18/09/2025
মেয়েদের যদি নিজের কিছু থেকে থাকে সেটা হলো তার সন্তান ❤️
এই ছবিগুলো গতো শীতের, আমারা যশোর গিয়েছিলাম লিহান এর বড় বাবার বাসায়। কোয়ার্টার ছিলো তো শীত পুরাদমে মা ছেলে উপভোগ করছিলাম সেখানে, যেহেতু ডিফেন্স কোয়ার্টার ছিলো তো সিকিউরিটির কোন ঘাটতি ছিলো না, আমরা শীতের কনকনে রাতেও ঢু মেরে বেড়াতাম আর সকাল বেলা বেলকুনিতে এমন রোদে বসে বসে রোদ পোহাইতাম মা ছেলে☺️।
বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, আর আমার কাছে এই মেমোরি গুলো সোনার মতো দামি হচ্ছে ❤️
সবাই দোয়ায় রাখবেন 🤲
আল্লাহুমা বারিক লাহু
শুভ সকাল