HIRA

HIRA আমি ব্যর্থ মানুষ
(1)

আমিও যে ক্লান্ত হই!পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি, অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমিই বেশি দাও আমায়! ...
26/07/2025

আমিও যে ক্লান্ত হই!
পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি, অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমিই বেশি দাও আমায়! তোমার কাছে ভালোবাসা, আদর আর যত্ন ছাড়া আর কি চেয়েছি?

কতশত মানুষের ভীড়ে থেকেও আমি হন্যে হয়ে তোমার মুখটাই খুঁজি। তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই! তুমি আর ভালো থাকতে দিলে কই? বলো...

আমিও যে ক্লান্ত হই!
আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার তো সব আছে৷ ধন-সম্পদে ভরপুর, সোনা-দানা, আত্মীয়–স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, সব আছে৷ নিঃস্ব তো আমি! তোমায় ছাড়া আমার কি আছে–কে আছে?

নিঃস্ব এই আমায় তুমি ঠাঁই দিলে না বুকে!
পৃথিবীতে দুখী মানুষ কারো ভালোবাসা পায় না! তুমিও ভালোবাসলে না। অভিমানে শুধু দূরত্বই বাড়ালে, বুকে টেনে নিলে না।

অভিমানে সুনসান নীরবতায় আমি যে ভীষণ কষ্ট পাই!
তবে তার চাইতে বেশি কষ্ট পাই, যখন তুমি কথা বলো না, সময় দাওনা, দুঃখের দিনে পাশে থাকো না, সবচেয়ে প্রয়োজনের মূহুর্তে সাড়া দাও না।

আমিও দুঃখ পাই!
যখন দেখি তুমিও ভালোবাসো, অথচ আমার মতো আকুলতা নিয়ে কাছে ডাকো না। আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে জাগে না। যখন দেখি, আমায় ছাড়াই তুমি দিব্যি ভালো থাকো–স্বাভাবিক থাকো!

আমারও ভীষণ আফসোস হয়!
যাকে এত ভালোবাসি, তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ হয়! দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই, সেই তুমিই কিনা আমাকে দূরে সরিয়ে দাও, চোখের আড়ালে থাকো!

 ゚viralシfypシ゚viralシalシ
27/06/2025

゚viralシfypシ゚viralシalシ

22/06/2025

তুমি আমার সাথে যাই করছো,, নিজের সুখের জন্যই তো করছো,,আল্লাহ তোমাকেআকাশ পরিমান সুখে রাখুক....!! 🥺❤️‍🩹ফলো দিন আমার পেইজটাত...
10/06/2025

তুমি আমার সাথে যাই করছো,, নিজের সুখের জন্যই তো করছো,,আল্লাহ তোমাকে
আকাশ পরিমান সুখে রাখুক....!! 🥺❤️‍🩹
ফলো দিন আমার পেইজটাতে সবাই 🙏🙏

সম্পর্ক আর অনুভূতি তো তুমিই নষ্ট করে দিলে! অবহেলা-অবজ্ঞায়, যোগাযোগহীনতায় তুমিই নষ্ট করেছো সব। কত অপেক্ষা নিয়ে প্রতিক্ষায়...
29/05/2025

সম্পর্ক আর অনুভূতি তো তুমিই নষ্ট করে দিলে! অবহেলা-অবজ্ঞায়, যোগাযোগহীনতায় তুমিই নষ্ট করেছো সব। কত অপেক্ষা নিয়ে প্রতিক্ষায় দিন গুনেছি। তুমি আসোনি, কথা বলোনি, ভালোবাসোনি।

কত নিদ্রাহীন রাত বিষম যন্ত্রণায় কাটালাম! ভেবেছিলাম পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আর। অথচ সব আছে, শুধু তুমিই ছিলে না কখনো! জীবনের উপর দিয়ে কত দুঃসময়, কত ভাঙচুর, কত হতাশা গেল, অথচ তোমার দেখা নেই!

আমি যে অপেক্ষা করিনি, তা তো নয়। বরং তুমিই শিখিয়েছো, কী করে একা বেঁচে থাকতে হয়। কি করে কথা না বলে দিনের পর দিন দিব্যি থাকা যায়। শিখিয়েছো, মানুষ ছাড়াও বেঁচে থাকা যায়। দিনের পর দিন হৃদয়ে যে অনুভূতি রপ্ত করেছি, সব ধূলিসাৎ করে দিতেও দ্বিতীয়বার ভাবোনি।

রাস্তার কুকুরটাও তো অবহেলা পেলে দূরে সরে যায়! আমি তো মানুষ, এত যন্ত্রণা সহ্য করেও তো ভালোবেসেছি, কী দাম দিয়েছো তার? দিনের পর দিন বুঝিয়েছো, তোমার জীবনে কানাকড়িও দাম নেই আমার। অনুভূতি তো একদিনে নষ্ট হয় না। অনুভূতি নষ্ট হয় দীর্ঘদিনের বিবর্তনিক পরিবর্তনের সূত্র ধরে।

অনেকদিনের অবহেলা, অনাদর, গুরুত্বহীন মনে করা, যোগাযোগহীনতা আর বিশ্বাসঘাতকতায় অনুভূতি নষ্ট হয়! তুমি তো শুধু অনুভূতিই নষ্ট করে ক্ষান্ত হওনি। নষ্ট করে দিয়েছো মন এবং মস্তিষ্কও।
নষ্ট করে দিয়েছো আমার স্বাভাবিক জীবন। ভালোবাসার লোভদেখিয়ে ছুঁড়ে ফেলেছো মাটিতে! বুকে রাখবে বলে শেষমেশ পায়ের কাছেও ঠাঁই দিলে না। সঙ্গ দিবে বলে, এখন নিঃসঙ্গতায় ফেলে রাখো।

এই যে এখন তোমায় ছাড়া থাকতে পারি, একা পথে হাটতে পারি, নিঃসঙ্গতায় আর কষ্ট হয় না, মন খারাপ থাকলে কথা বলার জন্য দম বন্ধ হয়ে আসে না।

আচ্ছা তাতে তোমার কি একটুও অনুশোচনা হয় না?

25/05/2025

ফলো দিন ব্যাক নিন

15/05/2025

10/05/2025

তুমি কি অপেক্ষা বোঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।

আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?
বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!

তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HIRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share