Life of Sifat

Life of Sifat ফ্রেমে ফ্রেমে গল্প ধারণ করি

13/08/2025

শ্রীলংকার সরকার ছিলো চোর, আর জনগন ছিলো ভালো, তারা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হইছে,
বাংলাদেশের সরকার ছিলো চোর, আর জনগন হলো ডাকাত।
এ দেশ ঘুরে দাঁড়ানোর কোন সম্ববনা আছে কি!

জীবনকে বেদনার সাথে পরিচিত হতে দাওযেন রক্তিম, সবুজ আর ধূসর চিনতে পারো।—রুমি
06/08/2025

জীবনকে বেদনার সাথে পরিচিত হতে দাও
যেন রক্তিম, সবুজ আর ধূসর চিনতে পারো।

—রুমি

23/07/2025

"আমার তো সময় নেই"

যে চিঠি আসতে লাগত চার সপ্তাহ,
সে এখন চার সেকেন্ডেই পৌঁছে যায়,
তবু মানুষ বলে — “সময় নেই।”

দূর প্রবাসে থাকা মানুষ
যে মুখ দেখতে এক যুগ কেটে যেত,
সে এখন স্ক্রিনে ভেসে ওঠে সেকেন্ডে —
তবু মানুষ বলে — “সময় নেই।”

আগে যে কাজ ঘরে ঘরে ঘুরে শ্রম দিয়ে করতে হতো,
এখন একটুখানি রিমোট বাটনে শেষ —
তবু তার উচ্চারণ — “সময় নেই।”

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাই,
এখন মোবাইলেই সবকিছু সারেন
তবু বলেন — “সময় নেই।”

মেডিকেল টেস্টে আগে লাগত বেশ কয়েকটি দিন।
এখন কয়েক ঘণ্টাতেই, রিপোর্ট —
তবু মানুষ বলেই চলেন — “সময় নেই।”

আসলে, সময় নেই কথাটা
চলন্ত স্কুটারে এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন —
বন্ধুকে দেখেও থেমে কথা বলে না,
কারণ একটাই — সময় নেই।

গাড়ির স্টিয়ারিং ধরে আছেন এক হাতে,
অন্য হাতে WhatsApp —
কারণ — সময় নেই।

জ্যামে পড়ে লেন বদল করে নতুন লেন তৈরি করেন,
কারণ — সময় নেই।

বন্ধুদের মাঝে বসে থাকেন,
তবু সতর্ক দৃষ্টি ফোনে —
কারণ — কোথাও যেতে হবে, সময় নেই।

একা থাকলে দিব্যি আরাম,
তবু কারও সঙ্গে সময় কাটাতে অস্বস্তি —
কারণ — সময় নেই।

বই পড়ার সময় নেই,
মা-বাবাকে ফোন করার সময় নেই,
পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সময় নেই,
প্রকৃতিকে অনুভব করার সময় নেই…

তবু —
IPL দেখার সময় আছে,
Netflix-এ বাঁচার উপায় আছে,
নিত্য নতুন অসার রিল দেখার,
রাজনীতি নিয়ে অকারণ তর্কের সময় আছে —

কিন্তু নিজের জন্য? সময় নেই।

বিশ্ব সহজ হয়েছে,
প্রযুক্তি এনেছে মানুষকে কাছাকাছি।
দূরত্ব গেছে মুছে।
সুযোগ বেড়েছে,
তবু মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে —
এই একটি বাক্যে: “আমার তো সময় নেই।”

নিজের সঙ্গে চুপ করে স্থির হয়ে কথা বলার সময় নেই....
এই একটি বাক্যে: “আমার তো সময় নেই।”

22/07/2025

Life lately!

Mobile Photography!
22/07/2025

Mobile Photography!

20/07/2025

রূপে রূপান্তর,সময় জাদুকর!

20/07/2025

বৃষ্টির এই প্রস্তুতি যেন প্রকৃতির এক অলিখিত উৎসব, যা গ্রাম্য জীবনে এক নতুন আনন্দ এবং উদ্দীপনা সৃষ্টি করে।

19/07/2025

Random Frames!

18/07/2025

Jeddah, Saudi Arabia!

03/07/2025

Beautiful things don't ask for attention!

27/07/2022

প্রতিদিন প্রেমের টানে বাংলাদেশে খালি আইতেয়াছে...
আরও কত যে বাকি আছে!
🥴

15/07/2022

যে যত ফর্সা, তার তত ex.!🙂

Address

Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life of Sifat:

Share

Category