My Dream

My Dream Hey there! Welcome to my Page ......
Assalamu alaikum…. I am Rajiya Sultana.....
I am a content creator…….

05/06/2025

রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো ছেড়ে যায়নি🙂❤️
কারণ মা কখনও ছেড়ে যায় না 🌼
সব সময় পাশে থেকে যায়।.... যার মা নেই সেই শুধু যানে এই অনুভূতি কেমন🌼🥺
ভালোবাসি তোমাকে মা❤️❤️

একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে, তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। যে নারী...
04/06/2025

একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে, তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। যে নারী তার স্বামীর ভালোবাসা পায়, স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে, সেই নারীকে শ্বশুর বাড়ির কেউই অসম্মান করতে পারে না।

বিয়ের পর শ্বশুর বাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী ভালো হওয়াটা জরুরী। সঙ্গী ভালো হলে, শ্বশুর বাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক, তবুও সংসারে টিকে থাকা যায়। তবে সঙ্গী যদি ভালো না হয়, তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটাই কঠিন হয়ে দাঁড়ায় একজন নারীর জন্য।

স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে। সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব, স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে।

বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষদের জন্যই চ্যালেঞ্জের! কেননা তখন মা-বাবা এমনকি স্ত্রীর সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয়! তার মানে এই নয়, একপক্ষকে খুশি করতে অপরপক্ষের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটানো যাবে।

মা-বাবার প্রতি কৃতজ্ঞতাবোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। মা-বাবার কথামতো স্ত্রীকে, কিংবা স্ত্রীর কথামতো মা-বাবাকে কখনোই কষ্ট দেয়া ঠিক নয়। স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন, যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না। শ্বশুর বাড়ির সব পরিস্থিতিতে সবাইকে আপন করে নিতে তাকে ভরসা দিন, তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন।

আসলে শ্বশুর বাড়িতে একজন নারী গুরুত্ব কতটুকু পাবে, তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। কেননা স্বামী যদি ভালোবাসে, স্বামী যদি গুরুত্ব দেয় এবং পাশে থাকে, তবে শ্বশুর বাড়ির অন্য সবাই যেমনই হোক না কেন, একজন নারী অবলীলায় তার এক জীবন পার করে দিতে পারে সেই সংসারে। অন্যথায় একটা দিন টিকে থাকাটাই সেই নারীর জন্য অসম্ভব হয়ে যায়!

most famous and beautiful place 🤍❤️Jumma Mubarak ✨
23/05/2025

most famous and beautiful place 🤍❤️

Jumma Mubarak ✨

22/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

পরিস্থিতি যেমনই হোক সব কিছু মানিয়ে নিয়ে সারাজীবন প্রিয় মানুষটির পাশে থাকার নাম-ই ভালোবাসা🥀❤️🥀
21/05/2025

পরিস্থিতি যেমনই হোক সব কিছু মানিয়ে নিয়ে সারাজীবন প্রিয় মানুষটির পাশে থাকার নাম-ই ভালোবাসা🥀❤️🥀

Big shout out to my newest top fans! 💎Ariya Islam, Midula MimDrop a comment to welcome them to our community,  fans
03/05/2025

Big shout out to my newest top fans! 💎

Ariya Islam, Midula Mim

Drop a comment to welcome them to our community, fans

সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ড. ইউনুস প্রধান উপদেষ্টা হোক এটি সেনাপ্রধান চ...
22/03/2025

সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ড. ইউনুস প্রধান উপদেষ্টা হোক এটি সেনাপ্রধান চায়নি।

আজ এক ভিডিওতে আসিফ মাহমুদ বলেছেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ড. মুহাম্মদ ইউনুস কেন? অন্য কেউ কেন নয়?

সেনাপ্রধান আমাদের বলেছিলেন, ড. ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সেন্ট কিভাবে একটি দেশের উপদেষ্টা হয়?

সেনাপ্রধান আরও বলেছিলেন, আওয়ামী লীগ এই লোককে দেখতেই পারে না। বাংলাদেশে ৩০-৪৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করা উচিত?

