Bro Life Style

Bro Life Style Bro Life Style is a digital content creator, Who makes video content on daily city life style & people. "MD.

Jihad Rahman" is a digital content creator, Who makes video content on daily city life and city people. Here you can see many different types of video content like Comedy, Entertaining, Educational, and personal vlogging too. If you enjoyed our video content so please don't forget to Like-Comment and Share with your family & friends.

16/05/2025

Bro Lifestyle | পর্ব ০: লাইফস্টাইল মানে আসলে কী?

লাইফস্টাইল মানেই কি শুধু ব্র্যান্ডেড জামা-কাপড়, ঘড়ি আর কফি শপ?
না ব্রো, লাইফস্টাইল মানে সেটা না।

লাইফস্টাইল মানে আপনার প্রতিদিনকার বেঁচে থাকার ধরন।
আপনি কেমন খাবার খান, কেমন চিন্তা করেন, সময়কে কিভাবে মূল্য দেন, কাকে কিভাবে সম্মান করেন—এই সব মিলেই আপনার আসল লাইফস্টাইল।

একজন ব্রো যখন রাস্তা দিয়ে হাঁটে, তার পোশাক যতটা কথা বলে, তার চোখের আত্মবিশ্বাস আর চলাফেরার ভঙ্গি তার চেয়েও বেশি বলে।

সে স্মার্ট হয়, কিন্তু অহংকারী না।
সে স্টাইল করে, কিন্তু চমক দেখাতে না—নিজেকে উপস্থাপন করে নিজের মতো করে।
সে নিজের শরীর, মন আর সম্পর্ক—সব কিছুর যত্ন নেয়।

ব্রোদের লাইফস্টাইল মানে হলো ব্যালান্স—
স্বপ্ন দেখা আর বাস্তবতার মাঝে,
আনন্দ আর দায়িত্বের মাঝে,
মজা আর পরিশ্রমের মাঝে।

Bro Lifestyle হলো এমন একটা জীবনধারা,
যেটা দেখে কেউ বলে—“ভাই, আমি ওর মতো হতে চাই।

14/05/2025

“এক কাপ চা, এক জীবনের হিসাব”

রাত ১টা। সবাই ঘুমিয়ে গেছে।
আমি এখনো জেগে—চুপচাপ ছাদে বসে, এক কাপ চায়ের সাথে নিজের চিন্তাগুলো ভাগ করে নিচ্ছি।

দিনভর দোকান সামলে, ডেলিভারি দিয়ে, পোস্ট বানিয়ে — ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চায়।
তবুও মগজের ভেতর চলতে থাকে হিসাব…
"এই মাসের খরচ চালাবো কিভাবে?"
"মায়ের মুখে হাসি আনবো কবে?"
"এই ছোট্ট ব্যবসাটাকে বড় করতে আর কত রাত জাগতে হবে?"

বন্ধুরা ফ্রাইডে নাইট প্ল্যান করছে, কারো প্রেম, কারো পার্টি —
আর সে?
সে একা বসে স্বপ্নের প্ল্যান বানাচ্ছে।

কেউ বোঝে না এই Bro-টা হাসে ঠিকই, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলছে।
"কারণ সে জানে, এই লড়াইটা তার একার — কিন্তু সফলতা একদিন সবার মুখ বন্ধ করে দিবে।"

09/05/2025

পর্ব ১: Self-Respect First – নিজের সম্মানে আপস নয়

> একটা Bro কখনোই নিজের আত্মসম্মানে ছাড় দেয় না।

ওর পোশাক হয়তো খুব দামি না, কিন্তু মনে মনে সে রাজা।
কারো কথা বা চোখের ভয়ে নিজের সিদ্ধান্ত বদলায় না।

Bro জানে—নিজেকে সবার আগে ভালোবাসতে হয়।
কারণ, যে নিজের মান রাখে না, সে অন্যের সম্মানও বুঝে না।

Bro Lifestyle শুরু হয় এখান থেকেই—Self-Respect First।

10/01/2025

❝ জীবনে কিংবা আসে-পাশে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যাদের নিকট সমস্যা বা কষ্টের কথা শেয়ার করলেই দু’আ করতে বসে যায়। এইরকম মানুষগুলো খুবই মূল্যবান তবে এইরকম মানুষগুলো বিরল। ❞

10/01/2025

❝ বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো-----বেইমান চেনার কোন যন্ত্রই বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। ❞

16/03/2024

আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]

16/03/2024

বিয়ে করার আগে প্রত্যেক টা যুবকের এই ওয়াজ টা একবার হলেও শোনার দরকার

23/06/2023

Back to Back
Follow
ফলো দিন ফলো নিন

22/06/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

শুধুমাত্র পাইকারি জন্য...মেন্স পাঞ্জাবিসাইজ : M L XL কালার : ২৫+ ফ্যাব্রিক: ইন্ডিয়ান ৩ ডি  কটন ,সিল্ক ,জাস্কয়ার্ড। রেশিও...
05/04/2023

শুধুমাত্র পাইকারি জন্য...
মেন্স পাঞ্জাবি
সাইজ : M L XL
কালার : ২৫+
ফ্যাব্রিক: ইন্ডিয়ান ৩ ডি কটন ,সিল্ক ,জাস্কয়ার্ড।
রেশিও: ২+২+২=৬ পিস এর ব্লিস্টার।
লেভেল : স্টাইলওয়ে।
মিনিমাম : ২৪ পিস
টোটাল : ৫০০০+ পিস।
সাইজও লিস্ট : M = বডি -৪২, লং - ৩৯
L = বডি -৪৪, লং - ৪০
XL= বডি -৪৬, লং - ৪১

হোয়াটসঅ্যাপ: +880 1920-655364

Address

Sector-14, Uttara
Dhaka
1230

Telephone

+8801920655364

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bro Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bro Life Style:

Share