05/07/2024
১-ফাতিহা
(1:1)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
শব্দার্থ: بِسْمِ = নামে, اللَّهِ = আল্লাহ (র) , الرَّحْمَٰنِ = পরম করুণাময়, الرَّحِيمِ = অসীম দয়ালু,
অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে
(1:2)
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَۙ
শব্দার্থ: الْحَمْدُ = সকল প্রশংসা , لِلَّهِ = আল্লাহ্র ই জন্য, رَبِّ = (যিনি) রব, الْعَالَمِينَ = সারা জগতের,
অনুবাদ: প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব–জাহানের রব,
(1:3)
الرَّحْمٰنِ الرَّحِیْمِۙ
শব্দার্থ: الرَّحْمَٰنِ = অশেষ করুণাময়, الرَّحِيمِ = পরম দয়ালু,
অনুবাদ: যিনি পরম দয়ালু ও করুণাময়
(1:4)
مٰلِكِ یَوْمِ الدِّیْنِؕ
শব্দার্থ: مَالِكِ = অধিপতি, يَوْمِ = দিনের, الدِّينِ = বিচারের,
অনুবাদ: প্রতিদান দিবসের মালিক।
(1:5)
اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُؕ
শব্দার্থ: إِيَّاكَ = আপনারই শুধু , نَعْبُدُ = আমরা ইবাদত করি, وَإِيَّاكَ = এবং আপনারই ( কাছে শুধু ) , نَسْتَعِينُ = আমরা সাহায্য চাই।,
অনুবাদ: আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই
(1:6)
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَۙ
শব্দার্থ: اهْدِنَا = আমাদেরকে দেখান, الصِّرَاطَ = পথ, الْمُسْتَقِيمَ = সরল সঠিক ,
অনুবাদ: তুমি আমাদের সোজা পথ দেখাও,
(1:7)
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ١ۙ۬ۦ غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَ لَا الضَّآلِّیْنَ۠
শব্দার্থ: صِرَاطَ = (সেই) পথে, الَّذِينَ = যাদেরকে, أَنْعَمْتَ = আপনি অনুগ্রহ দান করেছেন , عَلَيْهِمْ = তাদের উপর , غَيْرِ = নয় (পথ) , الْمَغْضُوبِ = অভিশপ্তদের, عَلَيْهِمْ = যাদের উপর (গজব পরেছে) , وَلَا = এবং না , الضَّالِّينَ = পথভ্রষ্ট দের,
অনুবাদ: তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।