সেনাপ্রধান শেষে আমাদেরকে বলল, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।

দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। প্রথম ছবিতে দুয়া করতে। দ্বিতীয় ছবিতে কুরআন পড়তে। আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ ...
08/03/2025

দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। প্রথম ছবিতে দুয়া করতে। দ্বিতীয় ছবিতে কুরআন পড়তে। আর তৃতীয় ছবিতে মুসলমানদের সাথে নামাজ পড়তে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে। এই ছবিগুলো (ভিডিউ'ও আছে) অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই অনেক কিছু ভাবছেন। বলছেন। আসুন হাকীকত জানার চেষ্টা করি।

কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন দেখলাম।
'Thalapathy Vijay in Iftar Party' এই শিরোনামে। প্রশ্ন আসবেই এখন। তবে কি তিনি মুসলিম হয়েছেন? নইলে ইফতার পার্টিতে যাবেন কেন?

'বাংলা টুডে' নামক অনলাইন নিউজ পোর্টালের আরো একটি প্রতিবেদন দেখলাম। শিরোনামটা ছিল এমন...

'মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রমজানে থালাপথি বিজয়ের ইফতার পার্টি ! রাজনীতি নাকি চলচ্চিত্র?'
এবার আসুন, দুটো পয়েন্ট সামনে রেখে মূল পয়েন্টে আগানো যাক।

১.
বিজয়ের ফিল্ম দেখেছে এমন লোকেদের দাবি। এই অভিনেতার একাধিক মুভি এমন আছে যেখানে সে মুসল- মানদেরকে উ'গ্রবাদী/আ'তং'ক'বা'দী হিসেবে উপস্থাপন করেছে। জি'হা'দকে জ'ঙ্গি'বা'দ বলে অভিনয়ে কাজ করেছে সে। ধর্মীয় মুসলমানরা জ'ঙ্গি। আর পাকিস্তানকে একটি স'ন্ত্রা'সী রাষ্ট্র বলে কটাক্ষও করেছে অনেক মুভিতে। ফিল্মে তার এমন কাজ অসংখ্য। ২০২২ সালেও তার একটা মুভি কুয়েত'সহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয় এই এক কারণে। মি'থ্যা দাবি ও ক'ট্ট'র হি'ন্দু'ত্ব'বাদের জায়গা থেকে ইসলামকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো ভারতীয় ফিল্মে কমন ব্যাপার। এসব আমরাও জানি। বিজয় সেসবের বিরাট অংশীদার। তাহলে ফিল্মে এতোটা সাধু সাজার সুযোগ নেই। চলচ্চিত্রের কথা বাদ দিলে অপশন এখন একটাই।

২. রাজনীতি। হ্যাঁ রাজনীতি।
[গতকাল ৭ মার্চ, ২০২৫ সাল। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ এলাকায় YMCA মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপথি বিজয়। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। এই ইফতার অনুষ্ঠানে প্রায় ৩,০০০ মানুষ অংশ নিয়েছিলেন, যেখানে বিজয় নিজেও রোজা রাখা এবং নামাজ আদায়ের মাধ্যমে ইসলামিক রীতি অনুসরণ করেছেন।' ভারতীয় একাধিক পত্রিকা এই তথ্যটি নিশ্চিত করেছে।] 'বাংলা টুডে'র প্রতিবেদন থেকে।

আসল ঘটনা:
রাজনৈতিক নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে (তামিলাগা ভেত্ত্রি কাজাগাম-TVK) এর উদ্যোগে বিজয় নিজেই ধর্মব্যবসা করার জন্য এই ইফতার পার্টি করেছিলেন। ৩০০০ মুসলমান মানুষকে খাওয়ালেন। আগামী নির্বাচনে ভোট নিতে একটু সাধু সাজলেন। এই আরকি।

কী নিখুঁতভাবে দুয়া,দরুদ,নামাজ ও কুরআন পড়ার অভিনয় করল লোকটা ভাবা যায়? এদিকে আপনারা তাঁর ইসলাম গ্রহণ করা নিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেইসবুকে পোস্ট করতেছেন। মুসলিমদের ভোট নিতে এমন সব অভিনয় বাস্তব জীবনেও করা যায় সেটা এই অভিনেতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ধিক্কার জানাই মুসলিমদের আবেগ নিয়ে খেলা করার জন্য।


©️ ালাপতিভিজী

Only punishment of ra**st
08/03/2025

Only punishment of ra**st

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when My Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share