Mr. CracKed

Mr. CracKed খেলা আর সিনেমা দেখা দুটোই শখ আর এই দুটো নিয়েই কথা বলতে এবং লিখতে ভালো লাগে। আমার সাথে থাকুন বা না থাকুন আশা করি আমার লেখনির সাথে থাকবেন।
(26)

The prime intention of this page is Gaming, Streaming and Sport's related stuff. My 2nd page : Facebook.com/CrackedFlix
Follow & Be connected with me.

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
18/06/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

ম্যাক্সওয়েল বিগ শো!🔥🔥🔥তার দলের টপ অর্ডার যখন ব্যর্থ তখন রক্ষাকারী হয়ে দলকে জয়ী করলেন। ওয়াশিংটন ফ্রিডমের ১১ ওভার ৪ বলে র...
18/06/2025

ম্যাক্সওয়েল বিগ শো!🔥🔥🔥
তার দলের টপ অর্ডার যখন ব্যর্থ তখন রক্ষাকারী হয়ে দলকে জয়ী করলেন। ওয়াশিংটন ফ্রিডমের ১১ ওভার ৪ বলে রান ছিল ৯২/৫ এরপর ম্যাক্সওয়েল এসে অসাধারণ এক সেঞ্চুরি করে ২০ ওভারে ২০৮/৫ বড় সংগ্রহ এনে দেয়। তিনি প্রথম ১৫ বলে নিয়েছিল ১১ রান এবং পরের ৩৪ বলে নিয়েছে ৯৫ রান! একবার সেট হলে যেন কোন দলের রক্ষা নেই। ১৩টি ছয় ও ২টি চারের মাধ্যমে ৪৯ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন বিধ্বংসী এই ব্যাটসম্যান এবং ম্যাচ সেরার পুরস্কার পান। Bravo💥💥

CHAMPION 🏆
04/06/2025

CHAMPION 🏆

04/06/2025
❤️❤️❤️
04/06/2025

❤️❤️❤️

🏆🏆🏆🏆
04/06/2025

🏆🏆🏆🏆

Well played throughout the season, Punjab Kings. 👏
04/06/2025

Well played throughout the season, Punjab Kings. 👏

বিস্ফোরক ব্যাটিং, জাদুকরী ফিল্ডিং আর অবিশ্বাস্য অলরাউন্ড দক্ষতায় ওডিআই ক্রিকেটকে কতবার না তাক লাগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়...
02/06/2025

বিস্ফোরক ব্যাটিং, জাদুকরী ফিল্ডিং আর অবিশ্বাস্য অলরাউন্ড দক্ষতায় ওডিআই ক্রিকেটকে কতবার না তাক লাগিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল! আজ সেই রঙিন ফরম্যাট থেকে চিরবিদায় জানালেন অস্ট্রেলিয়ার এই ‘বিগ শো’।

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক ইনিংস, যেখানে ব্যথা-যন্ত্রণাকে উপেক্ষা করে তিনি অজিদের জিতিয়েছিলেন, রয়ে যাবে ওডিআই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে।

বিদায়বেলায় চোখের কোনে জমে থাকল শ্রদ্ধা, আর হৃদয়ে বাজল একটাই সুর—“ধন্যবাদ ম্যাক্সি, তুমি ওডিআই-কে আনন্দ দিয়েছিলে।”

জশ হ্যাজলউড তার ক্যারিয়ারে (7) টা ফাইনাল খেলেছে, হারেনি একটাও ☠️এবার কী তবে আরসিবির অধরা ট্রফিটা হ্যাজলউডদের হাত ধরেই আ...
01/06/2025

জশ হ্যাজলউড তার ক্যারিয়ারে (7) টা ফাইনাল খেলেছে, হারেনি একটাও ☠️
এবার কী তবে আরসিবির অধরা ট্রফিটা হ্যাজলউডদের হাত ধরেই আসবে! 🔥

Mustafizur Rahman is back in 💙❤️ after two years!He replaces Jake Fraser-McGurk who is unavailable for the rest of the s...
16/05/2025

Mustafizur Rahman is back in 💙❤️ after two years!

