PAHARi -পাহাড়ি

PAHARi -পাহাড়ি উপকার কর,ক্ষতি কর না।

28/09/2025

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের কুড়াদিয়াছড়ায় শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী অনুষ্ঠান দেখতে আসা লোকজনের ওপর সেনাবাহিনীর হা*মলায় এক বৃদ্ধ নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

২৮ সেপ্টেম্বর ২০২৫,

গুইমারা রামসু বাজারে সেনাবাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
28/09/2025

গুইমারা রামসু বাজারে সেনাবাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।

খাগড়াছড়ির গুইমারায় রামেসু বাজার এলাকায় অবরোধ পালনকারী জুম্ম ছাত্র জনতার ওপর সেনাবাহিনীর ব্রাশফায়ারে নারী- পুরুষ অনেকে গু...
28/09/2025

খাগড়াছড়ির গুইমারায় রামেসু বাজার এলাকায় অবরোধ পালনকারী জুম্ম ছাত্র জনতার ওপর সেনাবাহিনীর ব্রাশফায়ারে নারী- পুরুষ অনেকে গুলিবিদ্ধ
২৮ সেপ্টেম্বর ২০২৫,গুইমারা, খাগড়াছড়ি।

28/09/2025

গুইমারায় রামেসু বাজার এলাকায় অবরোধ পালনকারী জুম্ম ছাত্র জনতার ওপর সেনাবাহিনী গুলিবর্ষণ করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিনা দোষে কলেজ প্রভাষক ও পল্লী চিকিৎসককেশারীরিক নির্যাতন, প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্নসেনাবাহিনী নির্যাতনে শিকার কলেজ ...
28/09/2025

বিনা দোষে কলেজ প্রভাষক ও পল্লী চিকিৎসককে
শারীরিক নির্যাতন, প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন

সেনাবাহিনী নির্যাতনে শিকার কলেজ প্রভাষক ও পল্লী চিকিৎসক!খাগড়াছড়ি সদর মুনিগ্রামস্থলে দোকানে চা খাওয়ার সময় কলেজ প্রভাষক জুনান চাকমা, পল্লী চিকিৎসক জ্যোতি শংকর চাকমাকে আটক করে গালিগালাজ এবং শারীরিক নির্যাতনের শিকার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, প্রভাষক নিজেকে পরিচয় দিলে ও কলেজের প্রভাষক হিসেবে পরিচয় তুলে ধরলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বরঞ্চ দায়িত্বে থাকা ক্যাপ্টেনের তত্ত্বাবধানে সৈনিকরা তাকে বেতরাঘাত করেছে।

জুনান চাকমা বলেন, “কি দোষ ছিল আমার…! আমি শুধু রুমে বসে ছিলাম। বিনা দোষে আমাকে ডেকে নিয়ে ইচ্ছে মতো গালিগালাজ করে শারীরিক নির্যাতন করা হলো। এর বিচার কে করবে, আপনারাই বলুন।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন আচরণ সেনাবাহিনীর দায়িত্বশীলতার বাইরে এবং এটি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ। প্রশাসন এখনও এই ঘটনার প্রতিকার বা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে মুখ ফিরিয়ে রেখেছে।

এই ঘটনায় শিক্ষাক্ষেত্রের নিরাপত্তা এবং নাগরিক অধিকারের প্রশ্ন চরমভাবে ওঠেছে।

28/09/2025

পাহাড়ে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করতে জেএসএস সন্তুর লারমা প্রতি আহ্বান ইউপিডিএফের
বিস্তারিত কমেন্টে :

গতকাল (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ১৪৪ ধারা জারি করার পরও সেনাবাহিনী, পুলিশের সামনে  উগ্র সাম্প্রদায়িক সেটলার মৌলবাদী গোষ...
28/09/2025

গতকাল (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ১৪৪ ধারা জারি করার পরও সেনাবাহিনী, পুলিশের সামনে উগ্র সাম্প্রদায়িক সেটলার মৌলবাদী গোষ্ঠীর কর্তৃক খাগড়াছড়ি চেঙ্গীস্কয়ারে অবস্থিত জনবল বৌদ্ধ বিহারের গেইট ভাঙচুর করা হয়েছে

৩য় দিনে অবরোধ চলছে রামগড় - ঢাকা সড়কে২৮ সেপ্টেম্বর ২০২৫,রামগড়,খাগড়াছড়ি।
28/09/2025

৩য় দিনে অবরোধ চলছে রামগড় - ঢাকা সড়কে

২৮ সেপ্টেম্বর ২০২৫,রামগড়,খাগড়াছড়ি।

28/09/2025

মংসাঅং মারমা
বাড়ি- কমলছড়ি, খাগড়াছড়ি।
য়ংড বৌদ্ধ বিহারে সেটলারদের আক্রমণে প্রতিরোধ করতে গিয়ে কাল মাথায় কোপ খেয়ে খাগড়াছড়ি মেডিকেলে ভর্তি হয়, সেখানে সেলাই ঠিক না হওয়াতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে, ডাক্তাররা চট্টগ্রাম মেডিকেলে রেফার করে।

এখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তিরত অবস্থায় আছে। ভিক্টিমের সাথে তার ভাই আছে।

এদেরকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমাদের।

Bkash number +8801628837306
রোগীর আপন বড় ভাই।

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনা সহায়তায় সেটলার কর্তৃক হামলার প্রতিবাদে গুইমারাতে অবরোধ চলছে,,,,,২৭ সে...
27/09/2025

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনা সহায়তায় সেটলার কর্তৃক হামলার প্রতিবাদে গুইমারাতে অবরোধ চলছে,,,,,

২৭ সেপ্টেম্বর ২০২৫,গুইমারা, খাগড়াছড়ি।

ধর্ষণ বিরোধী জুম্ম ছাত্র -জনতার শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনাবাহিনীর উস্কানিতে পাহাড়িদের উপর সেটলারদের হামলা অনেকে আহত।২৭ ...
27/09/2025

ধর্ষণ বিরোধী জুম্ম ছাত্র -জনতার শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনাবাহিনীর উস্কানিতে পাহাড়িদের উপর সেটলারদের হামলা অনেকে আহত।

২৭ সেপ্টেম্বর ২০২৫,খাগড়াছড়ি সদর।

জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর।পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়ন ও সেনাপ্রশাসনের বিচারহীনতার সংস্কৃতির প্রাতিষ...
26/09/2025

জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর।

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়ন ও সেনাপ্রশাসনের বিচারহীনতার সংস্কৃতির প্রাতিষ্ঠানীকীকরণের বিরুদ্ধে খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

২৬ সেপ্টেম্বর ২০২৫,চেঙ্গিস্কয়ার,খাগড়াছড়ি সদর।

Address

Rangamati
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PAHARi -পাহাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share