dustu meye

dustu meye লাইফে অনেক আনন্ধ আর হাসিখুশি

25/02/2025

যে খানে দেখবেন এরকম চাদা বাজি সাথে সাথে একটা গন দুলাই দিবেন।।। #

16/08/2024

এই গুল করা ঠিক না তাইলে মেধা আর মুরক্ষ। খারাপ আর ভাল মাজে কি পারথক্ষ রইল প্লিয সিক্ষারথি দের প্রতি অনুরধ এই বাবে মানুশ কে প্রকাসশে অপমান করবেনআ

আহ খমতা শুধুমাত্র নিজের নীতি আদর্শ না থাকার কারণে আজ এই করুন দশা চুরের মত দেশ থেকে পালাইতে গিয়ে দরা খাইল
14/08/2024

আহ খমতা শুধুমাত্র নিজের নীতি আদর্শ না থাকার কারণে আজ এই করুন দশা চুরের মত দেশ থেকে পালাইতে গিয়ে দরা খাইল

08/08/2024

স্রিলংকা আফগানিস্থান ও দেশ সাদিন করে এই বাবে লুট তরাজ করেনা ই আর আমরা চুরেরা একবারে সব সেস করে দিচ্চে ছাত্র আমি বিপি নুর সারজিস আলম কে অনুরধ করব এই লুট তরাজ সন্ত্রাশ গুল কে আরেক বার শিক্ষা দাও

05/08/2024

এ-ই বাংলার জমিনে কোন আওয়ামিলিগ বি এনপি চাইনা এক মাত্র ইস্লামিক সাসনতন্ত্র চলবে।।

03/08/2024

আর কত মৃত্তুর মিচিল ছলবে এই দেশে সেনাবাহিনির উচিত এই মুহুরতে দেশের হাল দরে চাত্র দের মিত্তুর মুখ থেকে রক্ষা করা আল্লহা একটা সঠিক প্যসালা কর

03/08/2024

পুলিশ ভাই দের প্রতি অনুরোধ একজন প্রধানমন্ত্রী এম্পি আজ হোক কাল হোক খমতা থাকবে না কিন্তু আপনার চাকরি আজিবন থাকবে সুতারং নায়ের পক্ষে সত্তের পক্ষে থাকুন দেশের মানুসের সাথে বেয়মানি করেন্না নিরিহ চাত্র দের গুলি করে সেস করে দিয়েন্না চাত্র রা কোন রাজনৈতিক আন্দলন জন্ন্যে সংরাম করেনা তারা এই দেশের জন গনএর জন্ন আজ এই আন্ধলন করে।।।

01/08/2024
02/01/2024

সেইম 😢😢😢😢

26/12/2023

অনেকেই আছেন নিজের কোনো কিছুতেই সন্তুষ্ট না। সারাক্ষণই যেন ব্যস্ত নিজের খুঁত বের করতে। কেউ ভাবেন একটু লম্বা হলে কি ভালোই না হতো। একদল আছেন মোটা হয়ে গেছি। দেখতে ভালো লাগবে না, তাই এটা খাব না ওটা খাব না।

নিজের কথা ভাবুন না একটু বসে। ভালো থাকতে বাইরের চেহারা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি প্রয়োজন শরীরের সুস্থতা ও মানসিক স্থিতিশীলতা।

আর এজন্য যা করতে হবে : প্রথমেই মনে রাখতে হবে শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো রাখতে গেলে নিজের প্রতি যত্নবান হতে হবে। খেতে হবে স্বাস্থ্যকর খাবার। নিয়মিত ব্যায়াম দেবে মানসিক শক্তি আর সুস্থতা।

নিজেকে ভালোবাসুন, নিজের শরীরটাকেও। চেহারা যদি সুন্দর বা অসুন্দর হয়, তা আমাদের অর্জন কখনোই নয়। জিনগত কারণে একেক জনের চেহারা একেক রকম। আর তাই নিজেকে ভালোবাসতে হবে চেহারা বা ফিগার যেমনই হোক। এসব নিয়ে যদি অসন্তুষ্টি থাকে, তবে কখনোই ভালো থাকা হবে না।

নিখুঁত হওয়ার প্রয়োজন নাই। জীবনে সব কিছু পারফেক্ট পাবেন এটা ভাবলে ভুল হবে। আমির খানকে পারফেকশনিস্ট বলা হয়, কিন্তু সব বিষয়েই আসলে কি তাই?

কিছু মানুষ নিশ্চয়ই আপনার প্রশংসা করেন, সেগুলো সাদরে গ্রহণ করুন। প্রতিদিন ঘড়ি ধরে কিছু সময় নিজের ভালো দিকগুলো কাগজে লিখে রাখুন। কখনোই নিজের অবমূল্যায়ন করবেন না। যারা করে তাদের থেকে দূরে থাকুন।

ভালো-খারাপ অভ্যাস মিলিয়েই মানুষ। অন্যদের মতো আপনারও খারাপ কিছু অভ্যাস রয়েছে। সেগুলো নিয়েও সময় করে একদিন লিখে নিন। এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যেতেই পারে।

পরিকল্পনা করুন, সময় নিয়ে নিজেকে উন্নত করার, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা শুরু করুন। চেহারার ঘাটতিগুলো যোগ্যতা দিয়ে পূর্ণ করে নিন। কাজের জায়গা আর ব্যক্তি জীবন আলাদা করতে জানতে হবে। কাজের সময় কাজ আর নিজের সময়গুলো উপভোগ করুন আনন্দ নিয়ে।

মনে রাখবেন, নিজের প্রতি আস্থা হারানোর সঙ্গে সঙ্গে মানুষের আত্মসম্মানও কমে যায়। কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, বদ-মেজাজ, চিন্তা-ভাবনার সীমাবদ্ধতা থেকে বের হয়ে চিন্তার জগতকে আরও বড় করুন। যেমন আছেন, তেমনই নিজের প্রতি আস্থা রাখুন…জয় আপনারই হবে।

4 0

Address

Kawran Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when dustu meye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dustu meye:

Share