের যুহরের সলাত বাধ্যতামূলক পড়তে হয়। এমন স্কুলে এখন নাকি পূজোর আয়োজন হতে যাচ্ছে। খানিকটা অবাক না হয়ে পারলাম না। কি দিন এলো আমাদের মাঝে।

25/05/2023

🙂

23/05/2023
06/05/2023

oooooo Allah, made me strong 🥲

ওপাড়ে-তেই সকল সুখ🙂
06/05/2023

ওপাড়ে-তেই সকল সুখ🙂

06/05/2023

মা'/বুয়া'.?

জন্মের তিন মাস পরেই বাবা রোড এক্সি/ডেন্টে মারা যায়। মা আমাদের দুই ভাই বোনের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেন নাই। আমরা অনেক গরিব ছিলাম। মা দুইটা বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালাতো।

ক্লাস ফোর এর ফাইনাল পরীক্ষায় রোল নাম্বার এক হওয়ার সুবাদে মাকে জড়িয়ে ধরে বলেছিলাম মা গোস্ত দিয়ে ভাত খামু। মা বুকের সাথে জড়িয়ে কেঁদে কেঁদে বললো আচ্ছা বাবা।

সেদিন রাতে ওই বাড়ি থেকে কাজ করে আসার সময় এক বাটি গোস্ত নিয়ে আসেন। রাতে পেট ভরে ভাত খাইছি। পরের দিন ঘুম থেকে উঠেই চিৎকার শুনতে পেলাম চারিদিকে। গিয়ে দেখি যে বাড়ি থেকে মা গোস্ত এনেছে সেই বাড়ির লোক জন মাকে গাছের সাথে বেঁ/ধে চুলগুলো টেনে টেনে মা/রতেছে চোখের সামনে মাকে চোর বলে মা/রতেছে, এতগুলো লোক দাঁড়িয়ে আছে কেউ কিচ্ছু বলে নাই।

আমি দৌড়ে গিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি, সেদিন আমার চিৎকার ও কেউ শুনেনি। রাতে মা আমাকে আর বোনকে জড়িয়ে ধরে অনেকগুলো চুম্মা দিয়েছে, বলেছে বাবা আমাকে ক্ষমা করে দিস। সেদিন রাতেই মা আমাদের ছেড়ে চলে গেছেন। দুই ভাই-বোন এতিমখানা থেকে বড় হয়েছি, আজ আমি ৩০ হাজার টাকা বেতনের চাকরি করি বোনের জামাই ও গভমেন্ট জব করে

জোর গলায় বলতে চাই মা গোস্ত আনি রান্না করে দাও। অথচ মা.!

-আবদুল্লাহ

05/05/2023

.
খাবার খাওয়া নিয়ে বকাঝকা শুনেনি এমন মানুষ বিরল। মার গুতা খেয়েছে অধিকাংশই। খাবারের প্রতি অভিভাবকের দেওয়া এই গুরুত্ব সন্তানের দৈহিক উন্নতির জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে শত-শত ঘটনা পাওয় যাবে খাবারকে কেন্দ্র করে। পক্ষান্তরে,
দ্বীন শিক্ষার জন্য বকাঝকা, মারগুতা খেয়েছে এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। এক্ষেত্রে ক'জনেরই বা অভিজ্ঞতা আছে উল্টাপাল্টা করার জন্য তার অভিভাবকের নিয়মতান্ত্রিক শাসন, বকঝকা কিংবা দিক নির্দেশের। অথচ আত্মিক, মানবিক ও সামাজিক এমনকি নৈতিক যত বিষয়ের সাথে মানুষ সংযুক্ত তার প্রতিটা বিষয়ের শিক্ষা মিলে দ্বীন শিক্ষার মাধ্যমে।

মানুষের দৈহিক উন্নতির পাশাপাশি যদি আত্মীক উন্নতি না হয়, বিবেকবান না হয় তবে তার দৈহিক উন্নতি কি কাজে লাগবে? বর্তমান সমাজের অভিভাবকদের এই চিন্তা-চেতনা লোপ পেয়েছে। পরবর্তী প্রজন্মের কি অবস্থা হতে পারে ভাবলেই গায়ে কাটা দেয়।
আমরা যারা তরুণ তাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি তা আমাদের পরবর্তী প্রজন্মের ওপর আরোপিত হলে তার পরবর্তী প্রজন্ম কোন অবস্থায় যেয়ে উপনীত হবে বা হতে পারে.?

