Darul Falah

Darul Falah ওহির রঙে রঙিন হোক আমাদের ভুবন!

আসছে দুআ বিশ্বকোষ বইয়ের আরবি উচ্চারণসহ পরিমার্জিত সংস্করণ। সংগ্রহ করুন যেকোনো অনলাইন শপ থেকে। এছাড়াও বইটি পাওয়া যাচ্ছে ব...
18/09/2025

আসছে দুআ বিশ্বকোষ বইয়ের আরবি উচ্চারণসহ পরিমার্জিত সংস্করণ।

সংগ্রহ করুন যেকোনো অনলাইন শপ থেকে। এছাড়াও বইটি পাওয়া যাচ্ছে বায়তুল মুকাররাম আন্তর্জাতিক বইমেলায় সন্দীপন স্টলে। স্টল নাম্বারঃ ৯০-৯১
কিতাবটির বৈশিষ্ট্য :
১. বইটিতে দুআ ও শিরোনামগুলো রঙিন হরফে দেওয়া হয়েছে। পাঠক দেখামাত্রই বুঝে যাবেন, কোনটি দুআ। এতে আমল করা ও মনে রাখা সহজ হবে ইন-শা-আল্লাহ।
২. দুআর আদব, দুআ কবুলের স্থান ও সময়, দুআ কবুল না হওয়ার কারণ-সহ সামগ্রিক বিষয় এতে স্থান পেয়েছে।
৩. প্রতিটি দুআর সাথে রয়েছে প্রেক্ষাপট। এতে করে দুআটি কোন উদ্দেশ্যে এবং কোন ঘটনাকে সামনে রেখে নবি সা. বর্ণনা করেছেন, সেটা জানা যাবে।
৪. বিপদ-মুসিবত, ডিপ্রেশন, ক্যারিয়ার-সহ জীবনঘনিষ্ঠ প্রচুর দুআ উল্লেখ করা হয়েছে। জীবন চলার পথে বইটি গাইডলাইন হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৫. কোন কোন পদ্ধতিতে দরুদ পড়া যায়, কোন সূরার কী ফজিলত রয়েছে, কোন কোন মাসে কী কী মাসনুন আমল করতে হয়, ইত্যাদি বিষয় হাদীস থেকে উল্লেখ করা হয়েছে।
৬. বিভিন্ন আমলের পাশাপাশি রয়েছে মাসনুন ওজিফা। প্রিয়নবি সা. কোন সময়ে কোন ওজিফা পালন করতেন, সেটিও বর্ণনা করা হয়েছে সহীহ হাদীসের আলোকে।
৭. বইটির আরবি ও বাংলা ফন্ট সবার জন্যেই পাঠসাধ্য।
৮. পুরো বইতে প্রায় ১২০০ দুআ ও যিকির রয়েছে। যাকেরীনদের জন্যে এটি একটি বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৯. তিনটি ক্ল্যাসিক্যাল বই সামনে রেখে বিশ্বকোষটি সংকলন করা হয়েছে। ইমাম নববির “আল-আযকার”, ইবনুল জাযারির “হিসনে হাসীন” এবং সাঈদ আল-কাহতানির “আদ-দুআ ওয়ায যিকির ওয়াল ইলাজ বির রুকা”। রাহিমাহুমুল্লাহ। এছাড়া কাজ করতে গিয়ে আরোও প্রায় ২৮-৩০ টি প্রন্থের সহায়তা নেয়া হয়েছে।
………….
বই- দুআ বিশ্বকোষ (মুমিন জীবনের প্রয়োজনীয় সকল দুআ, যিকির, আমল ও মাসনুন ওজিফার সংকলন)
লেখক- ইমাম নববি, ইমাম মুহাম্মাদ ইবনুল জাযারি শাফেঈ, শাইখ সাঈদ ইবনু আলি কাহতানি রাহিমাহুমুল্লাহ
অনুবাদ ও সংকলন- মুফতী আবদুল্লাহ জোবায়ের
সম্পাদনা- দারুল ফালাহ সম্পাদনা পরিষদ
মোট পৃষ্ঠা- ৬৭০ (দুই কালার)
সর্বোচ্চ খুচরা মূল্য- ৯০০ টাকা

11/09/2025
প্রকাশিতব্য 'যাদুল মাআদ' বই থেকে,
21/08/2025

প্রকাশিতব্য 'যাদুল মাআদ' বই থেকে,

'জীবনকে কাজে লাগান' বইটি এমনই সব দিন, মাসের সমষ্টি নিয়ে লেখা। ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.)-এর 'লাতায়িফুল মাআরিফ' এর সংক্ষ...
16/08/2025