He replaces Jake Fraser-McGurk who is unavailable for the rest of the season.

একটি যুগের অবসান — বিদায় টেস্টের রাজপুত্র, ভিরাট কোহলি!সব ভালো কিছুরই শেষ আছে। তবে কিছু বিদায় হৃদয় ছুঁয়ে যায়, চোখে জল এন...
13/05/2025

একটি যুগের অবসান — বিদায় টেস্টের রাজপুত্র, ভিরাট কোহলি!

সব ভালো কিছুরই শেষ আছে। তবে কিছু বিদায় হৃদয় ছুঁয়ে যায়, চোখে জল এনে দেয়। আজ ঠিক তেমনই এক মুহূর্ত— টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের হৃদয়, ভিরাট কোহলি।

২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল এক তরুণ, আগ্রাসী, আত্মবিশ্বাসী ক্রিকেটারের। কেউ তখন ভাবেনি, সেই ছেলেটিই একদিন হয়ে উঠবে ভারতীয় টেস্ট ক্রিকেটের প্রতীক, আধুনিক ক্রিকেটের ‘রান মেশিন’।

ভিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার ঝলমলে কিছু পরিসংখ্যান:-

▪️ম্যাচ: 123

▪️রান: 9230

▪️গড়: 49.15

▪️সেঞ্চুরি: 30

▪️হাফ-সেঞ্চুরি: 31

▪️ডাবল সেঞ্চুরি: 7 (যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ)

একজন সফল টেস্ট অধিনায়ক হিসেবেও তিনি ইতিহাস গড়েছেন:

▪️অধিনায়ক হিসেবে জয়: 40 (ভারতের পক্ষে সর্বোচ্চ)

▪️অধিনায়ক হিসেবে সিরিজ জয়: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সহ একাধিক কঠিন সফরে জয়

▪️টেস্ট র‍্যাংকিংয়ে ভারতকে প্রথম স্থানে উঠিয়েছেন ২০১৬-২০২০ পর্যন্ত টানা চার বছর

কোহলি শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন আবেগ, একান্ত ভালোবাসা, এবং লাল বলের প্রতি এক অনন্য প্যাশনের প্রতীক। যখন টেস্ট ক্রিকেট হারাতে বসেছিল তার গৌরব, তখন ভিরাটের আগ্রাসী নেতৃত্ব ও নিবেদন ফেরিয়ে এনেছিল সেই হারানো সম্মান।

“Whites are not just clothes, it’s an emotion.” — এই কথাটি যেন কোহলির টেস্ট ক্যারিয়ারের সারমর্ম।

বিদায় কিং কোহলি, তোমার ব্যাটের শব্দ, সেই আগ্রাসী চাহনি, এবং শতক উদযাপন আমাদের মিস করতেই হবে। তবে যা দিয়ে গেলে, তা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।

ধন্যবাদ, চ্যাম্পিয়ন। টেস্ট ক্রিকেট তোমার জন্য গর্বিত ছিল, থাকবে... চিরকাল।
✍️Mr.Cracked

আপডেট: স্থগিত হলো আইপিএল!IPL-এ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথেই বাতিল করা হয়েছে নিরাপত্তা উদ্বেগের কা...
09/05/2025

আপডেট: স্থগিত হলো আইপিএল!

IPL-এ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথেই বাতিল করা হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে।
এবং পরবর্তী ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষিতে Pakistan Super League (PSL) সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে (UAE)। বর্তমানে PSL-এ ছয়জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অংশ নিচ্ছেন।

Sydney Morning Herald-এর প্রতিবেদন অনুযায়ী, IPL ও PSL—উভয় টুর্নামেন্টে থাকা একাধিক খেলোয়াড় ইতোমধ্যেই Cricket Australia-র সঙ্গে যোগাযোগ করছেন অস্ট্রেলিয়ায় ফেরার ব্যবস্থা নিয়ে।

এখন সবার চোখ বিস্ফোরক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ক্রিকেট বিশ্বে কতটা পড়ে, সেই দিকেই।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mr. CracKed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share