তালবিয়া প্রকাশন

তালবিয়া প্রকাশন প্রকাশের চর্চায় ঐতিহ্যের ধারা
(1)

আজকের হতাশাগ্রস্থ, ভয়াল, নিকষ বিশ্বসভ্যতার পেছনেই লুকিয়ে আছে আগামীকালের সত্য ও সুন্দরের প্রদীপ্ত সূর্য। আমার তো মনে হয়-স...
02/11/2025

আজকের হতাশাগ্রস্থ, ভয়াল, নিকষ বিশ্বসভ্যতার পেছনেই লুকিয়ে আছে আগামীকালের সত্য ও সুন্দরের প্রদীপ্ত সূর্য। আমার তো মনে হয়-সারাবিশ্বের তাবৎ সেক্যুলাররা একদিন আফসোসে ঠোঁট কামড়াবে আর বলবে, 'হায়! কেন ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? ওরা তো আমাদের কারণেই সফলতার শীর্ষে চলে গেলো।'

তাই প্রতিটি বাধার দেয়ালকে আমাদের প্রজ্ঞা, সৎকর্ম, ভালোবাসা এবং আল্লাহর সাহায্য দিয়ে আলোকিত দরজায় পরিণত করতে হবে। এই প্রেক্ষাপটে নিজেকে সুরভিত গোলাপ আর পূর্ণিমার চাঁদের মতোই পবিত্র রেখে হতাশ ও জরাগ্রস্থ পৃথিবীর সামনে তুলে ধরতে হবে সুমহান ইসলামকে। সে জন্য আধুনিক যুবমানসকে অধ্যয়ন করে অনিন্দ্যসুন্দর ভাষা, হৃদয়স্পর্শী আবেগ আর সুনিপুণ যুক্তিতে তুলে ধরতে হবে ইসলামকে।

জাগোবীর নয়া শতাব্দীর
অধ্যায় -এসো! দেয়ালকে দরোজা বানাই
৮৬ পৃষ্ঠা থেকে উদ্ধৃত

📚 কবি গোলাম মোস্তফা: বাংলা সীরাত সাহিত্যের অনন্য পুরোধাবাংলা সাহিত্যজগতে সীরাতচর্চার ইতিহাসে যে নামটি এক আলোকবর্তিকা—তিন...
01/11/2025

📚 কবি গোলাম মোস্তফা: বাংলা সীরাত সাহিত্যের অনন্য পুরোধা

বাংলা সাহিত্যজগতে সীরাতচর্চার ইতিহাসে যে নামটি এক আলোকবর্তিকা—
তিনি মৌলভী কবি গোলাম মোস্তফা।

ইসলামী ভাবধারায় সাহিত্য সৃজনে তাঁর প্রভাব ও জনপ্রিয়তা আজও সমান উজ্জ্বল।
তাঁর কলমে নবীপ্রেম, আধ্যাত্মিক অনুরাগ ও ঐতিহাসিক সত্য এক অপূর্ব সেতুবন্ধনে মিশে গেছে—যা যুগের পর যুগ পাঠকের হৃদয় ছুঁয়ে আসছে।

তালবিয়া প্রকাশন তাদের “চিরায়ত সীরাত” প্রকল্পের অংশ হিসেবে নবপ্রজন্মের পাঠকদের হাতে ফিরিয়ে এনেছে এই কিংবদন্তি কবির তিনটি কালজয়ী সৃষ্টি—

🌿 বিশ্বনবী ﷺ — নবীজীর জীবন ও আদর্শের কাব্যধর্মী এক মাইলফলক,
যেখানে জন্ম থেকে বিদায় হজ্জ পর্যন্ত নবীজীর পূর্ণ জীবনচিত্র হৃদয়স্পর্শী ভাষায় ফুটে উঠেছে।

🌿 হযরত আবুবকর (রা.) — ইসলামের প্রথম খলিফার সংগ্রামী, সৎ ও অনুপ্রেরণাদায়ী জীবনের কাব্যময় রূপায়ণ,
যা নববী আদর্শে জীবন গড়ার এক অনুপম পাঠ।

🌿মরু-দুলাল— নবীজীর জীবন ও আদর্শ সম্বলিত এক অনন্য সীরাত গ্রন্থ।

এই বইগুলো শুধু ইতিহাস নয়—
এগুলো বিশ্বাস, ভালোবাসা ও প্রেরণার এমন এক ধারাবাহিকতা,
যা আমাদের বারবার ফিরিয়ে নেয় সেই সোনালি যুগের আলোয়।

🕊️ শতাধিক মুদ্রণে, অগণিত পাঠকের ভালোবাসায় অমর হয়ে থাকা এই তিন গ্রন্থ
আজ আবার ফিরে এসেছে নতুন সাজে, তালবিয়া প্রকাশনের যত্নে ও ভালোবাসায়।

এখনই সংগ্রহ করুন নবপ্রকাশিত সংস্করণগুলো—
‘বিশ্বনবী’, ‘হযরত আবুবকর’, ও 'মরু-দুলাল'

অর্ডার লিঙ্ক👉 https://rkmri.to/KFLNW26IL95A

গ্রন্থটির বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক সত্যকে সাহিত্যের আবেগ ও আধ্যাত্মিকতার অনুরাগে পাঠকের হৃদয়ে নবীপ্রেম জাগাতে সক্ষম হয়েছে।...
29/10/2025

গ্রন্থটির বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক সত্যকে সাহিত্যের আবেগ ও আধ্যাত্মিকতার অনুরাগে পাঠকের হৃদয়ে নবীপ্রেম জাগাতে সক্ষম হয়েছে। বিশ্বনবী শুধু নবী মুহাম্মদ এর জীবনী নয়, বরং এটি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তাইতো আমরা দেখি বিশ্বনবী পাঠে মুগ্ধতা জানিয়েছেন আলেমওয়ালামা পীরমাশায়েখ মুসলিম অমুসলিম বিদগ্ধ বহু বিদ্বান মানুষজন।

মুদ্রিত মূল্য - ৬৬৬ টাকা
ছাড় মূল্য - ৩৬৬ টাকা

বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে চলেছে এক ধরনের পুজা। এদেশে রবীন্দ্র সাহিত্যের চেয়ে রবীন্দ্রনাথ বেশি আলোচিত হয়ে থাকেন। প্রমা...
21/10/2025

বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে চলেছে এক ধরনের পুজা। এদেশে রবীন্দ্র সাহিত্যের চেয়ে রবীন্দ্রনাথ বেশি আলোচিত হয়ে থাকেন। প্রমাণ করার চেষ্টা চলেছে, বাংলাদেশে জাতীয় চেতনার উৎস হলেন রবীন্দ্রনাথ। একথা ঠিক, পাকিস্তান আমলে রবীন্দ্র সঙ্গীতের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল রবীন্দ্র সাহিত্য পঠন ও পাঠনের ওপর। এদেশের মানুষ করেছিল যার প্রতিবাদ। কিন্তু তাই বলে বলা যায় না যে, রবীন্দ্রনাথ ছিলেন আমাদের জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু। কারণ, রবীন্দ্র সাহিত্যে এমন কিছু নেই যে, তা বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে অনুপ্রাণিত করতে পারে একটা পৃথক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়।

(উৎস : রবীন্দ্র ভাবনা - এবনে গোলাম সামাদ)

তাফহীমের জন্য দুআইসলামী বইমেলা ২০২৫ তালবিয়ার স্টলে সুন্দর সময় দিয়েছে।
21/10/2025

তাফহীমের জন্য দুআ
ইসলামী বইমেলা ২০২৫ তালবিয়ার স্টলে সুন্দর সময় দিয়েছে।

মরু দুলাল লেখক : গোলাম মোস্তফা পৃষ্ঠা - ১৫১মূদ্রিত মূল্য- ৩১৩ টাকা ছাড় মূল্য - ১৭০ টাকা
16/10/2025

মরু দুলাল
লেখক : গোলাম মোস্তফা
পৃষ্ঠা - ১৫১
মূদ্রিত মূল্য- ৩১৩ টাকা
ছাড় মূল্য - ১৭০ টাকা

