
11/08/2025
আল্লাহ ভরশা। ❤️🩹
কখনও কখনও মনে হয়… বেঁচে থাকার কোনো কারণ নেই। জীবন যেন শুধু ক্লান্তি, হতাশা আর ব্যথার নাম। তবুও আমি বেঁচে আছি—কাউকে আঘাত করার প্রতিশোধের জন্য নয়, বরং সেই নীরব প্রতিশোধের জন্য, যা কারও ক্ষতি করে না, শুধু প্রমাণ করে যে আমি পারি, আমিও কম নই।
আমার জীবনে যত কষ্ট এসেছে, যত অবহেলা পেয়েছি, যতবার পিছন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে—সবই আমি বুকে আগলে রেখেছি জ্বালানির মতো। আমি শিখেছি, মানুষ শুধু সুখে নয়, কষ্টেও টিকে থাকে। আর সেই টিকে থাকার মধ্যেই লুকিয়ে থাকে নিজের শ্রেষ্ঠ প্রমাণ।
হয়তো আমি ভেঙে পড়তে পারতাম, হাল ছেড়ে দিতে পারতাম… কিন্তু আমি দাঁড়িয়ে আছি।
কারণ একদিন আমি চাই, যারা ভেবেছিল আমি পারবো না, তারা যেন নিজ চোখে দেখে—আমি পেরেছি, আমি জয়ী হয়েছি, আমি হার মানিনি। জীবনের যুদ্ধটা আমার জন্য শুধু বেঁচে থাকা নয়, নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই।"