Darul Falah

Darul Falah ওহির রঙে রঙিন হোক আমাদের ভুবন!

27/07/2025
সুর দিয়ে কুরআন তিলাওয়াত দুই ধরনের হয়ে থাকে। এক : যেটা স্বাভাবিক সুর এবং যা-তে কোনো লৌকিকতার স্থান নেই। এটা জায়েজ; যদি স্...
25/07/2025

সুর দিয়ে কুরআন তিলাওয়াত দুই ধরনের হয়ে থাকে।
এক :
যেটা স্বাভাবিক সুর এবং যা-তে কোনো লৌকিকতার স্থান নেই। এটা জায়েজ; যদি স্বাভাবিকতা বজায় রেখে তাতে কারুকাজ যোগ করা হয়, তবুও। হজরত আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন :

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘আবু মূসাকে দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছে।’ আবু মূসা যখন রাসূলের এ মন্তব্য শোনেন, বলেন, ‘ইয়া রাসূলুল্লাহ! আপনি আমার তিলাওয়াত শুনছেন বুঝতে পারলে আমি আমার পাঠোচ্চারণ আরও সজ্জিত করতাম।’
অর্থাৎ, আমি আরও সুন্দর করে তিলাওয়াত করতাম। পূর্বসূরি পুণ্যবানেরাও এমনটাই করতেন। এ সংক্রান্ত সকল দলিলাদিও এই মর্মে গ্রহণ করা হবে।
দুই :
যে সুর দেয়া হয় বানিয়ে, লৌকিকতা করে। নবোদ্ভাবিত নানা ছন্দ, মাপ ও পরিমাত্রায় স্বরের বৈচিত্র শিক্ষা করা ও তিলাওয়াতে গানের সুর যোগ করা—এ জাতীয় সৃষ্ট কারিগরিকেই সালাফরা অপছন্দ করতেন। সুর দেয়া যাবে না মর্মে যত দলিল ও বর্ণনার অজুদ, তা সবই এই মূলনীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়।
প্রকাশিতব্য 'যাদুল মাআদ' বই থেকে।
লেখক- ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ

 #বুক_রিভিউ রিভিউ দিয়েছেন-   Abdullah Al Maamoun আলহামদুলিল্লাহ, কুরআনের মর্মবাণী অনুধাবনের ক্ষেত্রে যে সকল কিতাব অত্যন্...
23/07/2025

#বুক_রিভিউ
রিভিউ দিয়েছেন- Abdullah Al Maamoun
আলহামদুলিল্লাহ, কুরআনের মর্মবাণী অনুধাবনের ক্ষেত্রে যে সকল কিতাব অত্যন্ত সহায়ক হিসেবে আবির্ভূত হয়েছে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে “আল কুরআনুল কারীম [তাফসির - তাদাব্বুর - আমল] ৩০তম পারা” — বিশেষ করে এর ৩০তম পারার অনুবাদ ও ব্যাখ্যামূলক অংশ।
বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা কুরআনকে জীবনের পথনির্দেশক হিসেবে নিতে চায়— তাদের জন্য এই কিতাবটি একটি নির্ভরযোগ্য সহচর। শিক্ষার্থী, শিক্ষক ও ইসলামিক কর্মীদের জন্য এটি পাঠ্যতালিকায় রাখার মত একটি কিতাব।
কিতাবটিতে আছে:
১। প্রতিটি আয়াতের অর্থ সহজ, প্রাঞ্জল ও বিশুদ্ধ বাংলায় উপস্থাপন করা হয়েছে।
২। আয়াত অনুযায়ী তাদাব্বুর (অনুধাবনমূলক ব্যাখ্যা) তুলে ধরা হয়েছে, যা পাঠককে কুরআনের গভীর অর্থ অনুধাবনে সহায়তা করবে, ইনশাআল্লাহ।
৩। আয়াত থেকে আমলী শিক্ষা ও করণীয় (عمل) পয়েন্ট আকারে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে— যা পাঠককে শুধু জ্ঞানে নয়, বাস্তব জীবনে কুরআনের নির্দেশ বাস্তবায়নে প্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ।
৪। ভাষা পরিশীলিত ও হৃদয়গ্রাহী, কুরআনের সৌন্দর্যকে ব্যাখ্যা ও চিন্তনে পরিণত করার এক সফল প্রয়াস, ইনশাআল্লাহ।
আমি দারুল ফালাহ প্রকাশনীকে এমন একটি উপহার পাঠানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি, তারা পরবর্তী খণ্ডগুলোও বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা ভাষাভাষী মানুষদের সামনে হাজির করবেন, ইনশাআল্লাহ।
পরিশেষে— এই কিতাবটি শুধু পাঠ্য নয়; বরং চিন্তা ও আমলের সঙ্গী হোক— এই কামনা করি।