"জ্ঞানচর্চার মাধ্যমে যৌবন উপভোগ"عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُهُ كُلَّهُ فِي لَي...
14/10/2025

"জ্ঞানচর্চার মাধ্যমে যৌবন উপভোগ"

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُهُ كُلَّهُ فِي لَيْلَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ : إِنِّي أَخْشَى أَنْ يَطُولُ عَلَيْكَ الزَّمَانُ وَأَنْ تَمَلَّ فَاقْرَأَهُ فِي شَهْر فَقُلْتُ: دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: فَاقْرَأْهُ فِي عَشْرَةٍ قُلْتُ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي، قَالَ: فَاقْرَأْهُ فِي سَبْعِ .

قُلْتُ: دَعْنِي أَسْتَمْتِعُ مِنْ قُوَّتِي وَشَبَابِي، فَأَبَى.

আব্দুল্লাহ ইব্‌ন আমরা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কুরআন মুখস্থ করেছি যা প্রতি রাতে সম্পূর্ণ তিলাওয়াত করতাম। রাসূলুল্লাহ বলেন, আমার আশংকা যে, তুমি দীর্ঘজীবী হবে এবং বার্ধক্যে দুর্বল হয়ে পড়বে। অতএব তুমি মাসে একবার কুরআন খতম করো। আমি বললাম, আমাকে আমার শক্তিমত্তা ও যৌবনকে উপভোগ করতে দিন। তিনি বললেন, তাহলে প্রতি দশ দিনে একবার খতম করো। আমি বললাম, আপনি আমাকে আমার শক্তিমত্তা ও যৌবনকে উপভোগ করতে দিন। তিনি বললেন, তাহলে প্রতি সাত দিনে একবার খতম করো। আমি বললাম, আমার শক্তিমত্তা ও যৌবনকে উপভোগ করতে দিন। তখন তিনি তা প্রত্যাখ্যান করলেন।
)সুনানে ইবনে মাজাহ, সালাত প্রতিষ্ঠা ও নিয়ম-কানুন ) كتاب إقامة الصلاة والسنة(, পরিচ্ছেদ: কত দিনে কুরআন খতম করা মুস্তাহাব ) تاب في كُمْ يُسْتَحَبُّ يُختم القرآن(, হাদীস নং ১৩৪৬।

"হাদিস থেকে শিক্ষা"

১. সাধারণত যুবকরা দুনিয়ার খেল-তামশা, হাসি-আনন্দ, হৈ-হুল্লড় করে যৌবন অতিবাহিত করতে চায় তার বিপরীতে আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আসস্ত্র রাসূলুল্লাহ-এর কাছে যে পদ্ধতিতে যৌবনকে উপভোগ করার অনুমতি চেয়েছিলেন তা ছিল সত্যিই অভিনব। তিনি বেশি বেশি কুরআন খতম করার মধ্যে যৌবনের শক্তিমত্তা ব্যয় করতে চেয়েছিলেন।
২. সাহাবীগণ কুরআন খতম করার জন্য খুবই ব্যাকুল থাকতেন। কেননা মুমিন ব্যক্তির কাছে কুরআনের চেয়ে মূল্যবান কোনো সম্পদ নেই। এজন্য নিজের জীবনকে কুরআনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাখা ছিল তাঁদের জীবনের অভীষ্ট লক্ষ্য।
৩. মানুষের দীর্ঘায়ু লাভ ও বৃদ্ধ বয়সে শারীরিক সুস্থতার ক্ষেত্রে যৌবনের প্রভাব অনস্বীকার্য। শৈশব মানুষের শারীরিক ও অন্যান্য শক্তি গঠনের সময়। যৌবনে সেশক্তি ব্যয় ও বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের সময়।৪. ইসলামের বিধি-বিধান দুনিয়া ও আখিরাতের চমৎকার সমন্বয় সাধনের ভিত্তিতে প্রণীত হয়েছে। এখানে দুনিয়াকে বাদ দিয়ে শুধুমাত্র আখিরাতকে গ্রহণ করা হয়নি আবার আখিরাতের চেতনাবিহীন দুনিয়াকে মূল্যায়ন করা হয়নি।
৫. মুমিনের কাজে ভারসাম্য থাকা জরুরী। ভারসাম্যের জন্য মধ্যমপন্থাই উত্তম। যাতে কিছু কাজ অতিমাত্রাই করা আবার কিছু কাজ একেবারেই বাদ না যায়।

