Report Xpress

Report Xpress Report Xpress – News that matters, delivered swiftly."

"Welcome to Report Xpress, your go-to multimedia news platform, delivering the latest headlines, in-depth analysis, and engaging content across various media formats.

ইরা‌নের তিন‌টি পরমাণু কে‌ন্দ্রে বোমা হামলা চা‌লি‌য়ে‌ছে বর্বর ট্রাস্প প্রশাসন। মা‌র্কিন নি‌ষেধাজ্ঞায় ভুগ‌তে থাকা ইরা‌নের...
22/06/2025

ইরা‌নের তিন‌টি পরমাণু কে‌ন্দ্রে বোমা হামলা চা‌লি‌য়ে‌ছে বর্বর ট্রাস্প প্রশাসন। মা‌র্কিন নি‌ষেধাজ্ঞায় ভুগ‌তে থাকা ইরা‌নের আধু‌নিক যুদ্ধবিমান না থাকায় দেশ‌টির আকা‌শে ‌নি‌র্বিঘ্নে হামলা চালা‌নো হ‌য়ে‌ছে। এমতাবস্থায় ইরা‌নের একমাত্র ভরসা ম‌া‌টির নি‌চের মিসাইল শহর। বি‌শ্লেষক‌দের ধারণা, মধ‌্যপ্রা‌চ্যে বেশ কিছু মা‌র্কিন ঘা‌ঁটি র‌য়ে‌ছে। সেখা‌নে য‌দি ইরান হামলা চালায়, তাহ‌লে নতুন ক‌রে মা‌র্কিন ফা‌ঁদে পড়‌তে পা‌রে দেশ‌টি। মা‌র্কিন স্বা‌র্থে আঘাত হান‌লে প‌শ্চিমারা এক জোট হ‌য়ে ইরা‌নে হামলা চালা‌তে পা‌রে। ‌বিপ‌দে বিধর্মীরা এক‌জোট হ‌লেও তেহরা‌নের খারাপ সময়ে কো‌নো ইসলা‌মিক রাষ্ট্র দেশ‌টি‌কে সহ‌যো‌গিতা কর‌ছে না। এদি‌কে ইরা‌ন সরকার ও জনগণ এ হামলার বদলা নি‌তে ম‌রিয়া হ‌য়ে উঠ‌বে, এরফ‌লে যুদ্ধ দীর্ঘস্থায়ী হ‌ওয়ার সম্ভাবনা র‌য়েছে। অন্তত মুখ রক্ষা কর‌তে হ‌লেও ইরা‌নের অত‌্যাধু‌নিক কিছু সমরাস্ত্র দি‌য়ে পাল্টা হামলা কর‌তে হ‌বে। এতে ক‌রে পু‌রো মধ‌্যপ্রাচ্যে সংঘাত ছ‌ড়ি‌য়ে পড়‌বে। বি‌শেষ ক‌রে ইরানপন্থী ইয়ে‌মে‌নের হু‌তি বি‌দ্রোহী, লেবান‌নের হিজবুল্লাহ গোষ্ঠী ও গাজার হামাস তা‌দের হামলা বা‌ড়ি‌য়ে দে‌বে। হু‌তির পক্ষ থে‌কে মা‌র্কিন রণতরী‌তে হামলার সম্ভাবনাও র‌য়ে‌ছে। আবার যেসব আরব দে‌শে মা‌র্কিন ঘা‌ঁটি র‌য়ে‌ছে, সেসব দে‌শের অভ‌্যন্ত‌রে থাকা মা‌র্কিন ঘা‌ঁটি‌তে য‌দি ইরান হামলা চালায়, তাহ‌লে ওই আরব দে‌শগু‌লোর স‌ঙ্গে ইরা‌নের সংঘাত হ‌তে পা‌রে। এদি‌কে এ যু‌দ্ধে য‌দি কো‌নোভা‌বে ইহু‌দিবাদীরা জয়লাভ ক‌রে, তাহ‌লে পরবর্তী টা‌র্গেট দ‌ক্ষিণ এশিয়া হ‌বে। ইসরাইল য‌দি পা‌কিস্তান আক্রমণ ক‌রে, তাহ‌লে ভারতও বাংলা‌দেশ দখ‌লের ষড়যন্ত্র কর‌বে। তখন আমা‌দেরও ভার‌তের বিরু‌দ্ধে যুদ্ধ কর‌তে হ‌বে। ‌মোটকথা আমরা আপাতদৃ‌ষ্টি‌তে শা‌ন্তি‌তে থাক‌লেও, মধ‌্যপ্রা‌চ্যের যু‌দ্ধে আমা‌দের ভ‌বিষ‌্যতও অ‌নি‌শ্চিত! আসুন আমরা ইরা‌নের বিজ‌য়ের জন‌্য মহান রাব্বুল আলা‌মি‌নের কা‌ছে প্রার্থনা ক‌রি।
ছ‌বি: ইন্টার‌নেট থে‌কে সংগৃহীত
কা‌লে‌ক্টেড: Adv Emran Hossain

19/03/2025

বিধর্মী সুইডিশরা ফি‌লি‌স্তি‌নের জন‌্য এমন এক‌টি প্রতিবাদ জানা‌তে পে‌রে‌ছে, আমরা য‌দি এমন একটা প্রতিবাদ কর‌তে পারতাম!