21/07/2025

শয়তান ৩ দিক থেকে আক্রমণ করে

শয়তান সবসময় চায় আপনি ভেঙে পড়ুন। আপনার চিন্তা, মন ও সময় যেন তার নিয়ন্ত্রণে চলে যায়—এজন্য সে বেছে নেয় নির্দিষ্ট কিছু পথ।
এগুলো খুব সাধারণ, কিন্তু অজান্তেই আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) এই পথগুলো নিয়ে অসাধারণ কথা বলেছেন—যা জানা প্রত্যেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
ভিডিওটি দেখুন, উপলব্ধি করুন, এবং নিজেকে গঠন করুন।
বই: আল ফাওয়াইদ
- ইবনুল কাইয়্যিম রহ.

19/07/2025

বই- মুসাফিরের পাথেয়
লেখক- ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ

17/07/2025

১২০০ দুআ ও যিকির সম্বলিত বই। দুআ বিশ্বকোষ
দুআ বিশ্বকোষ-এর বৈশিষ্ট্য-

১. বইটিতে দুআ ও শিরোনামগুলো রঙিন হরফে দেওয়া হয়েছে। পাঠক দেখামাত্রই বুঝে যাবেন, কোনটি দুআ। এতে আমল করা ও মনে রাখা সহজ হবে ইন-শা-আল্লাহ।
২. দুআর আদব, দুআ কবুলের স্থান ও সময়, দুআ কবুল না হওয়ার কারণ-সহ সামগ্রিক বিষয় এতে স্থান পেয়েছে।
৩. প্রতিটি দুআর সাথে রয়েছে প্রেক্ষাপট। এতে করে দুআটি কোন উদ্দেশ্যে এবং কোন ঘটনাকে সামনে রেখে নবি ﷺ বর্ণনা করেছেন, সেটা জানা যাবে।
৪. বিপদ-মুসিবত, ডিপ্রেশন, ক্যারিয়ার-সহ জীবনঘনিষ্ঠ প্রচুর দুআ উল্লেখ করা হয়েছে। জীবন চলার পথে বইটি গাইডলাইন হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৫. কোন কোন পদ্ধতিতে দরুদ পড়া যায়, কোন সূরার কী ফজিলত রয়েছে, কোন কোন মাসে কী কী মাসনুন আমল করতে হয়, ইত্যাদি বিষয় হাদীস থেকে উল্লেখ করা হয়েছে।
৬. বিভিন্ন আমলের পাশাপাশি রয়েছে মাসনুন ওজিফা। প্রিয়নবি ﷺ কোন সময়ে কোন ওজিফা পালন করতেন, সেটিও বর্ণনা করা হয়েছে সহীহ হাদীসের আলোকে।
৭. বইটির আরবি ও বাংলা ফন্ট সবার জন্যেই পাঠসাধ্য।
৮. পুরো বইতে প্রায় ১২০০ দুআ ও যিকির রয়েছে। যাকেরীনদের জন্যে এটি একটি বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৯. তিনটি ক্ল্যাসিক্যাল বই সামনে রেখে বিশ্বকোষটি সংকলন করা হয়েছে। ইমাম নববির “আল-আযকার”, ইবনুল জাযারির “হিসনে হাসীন” এবং সাঈদ আল-কাহতানির “আদ-দুআ ওয়ায যিকির ওয়াল ইলাজ বির রুকা”। রাহিমাহুমুল্লাহ। এছাড়া কাজ করতে গিয়ে আরোও প্রায় ২৮-৩০ টি প্রন্থের সহায়তা নেয়া হয়েছে।

বই: আল-ফাওয়াইদলেখক : ইমাম ইবনুল কাইয়্যিম
08/07/2025

বই: আল-ফাওয়াইদ
লেখক : ইমাম ইবনুল কাইয়্যিম

Address

38/3, Computer Complex (1st Floor), Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 22:00

Telephone

+8801779196419

Alerts

Be the first to know and let us send you an email when Darul Falah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Falah:

Share

Category