
16/07/2025
সন্তানকে কাজে আগ্ৰহী করে তুলুন, একটা সময় আপনার বড় দায়িত্ব নিতেও ভ'য় পাবে না। তবে সেটা অবশ্যই ভালো কাজে উৎসাহিত করতে হবে। মাশআল্লাহ আমার চার বছরের তাহিরা আমাকে অনেক কাজে সাহায্য করে। আমি আর ওর বাবা সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, যেমন ঘর পরিস্কার করা, খাবার পর ভালো করে হাত ধোঁয়া, বাহিরে থেকে এসে হাত পা ধোঁয়া, কোনোকিছু এলোমেলো হয়ে গেলে ওর সামনেই ঠিক করি, আরো দৈনন্দিন টুকটাক সবকিছু, মাশআল্লাহ আমার মেয়েটা সব আয়ত্তে নিয়েছে, বাসায় ছোট বেবি আছে কেউ আসলে অবাকই হয় ।কারন সব গুছানো থাকে। ওর যখন খেলতে ইচ্ছে করে একগাদা খেলনা নিয়ে বসে, আবার খেলা শেষে সব সুন্দর করে গুছিয়ে রাখে। আর এখন তো আমার পানি এনে দিবে রান্না ঘরে কাজ করলে টুকটাক ফরমাইস দিলে দৌড়ে করে। মাশআল্লাহ ওর ছোটখাটো নিজের কাজগুলো ও নিজেই করে। মাথায় তেল দিয়ে দেয় আমি বমি করলে দৌড়ে বালতি নিয়ে আসে, মাথা মেসেজ করে দেয়। আরো কতো কি,,, মেয়েরা মায়ের সঙ্গী হয় বান্ধবী হয়, আমার মেয়ে আমার দুনিয়া। সবাই দোয়া করবেন আমার মা টার জন্য।