Nusrat Fashion 2

Nusrat Fashion 2 Alhamdulillah for everything

hello my name is Nusrat Jahan the one who is behind the channel & page "Nusrat Fashion".

I love to design dresses so i decided to make videos & share my ideas with you. Thank you so much for your love & support!!

আমব্রেলা ফ্রক কাটিং ও সেলাই চার্ট👇👇
09/08/2025

আমব্রেলা ফ্রক কাটিং ও সেলাই চার্ট👇👇

কেমন লাগছে এই সুন্দর জামাটা?🥰নিজের হাতে এমন সুন্দর জামা বানিয়ে পড়ার আনন্দই অন্যরকম👌👌, তাছাড়া টেইলারিং খরচটাও বেচে যাবে অ...
04/08/2025

কেমন লাগছে এই সুন্দর জামাটা?🥰নিজের হাতে এমন সুন্দর জামা বানিয়ে পড়ার আনন্দই অন্যরকম👌👌, তাছাড়া টেইলারিং খরচটাও বেচে যাবে অনেকগুন। তাই সব আপুদের বলবো নিজের ও পরিবারের জন্য হলেও এই কাজটা শিখে রাখুন।কমেন্টে জানাবেন কেমন হলো ডিহাইনটা। নিচে এটার টিউটোরিয়াল বিস্তারিত লেখা আছে। বুঝতে সমস্যা হলে,, প্রথম কমেন্টে ভিডিও আকারে ফুল টিউটোরিয়াল দেওয়া থাকবে।

🧵 গোলজামা কাটিং লেআউট (বডি ৪০")

1️⃣ কাপড়ের প্রস্তুতি

কাপড় আগে ধুয়ে শুকিয়ে নিন (শ্রিংকেজ এড়াতে)।

মোট লাগবে ২.২৫ মিটার কাপড় (ফুল স্লিভ), যদি ¾ স্লিভ হয় তাহলে ২ মিটার।

---

2️⃣ কামিজের বডি কাট

1. কাপড় ভাঁজ করুন লম্বা দিক দিয়ে, যাতে একসাথে ফ্রন্ট ও ব্যাক কাট হয়।

2. উপরের দিক থেকে ১৪" মেপে কাঁধের প্রস্থ চিহ্ন দিন।

3. গলা চিহ্ন দিন—

প্রস্থ: ৩.২৫" (ভাঁজ করলে আসল প্রস্থ হবে ৬.৫")

গভীরতা:

ফ্রন্ট: ৭"

ব্যাক: ৩"

4. কাঁধের লাইন থেকে ৮.৫" নিচে বক্ষ লাইন (Chest Line) চিহ্ন দিন—মাপ হবে ২১" (ভাঁজ করলে আসল হবে ৪২")।

5. বক্ষ থেকে সোজা লাইন টেনে নিচ পর্যন্ত (লম্বা হবে ৪০")।

6. হিপ লাইন (কাঁধ থেকে ২৪" নিচে) হবে ২৩" (ভাঁজ করলে আসল হবে ৪৬")।

7. সাইড স্লিটের জন্য নিচ থেকে ২০–২২" পর্যন্ত সেলাই করবেন, বাকিটা খোলা রাখবেন।

---

3️⃣ হাতা কাট

1. কাপড় আলাদা করে নিন, ভাঁজ করুন।

2. লম্বা: ফুল স্লিভ ২১", ¾ স্লিভ ১৬"।

3. ওপরে প্রস্থ: ৭" (ভাঁজ করলে আসল ১৪")।

4. কব্জিতে প্রস্থ: ৫" (ভাঁজ করলে আসল ১০")।

5. হাতার আর্মহোল বক্রতা (curve) বডির আর্মহোলের সাথে মিলিয়ে কাটুন।

---

4️⃣ গলার ফিনিশিং

গলার জন্য কাপড়ের স্ট্রিপ কেটে পিপিং তৈরি করুন (১.২৫" চওড়া ও প্রয়োজনমতো লম্বা)।