কবি গোলাম মোস্তফা বাংলা সাহিত্যে মুসলিম রেঁনেসার কবি নামে পরিচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে গোলাম মোস্তফা এক স্মরণীয় ব্যক্...
13/10/2025

কবি গোলাম মোস্তফা বাংলা সাহিত্যে মুসলিম রেঁনেসার কবি নামে পরিচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে গোলাম মোস্তফা এক স্মরণীয় ব্যক্তিত্ব। আধুনিক বাংলাসাহিত্যে ইসলামী ভাবধারার সাহিত্য রচনায় রয়েছে তাঁর বিশেষ কৃতিত্ব। বাঙ্গালী মুসলমানের জাতীয় জাগরণ তাঁর সাহিত্যেকর্মের মূল উদ্দেশ্য।

কবি গোলাম মোস্তফা একাধারে গবেষক,অনুবাদক ও শিক্ষাবিদ ছিলেন,তবে কবি হিসেবেই তাঁর মুখ্য পরিচয় ছিল। রক্তরাগ (১৯২৪), খোশরোজ (১৯২৯), কাব্য-কাহিনী (১৯৩২), সাহারা (১৯৩৬), হাস্নাহেনা (১৯৩৮), বুলবুলিস্তান (১৯৪৯), তারানা-ই-পাকিস্তান (১৯৫৬), বনিআদম (১৯৫৮), গীতিসঞ্চালন (১৯৬৮) ইত্যাদি তাঁর মৌলিক কাব্য এবং মুসাদ্দাস-ই-হালী (১৯৪১), কালামে ইকবাল (১৯৫৭), শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০) অনুবাদকাব্য।

এছাড়া, তিনি প্রকাশ করেন ‘নওবাহার’ নামে একটি সচিত্র মাসিক পত্রিকা। পত্রিকার ‘উদ্দেশ্য’ শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়েছিল : "আমাদের তহজীব ও তমুদ্দনের রূপায়ণ হইবে ‘নওবাহারের’ অন্যতম লক্ষ্য। যা বাঙ্গালী মুসলমানের বুদ্ধিবৃত্তিক বিকাশে শক্তিশালী প্রভাব রেখেছিল।

পাশাপাশি, তিনি আল-কুরআনও (১৯৫৮) অনুবাদ করেন। তাঁর গদ্যরচনার মধ্যে বিশ্বনবী (১৯৪২), ইসলাম ও কমিউনিজম (১৯৪৬), ইসলাম ও জেহাদ (১৯৪৭), আমার চিন্তাধারা (১৯৫২), পাকিস্তানের রাষ্ট্রভাষা ইত্যাদি প্রধান। কবি গোলাম মোস্তফার বিশ্বনবী গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এতে তিনি হযরত মুহাম্মদ (স.)-কে ঐতিহাসিক মহামানব হিসেবে মূল্যায়ন করেছেন।

কবি গোলাম মোস্তফার সমকালে রুশ বিপ্লবের মাধ্যমে বিশ্বব্যাপী কমিউনিজম ব্যাপক প্রভাব বিস্তার করে। এর প্রভাব ভারতীয় উপমহাদেশেও পড়ে। এতে অনেক তরুণ বাঙালি মুসলিম মার্কসবাদ-লেলিনবাদের কমিউনিজম আদর্শে উজ্জীবিত হয়ে উঠে। এ প্রেক্ষাপটে গোলাম মোস্তফা ইসলাম ও কমিউনিজম নামে একটি রাজনৈতিক গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি অত্যন্ত দক্ষতার সাথে মার্কসবাদ ও লেলিনবাদের অসারতা প্রমাণ করেছেন। পাশাপাশি ইসলামই যে মুক্তির একমাত্র পথ সে কথাও তিনি তুলে ধরেছেন।

১৩ অক্টোবর, ১৯৬৪ সালে কবি গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। আজ তার ৬১ তম মৃত্যুবার্ষিকী।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, কবি গোলাম মোস্তফা রচিত "বিশ্বনবী" সম্বন্ধে অভিমত. - “মৌলভী গোলাম মোস্তফা কবিররূপে সুপরিচিত। তা...
12/10/2025

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, কবি গোলাম মোস্তফা রচিত "বিশ্বনবী" সম্বন্ধে অভিমত.

