05/08/2024
আমরা Gen-Z রা এতদিন ধরে এত আন্দোলন, এত মানসিক চাপ, তার থেকে বড় কথা এত ভাই বোনের মৃত্যু এই সবকিছু সহ্য করেছি একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
হাসিনা পদত্যাগ করার পর থেকে সম্পূর্ণ দেশ জুড়ে যে ক্ষয়ক্ষতি শুরু করা হয়েছে নিঃসন্দেহে এর মধ্যে কোনো স্টুডেন্টরা নেই।
প্রশাসন এবং অন্যান্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেশের সম্পদ অনুগ্রহ করে রক্ষা করুন।এতগুলা প্রাণ যে উদ্দেশ্যে চলে গেল সেই দেশের সম্পদ যদি রক্ষা করতে না পারি তাহলে কিভাবে আমরা সুন্দর দেশ গড়ে তুলব?
স্টুডেন্টরা একমাত্র গণভবনে যে আনন্দটা করেছে এটা তাদের প্রাপ্য ছিল বলে আমি মনে করি।কারণ এইগুলো আমাদের মত সাধারন মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় কেনা জিনিস। যদিও এটাও উচিত ছিল না।
দেশের এসব অবৈধ টাকায় গড়া সম্পদ ধ্বংস না করে underprivileged মানুষদের মধ্যে ভাগ করে দিলে বরং দেশের উন্নতি হবে।