04/11/2022
একাত্তরে তিনি সদ্য কৈশোর পার হওয়া টগবগে তরুণ। মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেন। যুদ্ধে কেউ আহত হয়েছেন শুনলেই ছুটে যান। সেবা-শুশ্রূষায় সুস্থ করে তোলার প্রাণান্ত চেষ্টা করেন। তরুণ বয়সের সেই চেষ্টা, সেবার সেই মানসিকতা আজও ধারণ ও লালন করে চলেছেন তিনি।
দেশ স্বাধীন হওয়ার পর এমবিবিএস পাস করেন। চিকিৎসাপেশায় যুক্ত হন। চাকরি করেন কয়েকটি সরকারি হাসপাতালে। সিভিল সার্জনও হন। চাকরির বাইরে চেম্বারে বসে রোগী দেখেন। ফি নেন মোটে ১০ টাকা। ৪৩ বছর ধরে ওই কয় টাকায় রোগী দেখছেন তিনি। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ তাঁর রোগী। মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’, কারও কাছে ‘১০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিত। নাম তাঁর এবায়দুল্লাহ। বাড়ি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়।
বিস্তারিত পড়তে, নিচে ক্লিক করুন।
একাত্তরে তিনি সদ্য কৈশোর পার হওয়া টগবগে তরুণ। মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেন। যুদ্ধে ক.....