05/09/2025
“একজন আলেম যখন সত্য ও ন্যায়ের পথে দাঁড়াবার বদলে বিদ্বেষ ছড়ান, তখন আলেমের মর্যাদা কলঙ্কিত হয়।
হ্যাঁ, শেখ হাসিনা অন্যায়-অবিচার করেছেন, জনগণের ক্ষতি করেছেন—এটা জাতি জানে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে সব মানুষ খারাপ নয়—এ কথার মধ্যে তো বিদ্বেষ নেই, বরং বাস্তবতা আছে।
সত্য স্বীকার না করে, অন্যের বক্তব্যকে বিকৃত করে বিদ্বেষ ছড়ানো একজন আলেমের শোভা পায় না। আলেমের কাজ হলো মানুষকে সত্য শেখানো, মিথ্যা দিয়ে উত্তেজনা সৃষ্টি করা নয়।”