Today's Good News

Today's Good News Stay with us for daily good news.

আমরা প্রতিনিয়ত ফেসবুক, পত্রিকা যেখানেই চোখ রাখিনা কেন চারিপাশের ভাল খবর গুলোকে সেভাবে তুলে ধরা হয় না। আমরা চেষ্টা করবো স...
04/11/2022

আমরা প্রতিনিয়ত ফেসবুক, পত্রিকা যেখানেই চোখ রাখিনা কেন চারিপাশের ভাল খবর গুলোকে সেভাবে তুলে ধরা হয় না। আমরা চেষ্টা করবো সকল পত্রিকার খন্ড খন্ড ভাল খবর গুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করতে।

আমাদের পেইজটি লাইক, শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ।

বুয়েটময় এক পরিবারের গল্পঅধ্যাপক মো. আবুল কাশেম মিয়া পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। সেখান থেকে প...
04/11/2022

বুয়েটময় এক পরিবারের গল্প

অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। সেখান থেকে পাস করে হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর সহধর্মিণীও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানেই অধ্যাপনা করছেন। তাঁদের ছেলে ও মেয়েও পড়াশোনা করছেন বুয়েটে।

আবুল কাশেম মিয়ার মেয়ের পড়াশোনা শেষ পর্যায়ে। তাঁর ফলও ভালো। বিয়ে হয়েছে বুয়েটেরই এক শিক্ষকের সঙ্গে। আবার আবুল কাশেম মিয়ার ভায়রা ভাই (স্ত্রীর বোনের স্বামী) এস এম লুৎফুল কবীর বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের অধ্যাপক। সব মিলিয়ে যেন বুয়েটময় একটি পরিবার।

দেশের প্রকৌশল শিক্ষার জন্য সেরা বিদ্যাপীঠ বুয়েট। বিজ্ঞানের শিক্ষার্থীদের অনেকেরই স্বপ্ন থাকে বুয়েটে পড়ার। কিন্তু আসন–স্বল্পতার কারণে কেবল সেরাদের সেরারাই ভর্তির সুযোগ পান। অনেকের স্বপ্ন থাকে অধরা। সেখানে একই পরিবারের সবার বুয়েটে পড়াশোনা করা, আর তাঁদের কারও কারও শিক্ষকতা করাকে ব্যতিক্রমী ঘটনা বলা চলে।

===> বিস্তারিত পড়তে, নিচে ক্লিক করুন।

অধ্যাপক আবুল কাশেম মিয়া আবেগপ্রবণ হয়ে বলেন, ‘বাবা হিসেবে আমি সন্তানের কাছে এমন পরাজয়ই তো চাই।’

একজন সুস্থ মানুষের হৃদ্‌যন্ত্র প্রতি মিনিটে পাঁচ–ছয় লিটার রক্ত সারা শরীরে পাম্প করে থাকে। হার্ট ঘড়ির কাঁটার মতো বিরামহী...
04/11/2022

একজন সুস্থ মানুষের হৃদ্‌যন্ত্র প্রতি মিনিটে পাঁচ–ছয় লিটার রক্ত সারা শরীরে পাম্প করে থাকে। হার্ট ঘড়ির কাঁটার মতো বিরামহীনভাবে চললেও তার ছন্দপতন হতে পারে। শহুরে জীবনধারার ব্যস্ত মানুষ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গটির দিকে সেভাবে নজর দিতে পারেন না। অসচেতনতা, অযত্ন আর অবহেলায় আমাদের রক্তনালিতে ধীরে ধীরে চর্বি জমে।

বয়স বাড়লে ধমনির গা ভরে ওঠে ক্যালসিয়াম আর রক্তকণিকার জমাট উপাদানে। হার্টের রক্তনালি বা করোনারি আর্টারি যেসব মাংসপেশিতে নিরবচ্ছিন্ন রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে এত দিন অক্সিজেন জোগাত, দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাবে সেসব পেশি একসময় অকেজো হয়ে পড়ে।

হার্টের পেশিগুলো নিস্তেজ হওয়ার আগেই অক্সিজেনের অভাবে বুকে তীব্র ব্যথা অনুভূত হতে থাকে। এ অবস্থাকে আমরা হার্টের এনজিনার ব্যথা বলে থাকি। এ ধরনের ব্যথা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের পূর্বসংকেত।

===> বিস্তারিত পড়তে, নিচে ক্লিক করুন।

একজন সুস্থ মানুষের হৃদ্‌যন্ত্র প্রতি মিনিটে পাঁচ–ছয় লিটার রক্ত সারা শরীরে পাম্প করে থাকে। হার্ট ঘড়ির কাঁটার মত....

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সা...
04/11/2022

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। পরে দুপুর ২টায় ফলাফল প্রকাশিত হলে তিনি ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

===> বিস্তারিত পড়তে, নিচে ক্লিক করুন।

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে

একাত্তরে তিনি সদ্য কৈশোর পার হওয়া টগবগে তরুণ। মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেন। যুদ্ধে কেউ আহত হয়ে...
04/11/2022

একাত্তরে তিনি সদ্য কৈশোর পার হওয়া টগবগে তরুণ। মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেন। যুদ্ধে কেউ আহত হয়েছেন শুনলেই ছুটে যান। সেবা-শুশ্রূষায় সুস্থ করে তোলার প্রাণান্ত চেষ্টা করেন। তরুণ বয়সের সেই চেষ্টা, সেবার সেই মানসিকতা আজও ধারণ ও লালন করে চলেছেন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর এমবিবিএস পাস করেন। চিকিৎসাপেশায় যুক্ত হন। চাকরি করেন কয়েকটি সরকারি হাসপাতালে। সিভিল সার্জনও হন। চাকরির বাইরে চেম্বারে বসে রোগী দেখেন। ফি নেন মোটে ১০ টাকা। ৪৩ বছর ধরে ওই কয় টাকায় রোগী দেখছেন তিনি। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ তাঁর রোগী। মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’, কারও কাছে ‘১০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিত। নাম তাঁর এবায়দুল্লাহ। বাড়ি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়।

বিস্তারিত পড়তে, নিচে ক্লিক করুন।

একাত্তরে তিনি সদ্য কৈশোর পার হওয়া টগবগে তরুণ। মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেন। যুদ্ধে ক.....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today's Good News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share