'জীবনকে কাজে লাগান' বইটি এমনই সব দিন, মাসের সমষ্টি নিয়ে লেখা। ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.)-এর 'লাতায়িফুল মাআরিফ' এর সংক্ষিপ্তস্বার। এর পাতায় পাতায় ছড়িয়ে আছে মহান রবের জন্যে বছরের বারোটি মাস কীভাবে নিবেদিত করা যায়, তারই নমুনা। বারো মাসের করণীয়-বর্জনীয়, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক আমল, সেগুলোর দলিল-ভিত্তিক আলোচনা—সব মিলিয়ে ইবাদাত-বন্দেগির এক চমৎকার নির্দেশিকা ‘জীবনকে কাজে লাগান’।
সবগুলো বইয়ের ছাড়মূল্যসহ তালিকা দেখুন- https://tinyurl.com/3bu3d6aw
সেরা ছাড়ের এই অফারটি চলবে ১১-২০শে আগস্ট পর্যন্ত।

হিফজের জন্য উপযুক্ত — ‘হাফেজী কুরআন মাজীদ’সব কুরআন হিফজের উপযোগী নয়। অথচ বাংলাদেশের বহু হিফজখানায় এখনো অনুন্নত প্রিন্ট ও...
15/08/2025

হিফজের জন্য উপযুক্ত — ‘হাফেজী কুরআন মাজীদ’
সব কুরআন হিফজের উপযোগী নয়। অথচ বাংলাদেশের বহু হিফজখানায় এখনো অনুন্নত প্রিন্ট ও সাধারণ মুদ্রণের কুরআন দিয়ে হিফজ করানো হয় যেখানে নেই সঠিক ওয়াকফ, স্পষ্টতা কিংবা আয়াতে মুতাশাবিহাতের আলাদা নির্দেশনা। অথচ হিফজ তো এমনই একটি মর্যাদাপূর্ণ ও সূক্ষ্ম কাজ, যেখানে প্রতিটি বর্ণ, বিরতি ও মিল খেয়াল রাখা অপরিহার্য।
‘হাফেজী কুরআন মাজীদ’ বইটি হিফজ শিক্ষার্থীদের জন্য এক আদর্শ সংযোজন। এতে রয়েছে রঙিনভাবে চিহ্নিত ওয়াকফ ও ইবতিদা, আয়াতে মুতাশাবিহাতের স্পষ্ট আলাদা নির্দেশনা, পরিষ্কার টাইপোগ্রাফি ও সহজপাঠ্য লেআউট যা একজন হাফেজের মনে আয়াত সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখে। কালার কোডিংয়ের মাধ্যমে মিলযুক্ত আয়াত আলাদা করে শনাক্ত করা সহজ হয়েছে। এই সংস্করণটি শুধু কুরআন নয়, একজন হাফেজের উপযুক্ত সহযাত্রী।
আপনার শিশু, ছাত্র কিংবা মাদরাসার জন্য উপযুক্ত হিফজ কুরআন খুঁজছেন? এখনই সংগ্রহ করুন ‘হাফেজী কুরআন মাজীদ’।
সবগুলো বইয়ের ছাড়মূল্যসহ তালিকা দেখুন- https://tinyurl.com/3bu3d6aw
সেরা ছাড়ের এই অফারটি চলবে ১১-২০শে আগস্ট পর্যন্ত।

দুআ মুমিনের হাতিয়ার। হাতিয়ার যত শক্তিশালী হবে, মুমিন ততবেশি নিরাপদ থাকবে। দুআই পারে তাকদিরকে পাল্টে দিতে। দুআর মাধ্যমেই ...
14/08/2025

দুআ মুমিনের হাতিয়ার। হাতিয়ার যত শক্তিশালী হবে, মুমিন ততবেশি নিরাপদ থাকবে। দুআই পারে তাকদিরকে পাল্টে দিতে। দুআর মাধ্যমেই আসে সফলতা। ইহকালে ও পরকালে কামিয়াব হওয়ার জন্যে দুআর কোনো বিকল্প নেই।
কিন্তু কোন শব্দ দিয়ে আমরা আল্লাহর কাছে দুআ করব? কোন বাক্য দিয়ে তাঁর প্রশংসা করব? কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন? কোন শব্দগুলো দিয়ে দুআ করলে ফেরেশতারাও ‘আমিন-আমিন’ বলবেন?
এইসব প্রশ্নের সমাধান সমাধান পাবেন “দুআ বিশ্বকোষ” বইটিতে। বইটিতে দুআ ও যিকিরের পাশাপাশি রয়েছে বিভিন্ন আমল, ওজিফা, দরুদ ও ফজিলতের এক বিশাল ভাণ্ডার। রঙিন হরফ, আরবি ইবারত ও সহজ অনুবাদে দুআগুলো আনা হয়েছে। নবীন-প্রবীণ সব পাঠকের জন্যেই বইটি উপকারী হবে ইন-শা-আল্লাহ।
কিতাবটির বৈশিষ্ট্য :

