
22/06/2025
ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে বর্বর ট্রাস্প প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞায় ভুগতে থাকা ইরানের আধুনিক যুদ্ধবিমান না থাকায় দেশটির আকাশে নির্বিঘ্নে হামলা চালানো হয়েছে। এমতাবস্থায় ইরানের একমাত্র ভরসা মাটির নিচের মিসাইল শহর। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে বেশ কিছু মার্কিন ঘাঁটি রয়েছে। সেখানে যদি ইরান হামলা চালায়, তাহলে নতুন করে মার্কিন ফাঁদে পড়তে পারে দেশটি। মার্কিন স্বার্থে আঘাত হানলে পশ্চিমারা এক জোট হয়ে ইরানে হামলা চালাতে পারে। বিপদে বিধর্মীরা একজোট হলেও তেহরানের খারাপ সময়ে কোনো ইসলামিক রাষ্ট্র দেশটিকে সহযোগিতা করছে না। এদিকে ইরান সরকার ও জনগণ এ হামলার বদলা নিতে মরিয়া হয়ে উঠবে, এরফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত মুখ রক্ষা করতে হলেও ইরানের অত্যাধুনিক কিছু সমরাস্ত্র দিয়ে পাল্টা হামলা করতে হবে। এতে করে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়বে। বিশেষ করে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও গাজার হামাস তাদের হামলা বাড়িয়ে দেবে। হুতির পক্ষ থেকে মার্কিন রণতরীতে হামলার সম্ভাবনাও রয়েছে। আবার যেসব আরব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব দেশের অভ্যন্তরে থাকা মার্কিন ঘাঁটিতে যদি ইরান হামলা চালায়, তাহলে ওই আরব দেশগুলোর সঙ্গে ইরানের সংঘাত হতে পারে। এদিকে এ যুদ্ধে যদি কোনোভাবে ইহুদিবাদীরা জয়লাভ করে, তাহলে পরবর্তী টার্গেট দক্ষিণ এশিয়া হবে। ইসরাইল যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে ভারতও বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করবে। তখন আমাদেরও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মোটকথা আমরা আপাতদৃষ্টিতে শান্তিতে থাকলেও, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমাদের ভবিষ্যতও অনিশ্চিত! আসুন আমরা ইরানের বিজয়ের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কালেক্টেড: Adv Emran Hossain