গাজায় একজন ফি‌লি‌স্তি‌নি মে‌য়ে শিশু ইসরাইলি বিমানহামলায় তার প‌রিবা‌রের সবাইকে হারি‌য়ে‌ছে। সেই ধ্বংসস্তু‌পের সাম‌নেই সোফ...
19/03/2025

গাজায় একজন ফি‌লি‌স্তি‌নি মে‌য়ে শিশু ইসরাইলি বিমানহামলায় তার প‌রিবা‌রের সবাইকে হারি‌য়ে‌ছে। সেই ধ্বংসস্তু‌পের সাম‌নেই সোফায় ব‌সে আছে। শিশু‌টি জা‌নে না প‌রিবার ছাড়া কিভাবে সে বে‌ঁচে থাক‌বে; ভ‌বিষ‌্যতে তার জন‌্য কি অ‌পেক্ষা কর‌ছে।

17/03/2025

আর কা‌কে বিশ্বাস করব। এয়ার‌পো‌র্টে কাস্টমস কর্মকর্তা‌দের হা‌তে ধরা খেল ‌রোগী!

24/02/2025

উচ্ছেদ অ‌ভিযান কেদ্র ক‌রে কক্সবাজার বিমানঘা‌ঁটি‌তে প‌রিক‌ল্পিত হামলা হ‌য়ে‌ছে! ‌দেশ‌কে অকার্যকর করার জন‌্য ষড়যন্ত্র চল‌ছে! কেউ কেউ এটা‌কে জ‌ঙ্গি হামলা ব‌লে ফেসবু‌কে অপপ্রচার চালা‌নোর চেষ্টা কর‌ছেন। রা‌ষ্ট্রের বিরু‌দ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। ভি‌ডিও সংগৃহীত
#কক্সবাজার #‌বিমানঘা‌ঁটি

08/02/2025

"অপারেশন ডেভিল হান্ট"
ডিআইজি মোল্লা নজরুল
এসপি মান্নান, এসপি হাসনাত এসপি আসাদুজ্জামান গ্রেফতার।

07/02/2025

গাজীপ‌ু‌রে সা‌বেক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মে‌লের বা‌ড়ি‌তে হামলা ক‌রে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।‌ কিন্তু মস‌জি‌দের মাইকে ডাকাত প‌ড়ে‌ছে ব‌লে ঘোষণা দি‌য়ে ছাত্রদের উপর পাল্টা হামলা চা‌লা‌নো হয়। প‌রে সেনাবা‌হিনী গিয়ে ছাত্রদের উদ্ধার ক‌রে। গুরুতর আহ‌তের ঢাকা পাঠা‌নো হ‌য়ে‌ছে।

07/02/2025

বোরহানউদ্দিন উপ‌জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র র‌ফিকুল ইসলা‌মের বা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে বিক্ষুদ্ধ জনতা।

06/02/2025

সা‌বেক সংসদ সদস‌্য ও মন্ত্রী তোফা‌য়েল আহ‌মে‌দের বা‌ড়ির এসি ও অন‌্যান‌্য আসবাবপত্র নিজ দ‌লের লো‌কেরাই নি‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে এক‌টি সূত্র। বলা হ‌চ্ছে, ছে‌লে মাইনুল হো‌সেন বিপ্ল‌বের কা‌ছে পাওনা টাকা না পে‌য়ে এসি খু‌লে নি‌চ্ছে কো‌নো একে পাওনাদার। ভি‌ডিও‌তে এসি নি‌তে দেখা যা‌চ্ছে এক ব‌্যক্তি‌কে।

অ‌ভি‌নেত্রী শাওন‌কে ধানম‌ন্ডি থে‌কে গ্রেফতার, গ্রা‌মের বা‌ড়ি‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে বিক্ষুদ্ধ জনতা। আহ জনতা! আইন উপ‌দে...
06/02/2025

অ‌ভি‌নেত্রী শাওন‌কে ধানম‌ন্ডি থে‌কে গ্রেফতার, গ্রা‌মের বা‌ড়ি‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে বিক্ষুদ্ধ জনতা। আহ জনতা! আইন উপ‌দেষ্টার শাশু‌ড়িও ক্ষমা নেই!

06/02/2025

মধ‌্যরা‌তে একযো‌গে সা‌বেক মন্ত্রী তোফা‌য়েল আহ‌মে‌দের ভোলার বিলাসবহুল বা‌ড়ি‌তে ভাঙ্গচু‌রের পর অ‌গ্নিসং‌যোগ।

05/02/2025

থাক‌বে না ৩২, ফি‌রে গেল সেনাব‌াহিনী। শ‌ক্তিশালী ভেকু দি‌য়ে ভাঙ্গা হ‌চ্ছে সেই ৩২ নাম্বার বা‌ড়ি

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Report Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Report Xpress:

Share