১. বইটিতে দুআ ও শিরোনামগুলো রঙিন হরফে দেওয়া হয়েছে। পাঠক দেখামাত্রই বুঝে যাবেন, কোনটি দুআ। এতে আমল করা ও মনে রাখা সহজ হবে ইন-শা-আল্লাহ।
২. দুআর আদব, দুআ কবুলের স্থান ও সময়, দুআ কবুল না হওয়ার কারণ-সহ সামগ্রিক বিষয় এতে স্থান পেয়েছে।
৩. প্রতিটি দুআর সাথে রয়েছে প্রেক্ষাপট। এতে করে দুআটি কোন উদ্দেশ্যে এবং কোন ঘটনাকে সামনে রেখে নবি সা. বর্ণনা করেছেন, সেটা জানা যাবে।
৪. বিপদ-মুসিবত, ডিপ্রেশন, ক্যারিয়ার-সহ জীবনঘনিষ্ঠ প্রচুর দুআ উল্লেখ করা হয়েছে। জীবন চলার পথে বইটি গাইডলাইন হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৫. কোন কোন পদ্ধতিতে দরুদ পড়া যায়, কোন সূরার কী ফজিলত রয়েছে, কোন কোন মাসে কী কী মাসনুন আমল করতে হয়, ইত্যাদি বিষয় হাদীস থেকে উল্লেখ করা হয়েছে।
৬. বিভিন্ন আমলের পাশাপাশি রয়েছে মাসনুন ওজিফা। প্রিয়নবি সা. কোন সময়ে কোন ওজিফা পালন করতেন, সেটিও বর্ণনা করা হয়েছে সহীহ হাদীসের আলোকে।
৭. বইটির আরবি ও বাংলা ফন্ট সবার জন্যেই পাঠসাধ্য।
৮. পুরো বইতে প্রায় ১২০০ দুআ ও যিকির রয়েছে। যাকেরীনদের জন্যে এটি একটি বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৯. তিনটি ক্ল্যাসিক্যাল বই সামনে রেখে বিশ্বকোষটি সংকলন করা হয়েছে। ইমাম নববির “আল-আযকার”, ইবনুল জাযারির “হিসনে হাসীন” এবং সাঈদ আল-কাহতানির “আদ-দুআ ওয়ায যিকির ওয়াল ইলাজ বির রুকা”। রাহিমাহুমুল্লাহ। এছাড়া কাজ করতে গিয়ে আরোও প্রায় ২৮-৩০ টি প্রন্থের সহায়তা নেয়া হয়েছে।
………….
বই- দুআ বিশ্বকোষ (মুমিন জীবনের প্রয়োজনীয় সকল দুআ, যিকির, আমল ও মাসনুন ওজিফার সংকলন)
লেখক- ইমাম নববি, ইমাম মুহাম্মাদ ইবনুল জাযারি শাফেঈ, শাইখ সাঈদ ইবনু আলি কাহতানি রাহিমাহুমুল্লাহ
অনুবাদ ও সংকলন- মুফতী আবদুল্লাহ জোবায়ের
সম্পাদনা- দারুল ফালাহ সম্পাদনা পরিষদ
সবগুলো বইয়ের ছাড়মূল্যসহ তালিকা দেখুন- https://tinyurl.com/3bu3d6aw
সেরা ছাড়ের এই অফারটি চলবে ১১-২০শে আগস্ট পর্যন্ত।

“আল-কুরআন: তাদাব্বুর ও আমল” একটি পূর্ণাঙ্গ, সুসংগঠিত ও বিশেষায়িত পাঠ্যপদ্ধতি, যা কুরআনুল কারিমের তাদাব্বুর ও তার ওপর আমল...
13/08/2025

