Dr.Md.Abdullah Al Mahmud -Shovon

Dr.Md.Abdullah Al Mahmud -Shovon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Abdullah Al Mahmud -Shovon, Dhaka.
(1)

**শিশু সার্জারী এবং শিশু ইউরোলজি বিশেষজ্ঞ**
🔰চেম্বার সমূহ :
১.পপুলার ডায়াগনস্টিক সেন্টার জসীমউদ্দিন উত্তরা,সেক্টর-০৪
২.আলোক হেলথকেয়ার মিরপুর -১ চাইনিজ
৩.হাই কেয়ার হাসপাতাল উত্তরা,সেক্টর-৭
৪.ধানমন্ডি নবজাতক হাসপাতাল
৫.রোজ হাসপাতাল,সাভার
📞 01726654541(W)

রাত ৯:৩০ অপারেশন থিয়েটারে... আলহামদুলিল্লাহ 💕মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব যখন নিজের কাধে নেই, তখন দায়িত্বের চেয়ে দায়বদ্ধত...
31/07/2025

রাত ৯:৩০

অপারেশন থিয়েটারে...
আলহামদুলিল্লাহ 💕

মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব যখন নিজের কাধে নেই, তখন দায়িত্বের চেয়ে দায়বদ্ধতা অনেকটাই বড় হয়ে দাঁড়ায়।
দোয়া করবেন। আমিন💕💕💕

দিন শুরু অপারেশন দিয়ে।আল্লাহ তায়ালা মানুষের সেবা করার তৌফিক দিন।আমিন 💕💕💕
30/07/2025

দিন শুরু অপারেশন দিয়ে।আল্লাহ তায়ালা মানুষের সেবা করার তৌফিক দিন।

আমিন 💕💕💕

ব্যাটারি পেটে😱
29/07/2025

ব্যাটারি পেটে😱

🔰নবজাতক ও শিশুদের সার্জিক্যাল সেবাসমুহ:* জন্মগতভাবে মলদ্বার না থাকাসহ সকল জন্মগত ত্রুটি>> শিশুদের মলদ্বার দিয়ে রক্ত পড়া ...
26/07/2025

🔰নবজাতক ও শিশুদের সার্জিক্যাল সেবাসমুহ:

* জন্মগতভাবে মলদ্বার না থাকাসহ সকল জন্মগত ত্রুটি

>> শিশুদের মলদ্বার দিয়ে রক্ত পড়া ও মলদ্বার-মলাশয়ের সকল সমস্যা

>> জন্মগতভাবে ছেলে শিশুদের অন্ডকোষ অন্ডথলিতে না নামা (Undescended te**is) অন্ডকোষে প্যাঁচ লাগা বা ইনফেকশন

> শিশুদের সকল ধরনের হার্নিয়া ও ছেলে শিশুদের হাইড্রোসিল (অন্ডথলিতে পানি জমা)

> মেয়ে শিশুদের মাসিকের রাস্তা না থাকা বা বন্ধ থাকা

>> শিশুদের কিডনি, মুত্রথলি ও মুত্রনালীর সকল প্রকার সার্জিক্যাল রোগ

> শিশুদের নাভী সবসময় ভেজা ভেজা থাকাসহ নাভীর সকল সমস্যা

> ছেলে শিশুদের পেশাবের জন্য ছিদ্র লিঙ্গের মাথায় না থেকে নিচে থাকা (Hypospadias) এবং লিঙ্গের সকল প্রকার জন্মগত ত্রুটি

শিশুদের জন্মগত পিত্তথলি, অগ্ন্যাশয়, পিত্তনালী ও লিভারের জটিল রোগ

>> রক্তনালীর (Hemangioma) টিউমারসহ শিশুদের সকল ধরনের টিউমার

>> শিশুদের সকল ধরনের কোষ্ঠকাঠিন্য ও নাড়ীর প্যারালাইসিস

শিশুদের (১৮ বছর বয়স পর্যন্ত) এ্যাপেনডিসাইটিস

> শুন্য থেকে ১৮ বছর বয়সের শিশুদের সকল জরুরী সার্জিক্যাল সেবা

> নবজাতকের নাড়ী প্যাঁচ খাওয়া বা নাড়ীর জন্মগত জটিলতা

> শরীরের বিভিন্ন যায়গায় টিউমার, সিস্ট ইত্যাদি অপরেশন

> সুন্নতে খাতনা (Circumcision)

ধন্যবাদ 💕

আলহামদুলিল্লাহ। 🌼🌼🌼🌼🌼মাত্র ৪ দিন আগে তার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়েছে। 💟💟💟আজকে এসে সেই অভিজ্ঞতা ই শেয়ার করছিলো।এখন আর ...
24/07/2025

আলহামদুলিল্লাহ।
🌼🌼🌼🌼🌼

মাত্র ৪ দিন আগে তার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়েছে।
💟💟💟

আজকে এসে সেই অভিজ্ঞতা ই শেয়ার করছিলো।এখন আর ভয় নেই।ভয়কে জয় করতে পারে এই প্রজন্ম💕💕💕

জিসান প্রসাবের রাস্তায় অতিরিক্ত ফুটা এই সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার অপারেশন করে দেই। আলহামদুলিল্লাহ💜 জিসান...
23/07/2025