- “মৌলভী গোলাম মোস্তফা কবিররূপে সুপরিচিত। তাঁহার নব অবদান 'বিশ্বনবী'। বলা বাহুল্য, ইহা বিশ্বনবী হযরত মুহম্মদের (সঃ) একটি সুচিন্তিত প্রায় ৫০০ পৃষ্ঠাব্যাপী জীবনচরিত। এই গ্রন্থকার আঁ-হযরত সম্বন্ধে তাঁহার দীর্ঘকালের গভীর চিন্তা ও গবেষণার সুষ্ঠু পরিচয় দিয়াছেন। আমরা এই পুস্তকখানিতে গোলাম মোস্তফা সাহেবকে একজন মোস্তফা-ভক্ত দার্শনিক ও ভাবুকরূপে পাইয়া বিস্মিত ও মুগ্ধ হইয়াছি। ভাষা, তথ্য ও দার্শনিকতার দিক হইতে গ্রন্থখানি অতুলনীয় হইয়াছে।”

গোলাম মোস্তফা সীরাত সমগ্র তালবিয়া প্রকাশন
11/10/2025

গোলাম মোস্তফা সীরাত সমগ্র
তালবিয়া প্রকাশন

আলহামদুলিল্লাহ্ আজকের ইসলামী বইমেলা সাদেক কায়েমের নেতৃত্বে ডাকসু টিম!বিশ্বনবী | গোলাম মোস্তফা তালবিয়া প্রকাশন | স্টল ১০২
09/10/2025

আলহামদুলিল্লাহ্
আজকের ইসলামী বইমেলা
সাদেক কায়েমের নেতৃত্বে ডাকসু টিম!

বিশ্বনবী | গোলাম মোস্তফা
তালবিয়া প্রকাশন | স্টল ১০২

সময়কে যিনি বদলে দিয়েছিলেনইতিহাসে একজন মাত্র মানুষ আছেন, যিনি শুধু তাঁর যুগকে নয়, পুরো পৃথিবীর ভবিষ্যতকে বদলে দিয়েছেন। তি...
09/10/2025

সময়কে যিনি বদলে দিয়েছিলেন
ইতিহাসে একজন মাত্র মানুষ আছেন, যিনি শুধু তাঁর যুগকে নয়, পুরো পৃথিবীর ভবিষ্যতকে বদলে দিয়েছেন। তিনি হলেন মুহাম্মদ ﷺ।
কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’ নবিজি ﷺ এর অসাধারণ যাত্রার গল্প। প্রতিটি অধ্যায় এখানে সাজানো হয়েছে কাব্যধর্মী গদ্যে। পাশাপাশি রয়েছে প্রশ্ন ও সংশয়ের স্পষ্ট জবাব, যাতে পাঠক সত্যকে সহজে বুঝতে পারেন। এই বই শুধু একটি জীবনী নয়— এটি দেখাবে, কেমন করে একজন মানুষ ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন।
যদি জানতে চান কীভাবে সত্য ও ন্যায় পৃথিবীকে বদলে দিয়েছিল, তবে ‘বিশ্বনবী’ আপনার জন্য সেরা সঙ্গী।

বিশ্বনবী
লেখক : গোলাম মোস্তফা
প্রকাশনী : তালবিয়া প্রকাশন
লিংক- https://www.wafilife.com/bissonobi/dp/1370577

Address

৩৪ নর্থব্রক হলরোড ( মাদ্রাসা মার্কেট ২য় তলা) বাংলাবাজার
Dhaka
1100

Telephone

+8801778492519

Website

Alerts

Be the first to know and let us send you an email when তালবিয়া প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তালবিয়া প্রকাশন:

Share

Category