ফ্রন্ট ও ব্যাক আলাদা ফিনিশিং করে পরে একসাথে সেলাই করুন।

---

5️⃣ ফিনিশিং ও সেলাই

1. কাঁধের সেলাই করুন, তারপর হাতা লাগান।

2. সাইড সেলাই করুন, স্লিটের জায়গা খোলা রাখুন।

3. গলা ও হাতায় পিপিং বা লেইস দিন।

4. নিচে ডাবল ফোল্ড হেম দিন।

আর এই ডিজাইনের ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন ১ম কমেন্টে👇👇

সালোয়ার, কামিজ ডিজাইন 😍😍
03/08/2025

সালোয়ার, কামিজ ডিজাইন 😍😍

যারা সেলাইকাজ জানেন তারা মোটামুটি এই পার্টসটা চিনেন,বলেনতো এর নাম কি? আর এটা কি কি কাজ করা হয়?
29/07/2025

যারা সেলাইকাজ জানেন তারা মোটামুটি এই পার্টসটা চিনেন,বলেনতো এর নাম কি? আর এটা কি কি কাজ করা হয়?

28/07/2025

গজ ও গিড়ার হিসাব

১গিরা ২" ২ দাগ
২গিরা ৪" ৪ দাগ
৩ গিরা ৬" ৬ দাগ
৪ গিরা ৯ ইঞ্চি
৫ গিরা ১১" ২ দাগ
৬ গিরা ১৩" ৪ দাগ
৭ গিরা ১৫" ৬ দাগ
৮ গিরা ১৮ ইঞ্চি -------হাফগজ
৯ গিরা ২০" ২ দাগ
১০ গিরা ২২" ৪ দাগ
১১ গিরা ২৪" ৬ দাগ
১২ গিরা ২৭ ইঞ্চি------পোনে ১গজ
১৩ গিরা ২৯" ২ দাগ
১৪ গিরা ৩১" ৪ দাগ
১৫ গিরা ৩৩" ৪ দাগ
১৬ গিরা ৩৬ ইঞ্চি ------- ১ গজ

যারা সেলাই কাজে নতুন ও পূরাতন সবার জন্য দরকারী, সহজে খোঁজে পেতে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন 🥰🥰
27/07/2025

যারা সেলাই কাজে নতুন ও পূরাতন সবার জন্য দরকারী, সহজে খোঁজে পেতে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন 🥰🥰

ইউটিউবে অর্ধলক্ষ মানুষ এই ড্রেসটির টিউটোরিয়াল দেখেছেন এবং শিখেছেন,এই সুন্দর ড্রেসটির পুরো ভিডিও পেয়ে যাবেন, "Shelai Bari...
26/07/2025

ইউটিউবে অর্ধলক্ষ মানুষ এই ড্রেসটির টিউটোরিয়াল দেখেছেন এবং শিখেছেন,এই সুন্দর ড্রেসটির পুরো ভিডিও পেয়ে যাবেন, "Shelai Bari" চ্যানেলে,ভিডিওটি দেখতে প্রথম কমেন্ট দেখুন

👩‍🦰আমার করা কয়েকটি গলার ডিজাইন 🥰🥰
26/07/2025

👩‍🦰আমার করা কয়েকটি গলার ডিজাইন 🥰🥰

ড্রেসটি সুন্দর তাইনা??❤️❤️এই ড্রেসটির ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল "Shelai Bari"  তে,লিংক প্রথম কমেন্টে👇
25/07/2025

ড্রেসটি সুন্দর তাইনা??❤️❤️এই ড্রেসটির ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল "Shelai Bari" তে,লিংক প্রথম কমেন্টে👇

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দ...
20/07/2025

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।

গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। দুর্ঘটনার দিন তিনি নিজের থানার এক রুকন ভাইকে রক্ষা করতে গিয়ে নিজেই প্রাণ হারান।