জিসান প্রসাবের রাস্তায় অতিরিক্ত ফুটা এই সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার অপারেশন করে দেই। আলহামদুলিল্লাহ💜 জিসান এখন সম্পূর্ণ সুস্থ।
জিসানের আব্বু RAB ব্যটিলিয়নের একজন অফিসার।বাবার মতোই সাহসী হয়েছে ছেলে।
Dx- Hypospadias
Rx- Urethroplasty💕

23/07/2025
আপডেট নিউজ
22/07/2025

আপডেট নিউজ

নবজাতকের পেটে গ্যাস জমা বা ইনফ্যানটাইল কলিক (Infantile Colic) একটি অত্যন্ত সাধারণ বিষয়, যা প্রায় ২০% নবজাতককে প্রভাবিত...
22/07/2025

নবজাতকের পেটে গ্যাস জমা বা ইনফ্যানটাইল কলিক (Infantile Colic) একটি অত্যন্ত সাধারণ বিষয়, যা প্রায় ২০% নবজাতককে প্রভাবিত করে। এর ফলে শিশু দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে, যা পিতামাতার জন্য চরম উদ্বেগের কারণ হয়। একজন নবজাতক বিশেষজ্ঞ হিসেবে এই সমস্যার শারীরবৃত্তীয় কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করছি।

পেটে গ্যাস জমার প্রধান কারণ:

🔸 অপরিণত পরিপাকতন্ত্র (Immature Digestive System): নবজাতকের পরিপাকতন্ত্রের বিকাশ সম্পূর্ণ না হওয়ায় খাদ্যকণা ভাঙতে অসুবিধা হয়, যা গ্যাস উৎপন্ন করে।

🔸 অ্যারোফেজিয়া (Aerophagia): দুধ পান করার সময়, বিশেষ করে ফিডার দিয়ে খাওয়ার সময়, অতিরিক্ত বাতাস গিলে ফেলা।

🔸 খাদ্যে সংবেদনশীলতা (Food Sensitivity): মায়ের খাদ্যাভ্যাসের কিছু উপাদান (যেমন গরুর দুধ, মসলাযুক্ত খাবার) বা ফর্মুলা মিল্কের প্রতি সংবেদনশীলতা।

---

🍼 করণীয় ও ব্যবস্থাপনা:

✅ সঠিক বার্পিং কৌশল (Burping Technique): খাওয়ানোর মাঝে এবং শেষে শিশুকে কাঁধে নিয়ে পিঠে আলতো করে মালিশ করে ঢেকুর তোলানো অত্যাবশ্যক।

✅ সঠিক ফিডিং পজিশন (Feeding Position): খাওয়ানোর সময় শিশুর মাথা তার পেটের চেয়ে উঁচু অবস্থানে রাখুন।

✅ বায়ুনাশক ব্যায়াম: শিশুকে চিৎ করে শুইয়ে আলতোভাবে পা দুটি সাইকেল চালানোর ভঙ্গিতে নাড়ান 🚴‍♀️

⚠️ বিশেষজ্ঞের পরামর্শ: ঘরোয়া পদ্ধতি ব্যর্থ হলে এবং শিশুর কান্না অস্বাভাবিক পর্যায়ে পৌঁছালে, ওজন না বাড়লে বা অন্য কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটি Gastroesophageal Reflux (GERD) বা Milk Protein Allergy-এর মতো অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।

🧑‍⚕️ আপনার নবজাতকের প্রতিটি অস্বস্তিই আপনার জন্য উদ্বেগের, আমি তা অনুধাবন করি। সাধারণ ঘরোয়া পদ্ধতির পরেও যদি সমস্যা থেকে যায়, তবে সঠিক কারণ নির্ণয় ও সমাধানের জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শই সবচেয়ে নিরাপদ ও কার্যকর।

---

👨‍⚕️ ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এম এস (শিশু সার্জারী ), ডিজি মেডেলিসট
শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ও সার্জন
---

📍 চেম্বার:
পপুলার ডায়াগনস্টিক সেন্টার জসীমউদ্দিন উত্তরা,ঢাকা-১২৩০,বাংলাদেশ

📞 সিরিয়ালের জন্যে যোগাযোগ:
01726-654541

🕓 রোগী দেখার সময়:
শনিবার, রবি,মংগল,বুধবার,বৃহস্পতিবার :দুপুর ২:৩০-৪:০০ টা
সোমবার :দুপুর ৩:০০– বিকাল ৫:০০ টা

🔔 বিশেষ অনুরোধ: চেম্বারে আসলে সময় নিয়ে আসবেন।

আপনি ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। চেম্বারে দেখা হবে… 🌿

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায়- হাসপাতাল থেকে প্রাপ্ত ফোনকলের ভিত্তিতে (প্রাথম...
22/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায়- হাসপাতাল থেকে প্রাপ্ত ফোনকলের ভিত্তিতে (প্রাথমিকভাবে হালনাগাদযোগ্য তথ্য অনুযায়ী, যা পরবর্তিতে পরিবর্তন হতে পারে), দুর্ঘটনায় আহত ও নিহতের তথ্য সংযুক্ত পিডিএফ ফাইলে দেয়া আছে। |

কারো কাছে অতিরিক্ত কোন তথ্য থাকলে অনুগ্রহ করে জানানোর অনুরোধ জানানো হচ্ছে।

ডাঃ ফারহানা
ফোকাল পার্সন, (বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা)
ফোন নাম্বারঃ 01792744325

21/07/2025

ভিতরের অবস্থা কতটা ভয়াবহ 🙏🙏

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801682779424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Abdullah Al Mahmud -Shovon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Md.Abdullah Al Mahmud -Shovon:

Share