Our Story
Designtech Furniture ২০০৭ সাল থেকে অফিস ফার্নিচারে দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে হোম ফার্নিচারে Designtech Furniture ব্যাপক ভাবে দেশের মানুষের হৃদয় জয় করে চলেছে। বিশেষ করে শুধুমাত্র পন্য বিক্রি করার জন্য কোন ভুল তথ্য উপস্থাপন নাকরে, সঠিক তথ্য দিয়ে ব্যাবসা পরিচালনা করে Designtech Furniture সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য বধ্যপরিকর। ইতিমধ্যে হোম সোফা, ডাইনিং সেট, খাট এর চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি মানুষের হৃদয় কে নাড়া দিতে সক্ষম হয়েছে। যা আগামিতে আমাদের নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করার উৎসাহ যোগাবে।
প্রতিটি ফার্নিচার কম্পানিকে সম্মান দিয়ে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের বিশেষ করে সোফা সেট, অন্যান্য সবার চাইতে অনেক বেশি টেকসই, আমরা আমাদের নিজস্ব ক্যামিক্যাল ট্রিট্ম্যান্ট প্লান্টে প্রতিটি কাঠ ক্যামিক্যাল ট্রিট্ম্যান্ট করে তারপর প্রোডাক্টে ব্যাবহার করি। আমাদের সোফার ওজন দেখলেই বুঝতে পারবেন আমরা কি পরিমান কাঠ ব্যাবহার করি। তাছাড়া আমাদের সম্মানিত কাষ্টমার গনের সুবিদার্থে প্রতিটি ডিজাইনের প্রডাক্ট এর ক্ষেত্রে কাষ্টমাইজ করার সুবিধা পাবেন। সোফা অথবা ডাইনিং সেটের ক্ষেত্রে চাইলে সেট ভেঙ্গে নিজেদের সুবিধা মতো ক্রয় করতে পারবেন।
আমাদের সম্মানিত গ্রাহক গনের সুবিদার্থে, বেশ কয়েকটি ব্যাংকের সাথে EMI সুবিধা আছে।
আমাদের শোরুমের ঠিকানাঃ ১) রামপুরা শোরুম - ৩৯১ পশ্চিম রামপুরা ডি আই টি রোড, রামপুরা টিভি সেন্টারের ৩০০ গজ দক্ষিন দিকে, রাস্তার অপর পাশে। ২) মহাখালি শোরুম -