আমার বোন তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। স্বামীর মৃত্যুসংবাদ শুনে সে আট ঘণ্টার বেশি সময় অচেতন ছিল। দা*ফনের পরদিন সন্ধ্যায় কাউকে না জানিয়ে, গোপনে কবরে চলে যায়। স্বামীর কবরের সমস্ত মাটি সরিয়ে, মৃ*তদেহ উঠিয়ে বুকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে করতে ভে*ঙে পড়ে। এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য পান। আমরা খবর পেয়ে গিয়ে বোনকে জো*রপূর্বক নিয়ে আসি, আবার ইমামকে ডেকে এনে দা*ফনের ব্যবস্থা করি। এরপর থেকে বোনকে সর্বক্ষণ চোখে চোখে রাখি। প্রতিদিন ফজরের পর তাকে নিয়ে যাই স্বামীর কবর জিয়ারতে, যেখানে সে ইচ্ছেমতো কান্না করে, দোয়া করে।

কিন্তু ওই দিন কবর থেকে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত বোন আমাদের সঙ্গে আর একটা কথাও বলেনি।
সে শুধু নামাজ পড়ে সিজদায় দু'হাত তুলে একটি দোয়া করত "হে আল্লাহ, আমি আ*ত্মহ*-ত্যা করতে চাই না, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারছি না। আপনি যদি সত্যিই রহমান হন, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।"

আজ ভোর ৫:১৫ সেই সিজদার মধ্যেই আল্লাহ তাঁর দোয়া কবুল করেছেন। আমার বোন চলে গেছেন রবের জিম্মায়।

এই মৃত্যু আমাদের পরিবারের জন্য এক অপূরণীয় শোক, অসহনীয় শূন্যতা। আমার বোন একজন আদর্শ স্ত্রী ছিলেন।
স্বামী বাসায় না ফিরা পর্যন্ত কখনো একগ্রাস খাবার মুখে তোলেনি। স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করত না।
কোনো পুরুষের সঙ্গে দেখা বা কথাও বলত না।
আজ রাত ১১:৩০টায় বোনের জানাজা ও দাফন সম্পন্ন করব, ঢাকার সমাবেশ শেষে আমি নিজে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।

আমার প্রিয় বোনের জন্য সবাই দোয়া করবেন।

বিঃদ্রঃ তার হৃদয়াবেগ ব্যাথা,আর পরপারে পাড়ি জমানো তো এই বুঝায় যে, স্বামী নামক মানুষটা তার কাছে কি ছিলো।
নিঃসন্দেহে স্বামীও স্ত্রীর সন্তোষভাজ সার্টিফিকেট অর্জন করেছেন।

আল্লাহ দুজনকে সেই সু-সজ্য জান্নাতে মিলিত করুন।
আমিন।

-Irteeza_ইরতিজা

ইস! কি সুন্দর একটা ড্রেস তাইনা? ড্রেসটা যখন আমার মেয়ের জন্য বানিয়ে পড়িয়েছিলাম তখনই অন্যরকম শান্তি পেয়েছিলাম,এই ড্রেসটার ...
15/07/2025

ইস! কি সুন্দর একটা ড্রেস তাইনা? ড্রেসটা যখন আমার মেয়ের জন্য বানিয়ে পড়িয়েছিলাম তখনই অন্যরকম শান্তি পেয়েছিলাম,এই ড্রেসটার ফুল ভিডিও আমার "Shelai Bari" ইউটিব চ্যানেলে পাবেন অথবা এই পোস্টের ১ম কমেন্ট চেক করুন👇

এই ড্রেসটি বাচ্চাকে পড়ালে এতো সুন্দর লাগবে মাসাআল্লাহ,❤️❤️আর ড্রেসটি তৈরি করাও অনেক সহজ,,ড্রেসটির ফুল ভিডিও টিউটোরিয়াল প...
14/07/2025

এই ড্রেসটি বাচ্চাকে পড়ালে এতো সুন্দর লাগবে মাসাআল্লাহ,❤️❤️আর ড্রেসটি তৈরি করাও অনেক সহজ,,ড্রেসটির ফুল ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন প্রথম কমেন্টে ও আমাদের "Shelai Bari" ইউটিউব চ্যানেলে👍👍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Fashion 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Fashion 2:

Share