
18/08/2025
তিক্ত অভিজ্ঞতা 😲
গত ২০২০ সালের নভেম্বর মাসে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল নারায়নগঞ্জে একটি মিসকেস মামলা করি। দীর্ঘ ৪বছর ৮ মাস এই মামলার পিছনে ঘুরতেছি। শুধু তারিখের পর তারিখ। সব কিছু ঠিক থাকার পরও কেন যে রায় পাচ্ছি না বুঝতে পারছি না। ভুমি অফিস থেকে ২ বার তদন্ত করেছে রিপোর্টও আমার পক্ষে। এখন তৃত্বীয় বার তদন্ত করেছে সেটার আমার পক্ষে এলাকাবাসী স্বাক্ষী দিয়েছে। কিন্তু ভুমি অফিস থেকে রিপোর্ট জমা দিচ্ছে না। গত রমজান মাসে তদন্তে হয়েছে এখনো রিপোর্ট জমা না দেওয়ার কারনে শুনানি হচ্ছে না। আল্লাহ ভাল জানেন কত দিন ঘুরতে হবে। আল্লাহর কাছে দোয়া করি কোন মানুষ যেন জমিসংক্রান্ত মামলায় না জড়ায়। তাই দেখে শুনে যায়গা জমি ক্রয় করুন প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন।