09/07/2025
সোনাইমুড়ী পারিবারিক বিদ্বেষ থেকে সংঘর্ষ ও যৌন হয়রানির অভিযোগ: গ্রাম্য সালিশ ব্যর্থ, থানায় মামলা দায়ের।
নিজস্ব প্রতিনিধি: সোনাইমুড়ী নোয়াখালী,
নোয়াখালীর একটি গ্রামীণ পরিবারে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া পারিবারিক বিবাদ ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করেছে। শুরুটা ছিল পরিবারের সদস্যদের মধ্যে হালকা উত্তপ্ত বাক্য বিনিময়ে, কিন্তু কিছু দিনের মধ্যে তা গড়ায় চাচী, ভাসুর ছেলে, ভাতিজা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা, উভয় পক্ষের একাধিকবার মধ্যে পারিবারিক শারীরিক সংঘর্ষে। ভাঙচুর, হুমকি-ধামকির পাশাপাশি যৌন হয়রানির অভিযোগও ওঠে, যা পুরো ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তোলে। ভাসুরের ছেলে চাচীকে যৌন হয়রানির অভিযোগে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে বলে জানান।
প্রাথমিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে, বাদীপক্ষ সালিশি রায় না মেনে সরাসরি থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে বিষয়টি নতুন মোড় নেয়। অভিযুক্তদের কেউ কেউ বিষয়টি অস্বীকার করে বলেন, এটি পূর্বপরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয় করার জন্য সাজানো একটি ষড়যন্ত্র।
তবে, বাদী পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে অভিযোগ করেন, “স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসীও পক্ষপাতিত্ব করছে।” তারা দাবি করেন, ভুক্তভোগী হিসেবে তারা ন্যায়বিচার চায়, কোনো আপোষ নয়।
অপরদিকে, এলাকার সাংবাদিক, রাজনৈতিক প্রতিনিধি ও সচেতন মহল বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য উদ্যোগ নিলেও বাদীপক্ষ আইনগত পথে অটল থাকেন।
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, বিষয়টি ব্যক্তিগত পারিবারিক হলেও তা অনাকাঙ্ক্ষিতভাবে সামাজিকভাবে ছড়িয়ে পড়ায় এলাকায় অশান্তি বাড়ছে। অন্যদিকে অনেকে মনে করছেন, নারীর প্রতি হয়রানির ঘটনায় সুবিচার হওয়া উচিত এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা দরকার।
এই ঘটনা থেকে সমাজের শিক্ষা নেওয়া উচিত, পারিবারিক ছোটখাটো দ্বন্দ্ব যদি সময়মতো মীমাংসা না হয়, তবে তা সামাজিক সংকটে রূপ নিতে পারে। তুচ্ছ বিষয়ে বিবাদ, সালিশের ব্যর্থতা এবং আইনি ব্যবস্থার দিকে যাওয়া—সবমিলিয়ে আমাদের পারিবারিক ও সামাজিক কাঠামো আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া জরুরি। প্রশাসন, সমাজপতি ও রাজনৈতিক নেতৃত্ব এ ধরনের ঘটনায় সতর্ক, ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা রইল।
#পারিবারিক_সংঘর্ষ #যৌন_হয়রানি #সামাজিক_অশান্তি #সালিশ_ব্যর্থ #আইনি_ব্যবস্থা #বিচার_প্রত্যাশা #নোয়াখালী #স্থানীয়_সংবাদ #সচেতনতা*