“আল-কুরআন: তাদাব্বুর ও আমল” একটি পূর্ণাঙ্গ, সুসংগঠিত ও বিশেষায়িত পাঠ্যপদ্ধতি, যা কুরআনুল কারিমের তাদাব্বুর ও তার ওপর আমল করার প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে—আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ-এর পন্থা অনুসরণ করে।
এই বইটি শুধুমাত্র কুরআনের অনুবাদ নয়— কুরআনের অর্থ-মর্ম অনুধাবন, আয়াতসমূহ নিয়ে তাদাব্বুর ও গভীর চিন্তা-ফিকির এবং কুরআন থেকে প্রয়োজনীয় শিক্ষা, নির্দেশনা ও করণীয় আহরণের এক সমৃদ্ধ সহায়িকা ও সুবিন্যস্ত পরিবেশনা। প্রত্যেকটি আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য, প্রেক্ষাপট এবং শিক্ষা পাঠকের হৃদয়ে গভীরভাবে গেঁথে দেওয়ার লক্ষ্যে রচিত হয়েছে এ গ্রন্থটি। এখানে রয়েছে:

১. সরল ও সাবলীল ভাষায় আয়াতের অনুবাদ
২. নির্বাচিত আরবি শব্দের অর্থ ও ব্যাখ্যা
৩. তাফসীরে ইবনে কাসীর থেকে সুসংক্ষিপ্ত তাফসীর
৪. চিন্তার খোরাক জাগানো ‘তাদাব্বুর’মূলক আলোচনা
৫. আয়াত থেকে জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও করণীয় নির্ধারণ
৬. আমলের ক্ষেত্রে সহায়ক দিকনির্দেশনা
৭. তাদাব্বুর বিষয়ক অনুশীলনী
এই গ্রন্থের মাধ্যমে পাঠক কুরআনের আলোয় জীবনের প্রতিটি দিককে রাঙিয়ে তোলার দিকনির্দেশনা পাবেন। যারা কুরআনের গভীর মর্ম অনুধাবন করে জীবন জীবন গঠনে আগ্রহী, যারা আয়াত থেকে সরাসরি আমলের জন্য দিকনির্দেশনা খোঁজেন, যারা হৃদয় ছুঁয়ে যাওয়া তাদাব্বুরের চর্চা করতে চান– তাদের সকলের জন্য এই গ্রন্থ।
বই: আল-কুরআনুল কারীম: (তাফসীর। তাদাব্বুর। আমাল)
সংকলন ও সংযোজন: মারকাযুল মিনহাজ লিল-ইশরাফ ওয়াত-তাদরীবিত-তারবাওয়ী
তত্ত্বাবধান: শাইখ খালিদ ইবনু সালিহ আস-সালামাহ
অনুবাদ: আব্দুল্লাহ বিন সাঈদ
সবগুলো বইয়ের ছাড়মূল্যসহ তালিকা দেখুন- https://tinyurl.com/3bu3d6aw
সেরা ছাড়ের এই অফারটি চলবে ১১-২০শে আগস্ট পর্যন্ত।

আল-ফাওয়াইদ” গ্রন্থ ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহর এক সুপরিচিত রচনা। গ্রন্থটি সাধারণ অন্যান্য বইয়ের মতো অধ্যায়, শির...
12/08/2025

আল-ফাওয়াইদ” গ্রন্থ ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহর এক সুপরিচিত রচনা। গ্রন্থটি সাধারণ অন্যান্য বইয়ের মতো অধ্যায়, শিরোনাম ও বিষয়বস্তুর ভিত্তিতে সাজানো নয়; বরং এক মূল্যবান ও জ্ঞানগর্ভ আলোচনার সংকলন, যা সময়ের পরতে পরতে তাঁর অন্তর থেকে ঝরে পড়েছিল। এটি সেই উন্নত চিন্তাভাবনার সমষ্টি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন।
যখনই তাঁর অন্তরে কোনো জ্ঞান ও প্রজ্ঞার মুক্তো ঝরতো, তিনি সঙ্গে সঙ্গেই তা লিপিবদ্ধ করে রাখতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাঁর ভাবনায় হাজির হতো, কিংবা জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেন, তিনি তা কাগজের পাতায় কলমের কালি দিয়ে সংরক্ষণ করতেন। এভাবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, তাদাব্বুর এবং আত্মিক উপলব্ধি মিলিয়ে গড়ে উঠেছে এই অনন্যসাধারণ গ্রন্থ। এক বা দুই সপ্তাহে কিংবা কোন পরিকল্পনা করে বসে লেখা হয়নি এই বইটি; বরং এর রচনাধারা দীর্ঘ সময় ধরে বিকশিত হয়েছে।
সবগুলো বইয়ের ছাড়মূল্যসহ তালিকা দেখুন- https://tinyurl.com/3bu3d6aw
সেরা ছাড়ের এই অফারটি চলবে ১১-২০শে আগস্ট পর্যন্ত।

Address

38/3, Computer Complex (1st Floor), Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 22:00

Telephone

+8801779196419

Alerts

Be the first to know and let us send you an email when Darul Falah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Falah:

Share

Category