Breaking Edge Bulletin for Cadets

Breaking Edge Bulletin for Cadets Empower cadets with knowledge and cutting edge updates...
Remember A Cadet is Always A Cadet...

Commemorating the glorious Victory Day of Bangladesh, a day etched in history with valor and resilience. 🇧🇩🇧🇩🇧🇩We rememb...
15/12/2023

Commemorating the glorious Victory Day of Bangladesh, a day etched in history with valor and resilience. 🇧🇩🇧🇩🇧🇩
We remember the sacrifices and honor the heroes who fought for our freedom... 🇧🇩🇧🇩
Together, we stand proud, celebrating our victory and preserving the spirit of our nation...
🇧🇩

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর!...বিস্তারিত...ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রা...
05/12/2023

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর!...
বিস্তারিত...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার দুপুর ১২টায় শুরু হবে। চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ শুক্রবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।
সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যয়ণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

https://www.news24bd.tv/details/154697

#ঢাকাবিশ্ববিদ্যালয়

Marching forward with strength and unity! 🏹 Saluting the spirit of Bangladesh National Cadet Corps Army Wing Cadets. 🇧🇩 ...
04/12/2023

Marching forward with strength and unity! 🏹 Saluting the spirit of Bangladesh National Cadet Corps Army Wing Cadets. 🇧🇩

Sailing through challenges with pride and dedication! ⚓️ Proud moments with Bangladesh National Cadet Corps Naval Wing C...
04/12/2023

Sailing through challenges with pride and dedication! ⚓️ Proud moments with Bangladesh National Cadet Corps Naval Wing Cadets. 🇧🇩


Taking flight with passion and purpose! ✈️ Proud to be part of the Bangladesh National Cadet Corps Air Wing. 🇧🇩         ...
04/12/2023

Taking flight with passion and purpose! ✈️ Proud to be part of the Bangladesh National Cadet Corps Air Wing. 🇧🇩

ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪আবেদনকারীর যোগ্যতাজাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।শিক্ষাগ...
03/12/2023

ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

আবেদনকারীর যোগ্যতা
জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।

উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।

সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

আবেদন করার সময়সূচি
চলতি বছরের নভেম্বর–ডিসেম্বরের মধ্যে cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে
৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়।

জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম /মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।

পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

জেনে রেখো
আবেদন করার সময়: ১ নভেম্বর সকাল ৮টা থেকে ১৩ ডিসেম্বর বিকাল ৫টা, ২০২৩

লিখিত পরীক্ষার তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৩

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: cadetcollegeadmission.army.mil.bd

পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন Breaking Edge Bulletin for Cadets এর সাথে...

Cadet College Admission 2024

Bangladesh National Cadet Corps standing proud in a Guard of Honour, embodying discipline and patriotism. 🇧🇩 Saluting th...
03/12/2023

Bangladesh National Cadet Corps standing proud in a Guard of Honour, embodying discipline and patriotism. 🇧🇩 Saluting the spirit of service and commitment.



২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫.০০ পেয়েছে...
03/12/2023

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫.০০ পেয়েছে। এ ফলাফল কলেজের প্রত্যাশিত ও আনন্দের। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সকল অভিভাবক ও ফেনীবাসী তথা দেশের সকলের মাঝে।

সংগৃহীত

Work Hard until you don't need to introduce yourself...Major Abdus Samad (Ex Bn Adj, 1 BNCC Bn)Battalion,Ramna RegimentP...
02/12/2023

Work Hard until you don't need to introduce yourself...

Major Abdus Samad (Ex Bn Adj, 1 BNCC Bn)
Battalion,Ramna Regiment

Photo: Collected

Karnaphuli Regiment, BNCC...
02/12/2023

Karnaphuli Regiment, BNCC...

Hard training, easy fighting...Disciplined military training is a must for a cadet...💪
02/12/2023

Hard training, easy fighting...
Disciplined military training is a must for a cadet...💪

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ২৩ তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন  ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, পিএসস...
02/12/2023

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ২৩ তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, পিএসসি, এনডিসি।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, ২২ বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। অত্যন্ত চৌকস এ সেনানায়ক তাঁর কর্মজীবনে সাফল্যের ছোঁয়া রেখেছেন৷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Breaking Edge Bulletin for Cadets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share