দৈহিক উন্নতি vs আত্মিক উন্নতি
তানভীর স্যার,
০৫/০৫/২৩
৮ টা ২৩ এ.এম.
শুক্রবার

বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে.......!🤍
05/05/2023

বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে.......!🤍

10/04/2023

যাকাতের পরিপূর্ণ হক আদায় করে #যাকাত দেয়না কেউ।
আচ্ছা না দিল!
তাই বলে বিদ্যানন্দকে যাকাত?
বড়ই আশ্চর্যজনক ব্যাপার!
বিধর্মীকে যাকাত দেওয়ার নীতি কোথায় পেলেন?
আচ্ছা দেন আপত্তি নাই।
এক কাজ কইরেন কুরবানির সময় তিনভাগের একভাগ দিয়ে দেইখেন তো নেয় কি-না?
নিবে না, যদি নেয়ও তাহলে তখন ধর্মভিত্তিক বন্টন চলবে। কিন্তু যাকাতের বেলায় সেটা সবাই খাবে।

যাকাত কি ইসলামের ফরজ বিধান না?
তাহলে ইসলামের গণ্ডির বাইরে যেয়ে যাকাত দেওয়া শেখালো কে আপনাকে?
ধর্মনিরপেক্ষ মতবাদ?
তাহলে কুরবানির বেলায় #ধর্মনিরপেক্ষতা কোথায় তোমার চান্দু?
জাতে মাতাল তালে ঠিক? না কক্ষনো না! এটাও ধর্ম নিয়ে বাড়াবাড়ি।

#ধর্ম_নিয়ে_বাড়াবাড়ি_করো_না

😍
27/02/2023

😍

হাসি 💚

🥺
29/10/2022

🥺

গ্রামের মেঠোপথে একদিন,❤️‍🩹কামরুল হাসান
29/10/2022

গ্রামের মেঠোপথে একদিন,❤️‍🩹
কামরুল হাসান

28/10/2022

বাবারা স্বার্থপর
সন্তানের জন্য
বাবারা ব্যাক্কল
সন্তানের জন্য
বাবারা স্বপ্নবাজ
সন্তানের চোখে
বাবারা সুখী
সন্তানের সুখে
বাবারা অসহায়
সন্তানের কাছেই
বাবারা নির্মল
সন্তানের সাথে
বাবারা বটবৃক্ষ
সন্তানের পাশে
বাবারা আহ্বান
চিরায়ত অম্লান
বাবারা যুদ্ধ, দূর্গ
বাবারা ছায়ানীড়
বাবারাই স্বর্গ
😇😊

23/10/2022

বর্ষা গেল ঝড় ফুরোলো শরৎ আসলো বায়
কাশফুলেরাও উড়লো বেদম নীল আকাশের গায়
সাঁঝের বেলার সূর্য এবার সকাল বলায় ডোবে
কৃষাণ মাঠে যাবে কখন হেমন্ত আসবে কবে
মাঠে মাঠে চলরে সবাই সোনালি ধান তোলো
খির-পায়েস জমবে মাগো চুলায় আগুন জ্বালো
মিষ্টি রোদে চাঁদর গায়ে বসরে উঠােনভর
দক্ষিণদ্বারে জ্বালো আগুন কবিতার আসর

✏️Md Tanvir H Tanvi
23.10.22

নিশ্চয়ই তোমার রব তোমাকে সর্বোচ্চ সম্মানিত করবেন🥀🖤
12/10/2022

নিশ্চয়ই তোমার রব তোমাকে সর্বোচ্চ সম্মানিত করবেন🥀🖤

Address

Faridpur
Dhaka

Telephone

+8801945501719

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই প্রেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই প্রেমি:

Share